নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মার্কোপলো

মার্কোপলো › বিস্তারিত পোস্টঃ

শুরুতে সবার জন্য সমান সুযোগ সৃস্টি করলে আমরা আজ শান্তিতে থাকতাম

২৮ শে মে, ২০১৬ রাত ১:০৩



*** আমার পোস্টগুলোতে ফ্লাডিং করছে কিছু লোক, দেখে ভয় পাবেন না, আমি তাদের দুরে রাখার চেস্টা করছি।

১৯৭১ সালের জানুয়ারী মাসে, বাংলাদেশের চলার শুরুতেই সবার জন্য সমান সুযোগ সৃস্টি করা যেতো, তখন পরিস্হিতি ছিলো অনুকুলে: ৮০% মানুষ ছিলেন মোটামুটি দরিদ্র ও অশিক্ষিত; যেই ২০% ভালো অবস্হায় ছিলেন, তাদের নতুন করে কিছু দেয়ার দরকার ছিলো না, তারা ৮০% এর সাথে মিলেমিশে চললেই তাদের অর্থনীতি স্বাভাবিকভাবে ভালো দিকে যেতো; কারণ, তাদের হাতে তখনি কিছু সম্পদ ছিলো, যা তাদিগকে সব সময় সামনের কাতারে রাখতো।

কিন্তু শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব, প্রথমেই সামনের কাতারের ২০% কেই বরাবরই সামনে থাকতে দেন, ব্যবসা-বাণিজ্যে, সরকারী চাকুরীতে, পড়ালেখায় , সব কিছুতে। প্রথমদিকে যারা সুবিধাজনক পজিশনে ছিল, তারা নিজের পাওনার চেয়ে বেশী নিয়ে গেছে; তারা সরকারী চাকুরীতে থাকায়, সহজেই নিজেদের পরিবার ও নিজেদের লোকদের কৌশলে লাইনে নিয়ে এসেছিল। আবার তাদের হাতে ক্যাপিটেল থাকায়, তারা সব ধরণের ব্যবসা বাণিজ্যের লাইসেন্স ইত্যাদি দখল করে নেয়, ব্যাংক থেকে ঋণ সুবিধা নেয়; অবশেষে ঋণ লুট করার শুরু করে ব্যবসার নামে। অশিক্ষিত ও দরিদ্রদের ব্যাংক একাউন্টও ছিলো না।

সরকারী ১২ লাখ একর সম্পত্তি ছিলো, সেটাও শিক্ষিত ও সরকারের লোকেরা মোটামুটি দখল করে নেয়; এগুলোর খবর সরকারের লোকেরা ও তাদের পরিবারের বাইরের লোকেরা জানতো না। সরকার এই জমিগুলো ব্যবহার করে, প্রথম দিকে পাইলট কৃষি ফার্ম গড়ে তুলতে পারতো, যাহা পরে দরিদ্র কৃষকদের দেয়া যেতো।

সরকার হয়তো সবাইকে পকেটে টাকা দিতে পারতো না, সবাইকে ভুমি দিতে পারতো না, সবাইকে চাকুরী দিতে পারতো না; কিন্তু সরকার ৩ কোটী কার্যক্ষম মানুষকে কাজে লাগাতে পারতো; তখন বিশাল সম্পদের সৃস্টি হতো।

সরকার ১৯৭২ সালে প্রায় বিনা খরচে সবাইকে পড়াতে পারতো; ১০/১৫ বছরের মাঝে সব তরুণ, সব যুবক শিক্ষিত হয়ে, নিজেদের জন্য পথ খুঁজে বের করতে পারতো। শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের সরকার একটি ঐতিহাসিক টার্ণিং পয়েন্টেকে বুঝতে পারেননি, কাজে লাগাতে পারেননি।

মন্তব্য -৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (-৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৬ রাত ১:০৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: সহমত।

২৮ শে মে, ২০১৬ রাত ১:১৯

মার্কোপলো বলেছেন:




ওকে

২| ২৮ শে মে, ২০১৬ ভোর ৪:১৫

বাংলা সিনামার মুকুটবিহীন সম্রাট প্রবীর মিত্র বলেছেন: আপনি ঠিকই বলেছেন ভাইসাহেব।

৩| ২৮ শে মে, ২০১৬ ভোর ৪:১৯

বাংলা সিনামার মুকুটবিহীন সম্রাট প্রবীর মিত্র বলেছেন: ফজরের নামাজ পড়ার অভ্যাস আছে তো ভাইসাহেবের?

৪| ২৮ শে মে, ২০১৬ ভোর ৪:১৯

বাংলা সিনামার মুকুটবিহীন সম্রাট প্রবীর মিত্র বলেছেন: ভোরের খোলা বাতাসে হাঁটাহাঁটি শরিলের জন্য ভাল। চলেন খানিকটা হেঁটে আসি।

২৮ শে মে, ২০১৬ ভোর ৫:৫১

মার্কোপলো বলেছেন:



কাজ উপলক্ষ্যে আমাকে একটু বাহিরে যেতে হচ্ছে। অন্য এক সময় চেস্টা করবো।

৫| ২৮ শে মে, ২০১৬ ভোর ৪:২২

বাংলা সিনামার মুকুটবিহীন সম্রাট প্রবীর মিত্র বলেছেন: ভাইসাহেব, আপনার মোপাইল নাম্বারটা দেয়া যাবে? আপনার সাথে একটু পারসোনাল আলাপ করতাম।

২৮ শে মে, ২০১৬ ভোর ৫:২৬

মার্কোপলো বলেছেন:



আমি সময় মতো আপনাকে দেবো; এখন কিছু খারাপ লোক আমার পোস্টগুলোতে ফ্লাডিং করছে।

৬| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:২৩

রোয়ানু বলেছেন: বুঝলাম না, এরকম নোংরামি কেন?

৭২ সালে সারা যেই পরীক্ষাই দিয়েছে, তাহাই কিন্তু প্রশ্নবিদ্ধ। এমনকি পিএসসির বিসিএস ক্যাডার যারা ৭২ এর ব্যাচ, তারাও কতটা যোগ্যতা সম্পন্ন ছিলেন, সেটাও .... তবে একটা জিনিষ ঠিক, আমরা যে কোন কারণেই হোক আমরা কঠোর হাতে দেশটাকে সঠিক পথে পরিচালনা করতে পারি নাই .... কত দেশ এই সময়ে কত উন্নত হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা কাটিয়ে জাপান জার্মান সহ যুদ্ধ বিদ্ধস্ত কত দেশ আজ উন্নত, সেই তুলনায় আমরা এখনো ধুকে মরছি ...দূর্নীতিতে, দুঃশাষনে ...

২৮ শে মে, ২০১৬ সকাল ১১:২৯

মার্কোপলো বলেছেন:




আমাদের সরকারে বেশীর ভাগই অযোগ্য লোকজন; যারা পড়ালেখা করেনি, মধুর ক্যানটিনে বসে সার্টিফিকেট পেয়েছে, ওরা পার্টির বড় নেতা।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.