নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দল মত ঊর্ধে দেশকে ভালোবাসি

দাদার নাতী

আমি সারাক্ষন অনলাইনে বসে থাকি এবং পৃথিবীকে জানার চেস্টা করি

দাদার নাতী › বিস্তারিত পোস্টঃ

আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে হুবহু Windows 7/XP বানিয়ে ফেলুন

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩২

সবাইকে সালাম জানিয়ে আমি আমার লেখা শুরু করলাম অনেক দিন পর।নিশ্চই সবাই ভালো আছেন।যাই হোক কাজের কথা আসি।অনেকে হয়তো আমার টিউনের শিরোনাম দেখে চোখ চানা-বড় করছেন যে,কিভাবে আবার এন্ড্রয়েড মোবাইলকে Windows 7 অথবা Windows Xp বানিয়ে ফেলবো।আসলে সব কিছুই এখন আমাদের হাতের নাগালে চলে এসেছে।প্রথমে আমি নিজেও চমকে গিয়েছি কিন্তু যখন নিজের মোবাইলকে সেই রকম করলাম তখনি বুঝলাম সম্ভব।যাই হোক আজকের আমার লেখার প্রধান উপকরণই হচ্ছে এন্ড্রয়েড মোবাইলকে বা ট্যাবকে Windows এ পরিণত করা।আমারা আমাদের এই কাজটি একটি এন্ড্রয়েড লাঞ্চার দিয়ে সহজে করতে পারি।

চলুন তাহলে কাজে হাত দিই।প্রথমে আপনি এন্ড্রয়েড লাঞ্চারটি ডাউনলোড করে নিতে হবে আপনার মোবাইলে।ডাউনলোড করার পর আপনি ইন্সটল দিয়ে নিন আপনার মোবাইলে।কিছু স্ক্রিন শর্ট দেখুন আমার মোবাইলের।

যাই হোক ইন্সটল দেয়া খুবই সহজ কেঁউ যদি কোন ধরনের সমস্যা পড়েন তাহলে ভিডিওটি দেখতে পারেন।সেখানে দেয়া আছে আপনি কিভাবে ইন্সটল দিবেন সেখান থেকে একেবারে কিভাবে চালাবেন সেটা পর্যন্ত। ২ মিনিটের ভিডিওটি দেখলে আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন। আর লাঞ্চারটি সুবিধা হচ্ছে একসাথে আপনি Windows 7,XP,Vista সবটা পাবেন একটার ভিতর।আপনি যেটার ফিচার চান শুধু মাত্র স্ক্রিন এ আঙ্গুল একটু গুরালেই পরিবর্তন হয়ে যাবে।

তাচাড়া লাঞ্চারটিতে ৬ টি আলাদা আলাদা ওয়ালপেপার আছে।এমনকি Windows এর মত কপি পেস্ট ,সি ড্রাইব,ডি ড্রাইব সব কিছুই আছে।সহজ কথা পুরো পুরি উইন্ডজ আবহাওয়া বা পুরোপুরি বলা যায়।

সরাসরি ডাউলোড করুন এখান থেকে Windows 7 Launcher Apk

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৪

এম. রহমান বলেছেন: এটা করে কী লাভ?

৩০ শে মার্চ, ২০১৫ রাত ১২:০২

দাদার নাতী বলেছেন: প্রযুক্তির একটু ব্যাবহার আরকি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.