নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রাভেলার, ফটোগ্রাফার, সাইক্লিষ্ট, ম্যারাথন রানার, বইপোকা। পেশায় ইঞ্জিনিয়ার হলেও হবু কর্পোরেট ;)

বর্ন ট্রাভেলার সোহান

তীব্র গন্ধযুক্ত হাস্নাহেনা, কিংবা তীব্র কোনো সোডিয়াম বাতির নিচে হয়ত আমায় পাবে। কিন্তু আর দশটা ধবধবে আলো দেয়া ল্যাম্পপোষ্টের নিচে আমায় পাবে না। আর দশটা মানুষও আমার মতো হবে না :)

বর্ন ট্রাভেলার সোহান › বিস্তারিত পোস্টঃ

ছোটো সোনা মসজিদ (চাঁপাই নবাবগঞ্জ)

০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০


আমের রাজধানী চাঁপাই- এটা কে না জানে! তবে এই শহর জুড়ে রয়েছে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তাই খবর পেয়ে ছুটে যেতে দেরী হয়নি B-)

প্রাচীন গৌড় বাংলার রাজধানী ছিলো অনেক বার। সে কারণে অনেক অবকাঠামো এই অঞ্চলে গড়ে ওঠে। তাদের মধ্যে অন্যতম "ছোটো সোনা মসজিদ"। সুলতান হোসেন শাহের আমলে ওয়ালি মুহাম্মাদ কর্তৃক ১৪৯২-১৫১৯ খ্রিষ্টাব্দ সময়ে নির্মিত।

চাঁপাই নবাবগঞ্জ শহর থেকে ৩৬কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত সীমান্তের একেবারে কাছে অবস্থিত এই মসজিদ। মসজিদে প্রবেশের জন্য আছে ১১টি দরজা। এছাড়া আছে ১২টি গোলাকার ও ৩টি চৌচালা আকৃতির মোট ১৫টি গম্বুজ। ধারণা করা হয় গম্বুজগুলো একসময় সোনার গিল্ড করা ছিলো। তাই এর নাম- সোনা মসজিদ।

ছবিঃ পাথরের উপর অলংক্রিত মসজিদের গায়ের কারুকার্য।

ছবিঃ মসজিদের ভিতরের পাথরের পিলার ও নামাযের স্থান।
অবাক করা বিষয় এখনও এই মসজিদে নামায পড়া হয়। এর দেয়ালে অসংখ্য ফুল,লতাপাতা ইত্যাদির নকশা করা রয়েছে। এর সামনে রয়েছে বিশাল দরজা। এছাড়া এর সামনে কয়েকটি সমাধি রয়েছে, তবে এগুলো কার, খুঁজে পাইনি।

এছাড়া মসজিদ প্রাঙ্গনে রয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর এর সমাধি :)

তো সময় থাকলে দেখে আসতে পারেন একবার। আমার মতো যদি প্রাচীন স্থাপনা দেখলে আপনার অতীতে ফিরে যেতে ইচ্ছে করে তবে আপনার জন্য মাষ্ট। সুন্দর অতীতগুলো বারবারই হাতছানি দেয় এসব স্থাপনা দেখলে…

চাঁপাই এর আরো বেশ কিছু লিখা নিয়ে আসবো ইনশাহ-আল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন :)

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০১

ম্যাড ফর সামু বলেছেন: আমি দেখেছি, অসম্ভব সুন্দর একটি ঐতিহাসিক স্থাপনা। তখন ১৯৯৭-৯৮ হবে হয়ত। তখন একটি ফিল্ম ক্যামেরায় বেশ কিছু ছবিও তুলেছিলাম কিন্তু সময়ের পরিক্রমায় ছবিগুলো আজ হারিয়ে গেছে। এখন তো ডিজিটাল প্রযুক্তিতে অনেকদিন সংরক্ষণ করা যায়। যাহোক আপনার ছবিগুলো দেখে অসম্ভব ভালোলাগা আবারও ফিরে এল নিজের স্মৃতির ছাতাপড়া অংশে। ধন্যবাদ, সুন্দর একটি দর্শণীয় ও ঐতিহাসিক স্থান ভ্রমণ করে তা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: ভাইয়া ওদিকটা আসলেই খুব সুন্দর। চাঁপাই আমের জন্য বিখ্যাত হলেও ওদিকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন চোখ উল্টে দেবার মতো। এতো ছোটো একটা এলাকা জুড়ে অনেকগুলো স্থাপনা। প্লান করে গেলে একদিনেই সব ঘুরা সম্ভব। আরেকবার ঘুরে আসেন আমের সময় :)

২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: বাস্তবতার কিছু কারণে এগুলো পরিদর্শন করা সম্ভব নয়। আল্লাহ যেনো তৌফিক দেন এগুলো পরিদর্শন ও এইরকম স্থানে নামাজ পড়া..... আমীন।

০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: বলেছেন: কতো স্মৃতিময় মসজিদ ভেবে দেখেছেন ভাইয়া! তাই চেস্টা করি এসব স্থানে গেলে মসজিদের হক দুই রাকাত নফল নামায আদায় করার চেস্টা করি। সময় বের করে একটু ভ্রমণ করবেন, মন ভালো থাকবে।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভ্রমণ কাহিনী সবসময় ভাল লাগে।

প্লাস ++++


শেষের ফলো করার বিষয়টি আপনার পোস্টের মান কমিয়ে দিচ্ছে হয়ত!

০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: বলেছেন: আবার পড়ার আমন্ত্রণ থাকলো ভাইয়া। সেই সাথে গঠনমূলক মন্তব্যটাও মনে ধরেছে। অনেক ধন্যবাদ...তবে তাই হোক :)

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর ভালো লাগল।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল , ধন্যবাদ ।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

সনেট কবি বলেছেন: সুন্দর+

০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: ধন্যবাদ :)

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হ্যা৷ এখন অনেক সুন্দর লাগছে।

আপনার ভ্রমণ কাহিনী এবং চিত্রের সাথে ক্যাপশন সবই অসাধারণ।

শুভকামনা আপ্পনার জন্য

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লেগেছে :)

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

রাজীব নুর বলেছেন: জানলাম।
আমি যাইনি। যাবো ইনশাল্লাহ।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৭

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: অবশ্যই যাবেন ভাইয়া

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.