![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*** আমার পোস্টগুলোতে ফ্লাডিং করছে কিছু লোক, দেখে ভয় পাবেন না, আমি তাদের দুরে রাখার চেস্টা করছি।
ড: ইউনুসের নাম বিশ্ব অনেকদিন থাকবে; কিন্তু বাংলাদেশ ড: ইউনুসকে ভুলে যাবে খুবই অল্প সময়ে, অশিক্ষিত মানুষ কিছুই মনে রাখতে পারে না; ড: ইউনুস শিক্ষার জন্য তেমন কিছুই করেননি বললেই চলে। ড: ইউনুস কত সালে 'জোবরা' গ্রামে উনার প্রোগ্রাম শুরু করেছিলেন, সেটা জোবরার বেশীর ভাগ লোকই ভুলে যাবেন; কিন্তু প্রেসিডেন্ট ক্লিনটন ভুলবেন না; এটা হলো শিক্ষার প্রভাব, শিক্ষার ফলাফল।
মিলিটারীর তত্বাবধায়ক সরকারের ছাতাতলে ড: ইউনুস ১ টি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন; তিনি কিছুটা অগ্রসর হয়ে থেমে যান; সেটা ভুল ছিলো মনে হয়। যদিও মনে হবে যে, তিনি মিলিটারীর ছাতার নীচে সুযোগ নিতে চেয়েছিলেন, আসলে সেটা ব্যতিত উপায় ছিল না।
জিয়া ক্ষমতা দখল করে দল করেছেন; এরশাদও সেটা করেছেন; অবশ্য এই ২টি দলই অন্যায়ভাবে করা হয়েছিল; এই ২টি দলের কেন্দ্রের লোকগুলো বাংলাদেশ চায়নি, অনেকে বাংলাদেশের বিরোধীতা করেছিল; ড: ইউনুস দল করলে ঐ লোকগুলো উনার ধারে কাছে আসতো না; উনার দলে আসতো অনেক শিক্ষিত লোক, অনেক প্রফেশানেল, অনেক শিক্ষক।
এখন যদি উনি দল গঠন করতে চান, উনাকে ২ দিনের ভেতর লাল ঘরে পাঠানো হবে; কত ধরণের দেশদ্রোহিতার মামলা হবে কে জানে; দেখা যাবে যে, জোবরা থেকেও উনার বিরুদ্ধে মামলা করবে মালায়েশিয়া গমনেচ্ছুক লীগ। মিলিটারীর ছাতাতলেই উনার শেষ সুযোগ চলে গেছে।
মিলিটারী সরকার থাকার সময়, উনি দল করার চেস্টা করে বিএনপি ও আওয়ামী লীগের রোষে পড়েন। শেখ সাহেবের নিজস্ব ছাত্রলীগ যখন জাসদ করলো, শেখ সাহেব নিজের 'বি-টিম'কে সহ্য করলেন না; সেদিন যদি জাসদ'কে সহ্য করা হতো, বিএনপি, জাপা ও জামাত বলে কিছু থাকতো না।
২৭ শে মে, ২০১৬ রাত ২:১৫
মার্কোপলো বলেছেন:
আমি সোস্যাল অর্থনীতি ও কম্যুনিটি অর্থনীতিতে বিশ্বাসী; আমি রাজনীতি করার চেস্টা করছি; পেশার দিক থেকে ইন্জিনিয়ার।
কেন রাজনীতি করবো? জাতীর প্রতিটি সন্তান যেন সুখে থাকতে পারে, সেটার ব্যবস্হা করতে।
২| ২৭ শে মে, ২০১৬ রাত ২:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ড. ইউনুস আলাদা দল না করে ভালোই করেছেন। এই দেশে দুই দলের বাইরে কেউ সফল হবে না। গোটা পৃথিবীত্ই এখন দুই - এর বাইরে কেউ শাইন করতে পারে। এমনকি লা লিগাতেও! এই মুহূর্তে তিনি আওয়ামী লীগারদের পছন্দের লোক নন। কারণ, শেখ হাসিনা যাকে দেখতে পারেনা তাকে তার অনুসারীরাও দেখতে পারবে না!
