নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মার্কোপলো

মার্কোপলো › বিস্তারিত পোস্টঃ

আমেরিকান নির্বাচন নিয়ে বাংগালীদের মাথা ঘামানোর দরকার আছে?

২৪ শে মে, ২০১৬ সকাল ৮:১১



অবশ্যই দরকার আছে। বাংগালীদের মাথা ঘামানোর সুযোগ থাকলে আমেরিকান নির্বাচন নিয়ে মাথা ঘামানোই সঠিক কাজ হবে; কারণ, বাংলাদেশে নিজেদের ভোট নিয়ে অনেকদিন বাংগালীদের মাথা ঘামানোর দরকার হবে না, মনে হচ্ছে, সরকার নিজেই সেটা নিয়ে ভাববে! অবশ্য মাথা ঘামানোও সব সময় সহজ কাজ নয়, কমপক্ষে চার জনে একজন বাংগালী মাথায় করে ইট, ধান-চাল, জীবিত মুরগী, মাটি, কয়লা বহন করে প্রতিদিন; মাথার উপর মুরগী নিয়ে ট্রাম্প আর হিলারীকে নিয়ে কতই বা আর ভাবা যায়?

আমেরিকায় এখন ৫ লাখের মত বাংগালী বাস করে, এগুলো দেশের বাংগালী ব্যবসায়ী ও বাংলাদেশ সরকারের জন্য সোনার ডিম দেয় প্রতিদিন বিকেলে; এরা আমেরিকায় বসে বাংগালী শুটকী খেয়ে সোনার ডলারের ডিম পাড়ে নিয়মিত; আগামী ১০ বছরে এদের মা-বাবা, ভাই-বোনরা আমেরিকা এসে, বাংগাালীর সংখ্যা ২ গুণ করবে। এবারের ভোটের উপর নির্ভর করবে, আগামী ১০ বছরের বাংগালী বাড়বে, না আরো কমে যাবে।

আমেরিকায় বসবাসরত বাংগালীরা মোটামুটিভাবে ডেমোক্রেটিক প্রার্থী হিলারীকে সাপোর্ট করে; অনেক কারণের মাঝে বড় কারণ হচ্ছে, হিলারী ও উনার স্বামী বিল বাংলাদেশ ভ্রমণ করেছিলেন, এবং বাংগালীদের প্রতি সব সময় সহানুভুতিশীল। কিন্তু এবারের ভোট আমেরিকার ভোটের ইতিহাস বদলায়ে দিচ্ছে, রিপাবলিকানদের প্রার্থী হয়ে গেছেন একজন অরাজনৈতিক ব্যক্তি, ট্রাম্প। ট্রাম্প মুসলিমদের জিহাদ ইত্যাদি থামানোর জন্য শক্তহাতে আরবদের দমন করার কথা বলছে; আবার আমেরিকায় বাংগালীরা আরবদের সাথে মিলেমিশে চলে, সেটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

আমেরিাকায় যা হওয়ার তাই হবে, মনে হচ্ছে হিলারী বাতাসের সাথে উড়ে যেতে পারে; গত সপ্তাহ অবধি হিলারী ১০ পয়েন্ট এগিয়েছিল; আমার মনে হচ্ছে, এই ১০ পয়েন্ট বাস্পীভূত হতে সময় লাগবে না; বরং ১০ পয়েন্ট পেছনে পড়ে যেতে সময় লাগবে না, হয়তো। বাতাস যদি ট্রাম্পের অনুকুলে চলে যায়, বাংগালীদের হুশিয়ার হতে হবে; পাকী ও আরবদের থেকে দুরে থালে ভালো হবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:২৬

খোচা বাবা বলেছেন: চিন্তার বিষয়, দেখি জয় বাবাজি কি বলে -

২৪ শে মে, ২০১৬ রাত ৮:২৯

মার্কোপলো বলেছেন:



বাবাজীরা ভুল যায়গায় বসে আছেন।

২| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৩

বিজন রয় বলেছেন: ব্লগে রাজনীতি করে কি লাভ?

২৪ শে মে, ২০১৬ রাত ৮:২৮

মার্কোপলো বলেছেন:




ব্লগ মতামত বিনিময়ের যায়গা, রাজনীতি হলো মতামত বিনিময়ের মতো বিষয়।

৩| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১:০৩

নতুন বলেছেন: আমার মনে হয় না জনগনের ভোটেও আমেরিকার প্রেসিডেন্ট নিবাচিত হয়।

কে প্রেসিডেন্ট হবে সেটা ওপর ওয়ালারা ঠিক করে... ওবামা ভালো ছিলো... এখন মনে হয় কাটুনটাই আসবে...

This is all Good business...

২৪ শে মে, ২০১৬ রাত ৮:৩০

মার্কোপলো বলেছেন:




আমেরিকা রাজনৈতিক সমস্যায় আছে।

৪| ২৪ শে মে, ২০১৬ রাত ৯:৫৯

নতুন বলেছেন: ওদের রাজনৈতিক সমস্যা তো অবশ্যই আছে্

তাদের জনগন কিন্তু সরাসরি ভোট দিয়ে আমাদের মতন সাংসদ বা প্রেসিডেন্ট নিবাচিত করে না।

করে থাকে দল... আর দুই দলই কিন্তু মুদ্রার এইপিঠ ওপিঠ....

তাদের নীতি বিশ্বশাসন আর সেটাই তাদের উপরের মুরুব্বিদের পরামশে` প্রেসিডেন্টেরা করে থাকে।

আমেরিকাতেও কেনেডি হত্যার সুরাহা হয় নাই... কারন কেনেডি উপরের মুরুব্বিদের কথা শুনছিলো না।

এরা চাদে মানুষ পাঠায়...লাদেনকে ধরে কিন্তু কেনেডি হত্যার রহস্য উদ্দার করতে পারেনা?

এদের নীতি আমেরিকান সম্রাজ্য টিকিয়ে রাখা...তার জন্য একবার যুদ্ধবাজ পরেরবার শান্তির পায়রাকে ক্ষমতায় আনে...

ওবামা ভালোই গেলে এবার ট্রাম্প এলে অবাক হবো না।

২৪ শে মে, ২০১৬ রাত ১০:৩০

মার্কোপলো বলেছেন:




আমার মনে হয়, আমেরিকাতেও মানুষ বসবাস করে, এবং বিশ্বের কিছু উন্নত লোকজন।

৫| ২৪ শে মে, ২০১৬ রাত ১০:০০

প্রামানিক বলেছেন: জানা হলো।

২৪ শে মে, ২০১৬ রাত ১০:০৮

মার্কোপলো বলেছেন:




ঝামেলায় ঝামেলায় সময় গেলো, আপনার ছড়া পড়া হচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.