নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মার্কোপলো

মার্কোপলো › বিস্তারিত পোস্টঃ

কবি নজরুলকে দারিদ্রতা থেকে মুক্ত করেছিলেন শেখ সাহবে, বাকীদের কে করবে?

২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:৪১



*** এক লোক ফ্লাডিং করছিলো, তাই কমেন্ট বন্ধ রাখা হয়েছে...

আমাদের জাতীয় কবি কোনদিনই প্রেম, দ্রোহ ইত্যাদির কবি ছিলেন না, তিনি ছিলেন বাংলার দারিদ্রতার চিহ্ন; প্রেমের কবি হচ্ছেন আপনারা, যারা ব্লগে ও ফেসবুকে কবিতা লেখান; আপনাদের অনেকের কবিতা জন্ম নিচ্ছে প্রেমের সামানুতিক হারে; কিন্তু কবি ১১ বছর বয়স থেকে কবিতা লিখেছেন পেটের দায়ে, লেটোদলের জন্য তিনি ছন্দ মিলায়েছেন।

কলোনিয়েল সিস্টেম বিরোধী, বৃটিশ বিরোধী কবিকে বৃটিশ সেনা বাহিনীতে যোগ দিতে হয়েছিল পেটের দায়ে; যুদ্ধে গিয়ে তিনি ভারত ও ভারতের বাহিরের মানুষকে দেখার সুযোগ পেয়েছিলেন, তিনি মানুষের কস্ট দেখেছিলেন।

তখনকার দিনে কবিতা লিখে নিজের অবস্হা বদলানো যেতো না; বাংলা ভাষায় কবিতা লিখে আজও আয় করা সম্ভব নয়; আজকে হয়তো পুরো জাতির ২০% কবিতা পড়াে সুযোগ পায়; কবির সময়, কি অবস্হা ছিলো কে জানে? তবে, সেই সময় যারা পড়তে জানতেন, তারা ধার করে হলেও বইপত্র পড়তেন।

কবি অসুস্হ হয়ে পড়ার পর, উনি চিকিৎসা করাতে পারেননি পয়সার অভাবে; রোগ যখন সারাবার সীমা পার হয়েছে তখন উনার চিকিৎসার চেস্টা করা হয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে।

ভারতের স্বাধীনতার পর, ভারত সরকার উনাকে সামান্য সাহায্য করতো, তাতে নুন আনতে তেল ফুরাতো। শেখ সাহেব বাংগালী জাতির মুখ উজ্বল করেছেন কবিকে ঢায়া নিয়ে এসে, একটি বাড়ী ও ভাতা দিয়ে; শেখ সাহেবের জীবনে সবচেয়ে বড় ভালো সিদ্ধান্ত ছিল এটাই।

যাক, এক কবিকে দারিদ্রতা থেকে রক্ষা করেছেন এক শেখ সাহেব; বাকীদের কে করবে? মহিলারা নৌকা থেকে কয়লা নামাচ্ছে, ইটের ভাটায় মাথায় করে ইট টানছে, বিল্ডিং'এর ছাদে ইট নিচ্ছে, ৭ বছরের মেয়ে গাড়ীর দরজায় ফুলের মালা বিক্রয় করছে; রাস্তায় শিশুর জন্ম হচ্ছে, এগুলোর সমাধান কে করবে, কত হাজার শেখ সাহেব দরকার।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৬

বিজন রয় বলেছেন: শেখ সাহেব আর নেই।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৯

মার্কোপলো বলেছেন:




এক শেখ নেই, অনেক শেখ আছে; এসব জীবিত শেখেরা কি আপনাকে দারিদ্রতামুক্ত করছেন, নাকি ঐদিকে ঠেলে দিচ্ছেন?

২| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:০৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। ভালো লাগল। ধন্যবাদ।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:১২

মার্কোপলো বলেছেন:




ভালো তো লাগছে, শেখও নেই, দরিদ্র কবিদের কি হবে?

৩| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:২১

দ্বীপ্তশিখা বলেছেন: কবি কখনই প্রেমের কবি ছিলেন না- এই কথাটির সাথে কোনভাবেই একমত হতে পারছি না। কবি বাস্তবতার নির্মমতা যেমন উপলব্ধি করেছেন, তেমনি প্রেম-বিরহও কবিকে সমানভাবে উচ্ছ্বসিত করেছে।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৬

মার্কোপলো বলেছেন:




উনি পেটের দায়ে কবি হয়েছেন; আপনি প্রেমের কবি

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.