ড. ইউনুস, কামাল হোসেন, আসিফ নজরুল, দেবপ্রিয়দের উচিত উন্নত দেশের মত A অথবা B বেছে নেয়া। নিজের মতামত, ব্যক্তিত্ব ঠিক রেখেও দল করা যায়। কারণ, দিন শেষে আমাদের এই দুটি দলরে একটিকে বেছে নিতে হবে। কিন্তু সবাই যদি নিজের মনের মিল না হলেই দল খোলা শুরু করে তাহলে দুই দল কখনোই লাইনে আসবে না।
অবাক লাগে বাংলাদেশে ব্যাঙের ছাতার মত দলগুলো নিয়মিত অফিস ভাড়া, সেমিনার করে বড় দুই দলের সাথে নিয়মিত মিটিং-ও করে। সরকারের উচিত এদের আয়ের উৎস খুঁজে বের করা। জামানত হারানো পার্টি কীভাবে সক্রিয় থাকে?
২৭ শে মে, ২০১৬ রাত ২:৪৭
মার্কোপলো বলেছেন:
এখন বিএনপি নেই, আওয়ামী লীগও থাকবে না; তখন দলের দরকার হবে, না হয় লিবিয়ার মতো অবস্হা হবে; হঠাৎ কিছুই নেই।
৩| ২৭ শে মে, ২০১৬ রাত ২:৫৭
জনমদাসী রিটার্ণ বলেছেন:
২৭ শে মে, ২০১৬ রাত ৩:০১
মার্কোপলো বলেছেন:
ফ্লাডিং ইত্যাদি করা বড় ধরণের অপরাধ, ওরা হারিয়ে যাবে।
আপনি লেখার শুর করুন।
৪| ২৭ শে মে, ২০১৬ ভোর ৬:০৫
মোস্তফা ভাই বলেছেন: লিডারশীপ গুন না থাকলে কিছুই হবে না, যেটা উনার নাই।
২৭ শে মে, ২০১৬ সকাল ৯:৩৪
মার্কোপলো বলেছেন:
উনি শুরু করলে হয়ে যেতো, তখন বিএনপি ইত্যাদি সহজেই লোপ পেতো।
৫| ২৭ শে মে, ২০১৬ সকাল ৭:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: I don't like Dr. yunus, but i think, if he would come in politics, it would be better for new generation. Problem is, idiot persons don't want him. They can't think except BNP & Awamilig.
২৭ শে মে, ২০১৬ সকাল ৯:৩২
মার্কোপলো বলেছেন:
অশিক্ষিত মানুষের পক্ষে রাজনীতি, ধর্ম, জীবন কোনটাই বুঝা সম্ভব নয়; সেজন্য আমাদের সেক্রেটারীরা সবাইকে ছাগল বানায়ে রাখার জন্য কাজ করছেন।
৬| ২৭ শে মে, ২০১৬ সকাল ৭:৫৮
শূণ্য মাত্রিক বলেছেন: বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব বেশি স্টাডি করিনি, ইচ্ছেও নাই। লেখালেখির সার্থে নকশান পিরিয়ড নিয়ে কিছুটা পড়াশোনা করেছিলাম। রাজনীতি নিয়ে পড়াশোনা এতটুকুই। কিন্তু যেটা ব্যাপার হল আমি ড ইউনুসের ব্যাংক থেকে শিক্ষা বৃত্তি পেয়েছিলাম। দুই তিন বছর প্রায়। আর বর্তমানে মাইক্রোক্রেডিট ব্যাংকিং ম্যানেজমেন্ট নামে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রোজেক্টে কাজ করছি, মানে সাধারন সেমিস্টারের প্রোজেক্ট আর কি। এখন বুঝি উনি কতটা জিনিয়াস।
২৭ শে মে, ২০১৬ সকাল ৯:৩০
মার্কোপলো বলেছেন:
উনি দরকারী কিছু কাজ করেছেন; একটা অবদান রেখে যেতে পারতেন রাজনীতিতে, সেটা হয়নি।
৭| ২৭ শে মে, ২০১৬ সকাল ৯:৫০
গেম চেঞ্জার বলেছেন: ডঃ ইউনুসকে সম্মান দেবার মতো অবস্থা আমাদের হয়নি বলেই আমরা আজও এই জায়গায় আছি। আমাদের এথলেট বিমানবন্দরে বিমান থেকে নেমে বিজয়ীনী হয়ে নিঃশব্দে বাড়িতে যেতে হয়, বাড়িতে গিয়ে গোল্ড মেডেল বিক্রি করে মায়ের চিকিৎসা করতে হয়। এখানে দেদারসে চুরি চামারিতে যারা একটুও বাঁধার সৃষ্টি করবে তাদের এড্রেস হবে লাল দালান/গুম।
প্রধানমন্ত্রীকে চাটার দল আজ ঘিরে রেখেছে। গুণীজনদের ব্যাপারে বিরক্ত ও ভুল তথ্য দিয়ে তাঁকে প্ররোচিত করা হচ্ছে। আপাতত কিছুই করার নেই।
অন্তত সান্তনা এটুকুই, আমাদের প্রধানমন্ত্রী উচ্চশিক্ষিত। উনি সঠিক চিন্তা করতে পারবেন বলে আশা করা যায়। দুই মেরুর রাজনীতির দিনও শেষ হয়ে এল বলে। সময় আসছে, পরিবর্তন হবেই। সর্বোচ্চ ২০২৯ সাল পর্যন্ত।
২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:০৭
মার্কোপলো বলেছেন:
" প্রধানমন্ত্রীকে চাটার দল আজ ঘিরে রেখেছে। "
-এটা অনেকে বলেন, দোষটা অন্যদের ঘাঁড়ে দিয়ে প্রধানমন্ত্রীকে বড় করে রাখার জন্য; আমার ধারণা, উনি কারো কথা শুনেন না।
৮| ২৭ শে মে, ২০১৬ সকাল ১১:৪০
সাধারন জন বলেছেন: আমি গোধুলী রঙ, সামুর লগিন প্রসেস নামের মাইনকার চিপায় পড়ে আজকে আমি সাধারণ জন।
যাই হোক, উপরের গু খেগো কমেন্টাররে গালাগালি দিয়া লাভ নাই, এই ধরনের গুবরে পোকা সমাজে দু এক পিসই থাকে। সমস্যা হচ্ছে সামুর মডারেশন, ওরাই যদি এই সব আজাইরা ফ্লাডিং বন্ধ না করতে পারে তবে সামু একদিন ব্লগারশুন্য হয়ে যাবে। আমার ঘর যদি আমি বেড়া দিয়া না রাখতে পারি তাহলে আমার ঘর তো গু এর নিচেই চাপা পড়বে। আর অ্যামাজন ওয়েব সার্ভিস সামু থেকে হিউজ ইনকাম করতে পারবে যদি এইসব গুবরে পোকা আরো কয়েকটা সামুতে থাকে।
২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:১১
মার্কোপলো বলেছেন:
গত হ্যাকিং'এ অনেকে আইডি হারায়েছেন; সামুকে আক্রমণ করা ছিল ভয়ানক অরাধীদের কাজ। যাক আশা করি, সামু টেকনোলোজিক্যালী এগুলোর সমাধান করবে।
লিখুন।
৯| ২৭ শে মে, ২০১৬ দুপুর ১২:০৬
থিওরি বলেছেন: অবাক হয়ে গেলাম । কোন সচেতন ব্লগার এমন মন্তব্য করতে পারে ??
লেখককে বলব মন্তব্য গুলো সরাতে..
২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:১৩
মার্কোপলো বলেছেন:
আমি সরায়েছি ৪/৫ শত কয়েকদিনে; আজ সামু সরায়েছে।
১০| ২৭ শে মে, ২০১৬ দুপুর ১:৫২
ধুন্দুলওয়ালার দাঁত ব্যথা!! বলেছেন: আমার দেখি আপাতত ফ্লাডার অন করার দরকার নাই।
আরও অনেক কাবিল বাইর হইয়া গেছে দেখি! তবে পায়খানা এটাক ছাড়া নতুন মজাদার ইনভেনশনের অভাব দেখতেছি, দুঃখজনক। কোনদিন ফ্লাডিং এর অভাব পরলে বলিও। আ টাইনি লিটল ফ্লাডিং ক্লায়েন্ট ইজ ওয়েইটিং ফর ইউ। ইফ রিকোয়ার, আই উইল মেক দ্যাট পাবলিক।
তোমার লাস্ট কিছু কমেন্ট দেখে আসি। চমৎকার!! ব্লগিং এর জন্য আদর্শ।
একটা নির্দোষ, সোজা সরল পোস্টে কমেন্ট করলা,
মার্কোপলো বলেছেন:
আপনি কোন একটা ছোটখাট চাকুরী যোগাড় করুন; না হয়, এলাকায় কইছু সাপ্লাইয়ের ব্যবসা করার চেস্টা করেন।
এইটা ব্যক্তিগত আক্রমন কিংবা অপমানজনক কমেন্ট না?
আবার, এইটা কোন অর্থে একটা কবিতায় প্রাসঙ্গিক কমেন্ট? কবিতা দুর্বল হইলে বা কন্সেপ্ট দুর্বল থাকলে খুব ভালোভাবেও বলা যায়। তুমি জীবনেও বলছো?
মার্কোপলো বলেছেন:
"আমি তোমাকে দেখেছি অনাবৃত
গঙ্গাস্নানে,
করেছিলে প্রার্থনা আনমনা
ঈশ্বরকে পাবে বলে। "
-মানুষকে ধর্মকর্ম করতে দেন।
একটা দরকারী পোস্টে কমেন্ট করলা,
মার্কোপলো বলেছেন:
বিচিএস এর জন্য যেটা মনে রাখতে হয়, সেটা হলো চুরি ও ঘুষ; সংবিধান লাগবে না
পোস্টে অসঙ্গতিপূর্ণ তথ্য থাকলে তা বলতে হয়, আর তুমি এইভাবেই কর পার্সোনাল এটাক,
মার্কোপলো বলেছেন:
তেলাপিয়া তো বর্জন করলেন, এর বদলে আপনি নিজে কি মাছ চাষ করছেন, তিমি?
মার্কোপলো বলেছেন:
ওহ, তেলাপিয়ার বদল রাঘব বোয়াল
মেজাজটা যেই হারে খারাপ হইতেছে, আরেকটা তুলকালামের মনে হয় বেশি দেরী নাই।
২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:১৭
মার্কোপলো বলেছেন:
কেহ করে ব্লগিং, কেহ করে সাইবার অপরাধ
১১| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৯
শেখক বলেছেন: যেইখানেই যাই আর কই যে আমি বাংলাদেশ থিকা আইছি, তহন সবাই তাকায় আর মন্তব্য করে, তুমি ডক্টর ইউনূসের দ্যাশের লোক? তহন খুব খারাপ লাগে, সারা দুনিয়া বাংলাদেশরে চিনে ইউনূসরে দিয়া, আর আমরা তারে কই রাখছি? ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর উক্তিটা বারবার মনে পড়ে।
২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০০
মার্কোপলো বলেছেন:
ড: ইউনুসের নাম বিদেশে অনেকদিন থাকবে।
১২| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
পাহাড়ী গাংচিল বলেছেন: বিখ্যাত বালপাকনা হাজার বছরের শ্রেষ্ঠ মেধাবি ব্লগারের পুটু মাইড়া তো দেখি পুরাই লাল কইরা দিসে জাগ্রত জনতা
১৩| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
মুসাফির নামা বলেছেন: ডঃ ইউনুস একজন গুণী ব্যাক্তি,গুণী মানে আমার কাছে সম্মানিত,হয়তোবা তার মতের সাখে আমি একমত নাও হতে পারি।
তবে ডঃ সাহেবের জীবনের সবচেয়ে বড় ভুল ৩৬% সুদে ঋণ বিতরণ,অনেক মানুষকে দরিদ্র থেকে ভিক্ষুক বানিয়েছেন।
শান্তিতে নোবেল পুরস্কার উনার অনুশোচনা আরো বাড়িয়ে তোলার কথা। যে সুফিয়া খাতুনকে দিয়ে মাইক্রোক্রেডিট শুরু করেছেন,দেখলাম মিডিয়া পুরো বিশ্বকে কিভাবে বোকা বাণায়।দেখানো হচ্ছে,উনার সে সুফিয়া খাতুন তো বেচে নেই,তবে উনার মেয়েরা খুব সুখে দুতোলা একটা বাড়িতে থাকে ।সত্যিই মিথ্যাচারের একটা সীমা আছে,সুফিয়া খাতুনের দুই মেয়ের মধ্যে এক মেয়ে পাগল,আর এক মেয়ে ভিক্ষা করে খায়। আর তারা থাকে একটা মাটির ঘরে। আর যে বাড়িটা দেখানো হয়েছে,তা আমার এক আত্মীয়ের।
দুই,রাজনীতি তিনি আসেননি-তাকে নিয়ে আসছে পশ্চিমারা,এজন্য নোবেল দিয়েছে।
তবে,উনার সোস্যাল বিসনেসের আইডিয়া হয়তো তৃতীয় বিশ্বকে উপকৃত করতে পারে।
২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
মার্কোপলো বলেছেন:
সোস্যাল বিজনেস বিভিন্নরূপে সমাজে আছে; পশ্চিমের ক্যাথলিক ফাউন্ডেশন, বাংলাদেশ রণদা প্রসাড ষাহার ব্যবসা আসলে 'সোসয়াল বিজনেস'; সেটা ভালো করবে ইউরোপে।
সুফিয়া খাতুনদের দেখায় উনি পশ্চিম থেকে টাকা নিয়ে এসেছিলেন।
শিক্ষিত মানুষ হিসেবে কমপক্ষে একটি দল করলে শিক্ষিত মানুষেরা একটা দল পেতো।
১৪| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
মুসাফির নামা বলেছেন: এতটুকু হয়তো পেতাম কিভাবে গরীব চুষতে হয়,এই ছাড়া আর কিছুই না।
এভাবে কর্পোরেট স্টাইলে রাজনীতি!
হাসিনা-খালেদা তো উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। রাজনীাত যারা করেছেন তারা আর বেচে নেই,এখন যারা আছে তারা তাদের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন।
২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
মার্কোপলো বলেছেন:
আওয়ামী লীগ শেখ সাহেবের স্বপ্ন (সোানর বাংলা, ৬ দফা, বাকশাল) থেকে সরে গিয়ে, জয়ের স্বপ্ন (ডিজিটাল বাংলা) বাস্তবায়ন করছে; জিয়া নিজের স্বপ্ন নিজের সাথে নিয়ে গেছেন, রেখে গেছেন শকুনের পাল।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৬ রাত ২:০৩
বাংলা সিনামার মুকুটবিহীন সম্রাট প্রবীর মিত্র বলেছেন: বাংলাদেশের জন্য আসলে কে ভাল ছিল বা কে ভাল হবে? আপনার পছন্দ কাকে? কেন? আপনার নিজের কি পলিঠিক্স করার ইচ্ছা আসে? আপনার পেশা কি? কেন?