নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

জুলাইকে হারতে দেয়া যাবে না, কোনভাবেই না

০১ লা জুলাই, ২০২৫ রাত ৮:৪৩


২০২৪ এর শোকাবহ জুলাই মাস ---- এক বছর পর আজ জুলাই ১ , ২০২৫।






শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার মায়ের দোয়া নিয়ে শুরু হলো এনসিপির সারাদেশব্যাপী জুলাই পদযাত্রা।





জুলাই-আগস্ট আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিএনপির আলোচনা সভা শুরু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় এই সভা শুরু হয়!!!!

২০২৪ এর জুলাই মাস এর কথা মনে হলেই চোখের সামনে ভেসে উঠে শুধু লাল রঙ। তরতাজা সব তরুনের রক্তে রঞ্জিত রাজপথ। ফেসবুকে সন্তান , ভাই, বোন হারানো শহীদ পরিবারগুলোর সদস্যদের ফেসবুক স্ট্যটাসে চোখের পানি ধরে রাখা যায় না। যারা হারিয়েছে শুধু তারাই জানে কিসের বিনিময়ে আজ এই দেশ থেকে স্বৈরাচার বিতারিত হয়েছে। শহীদ সৈকতের বোন সাবন্তি ভাই ছাড়া প্রথম ঈদের দিনে লিখেছিল -আগে কত চাওয়া-পাওয়া ছিলো।মনে হতো এটা থাকলে ভালো হয়,ওটা হলে ভালো হয়। এখন খালি মনে হয়,"আল্লাহ,আমার ভাই ফেরত দাও,আর কিচ্ছু চাইবোনা। আজ শোকাবহ জুলাই এর প্রথম দিনে ফেসবুকে লিখেছে -এই দিনে একটাই দোয়া,আমার পরিবার যারা শেষ করসে,যারা আমার ভাইদের খুনের পেছনে জড়িত,আল্লাহ তাদের ধ্বংস করে দিক!
#justiceformahamudurrahmanshoikot


দেশের বৃহত্তম রাজনৈ্তিক দল হিসাবে বিএনপি জুলাই শহীদদের স্মরনে বা তাদের বিরোচিত অবদানের প্রতি কৃতজ্ঞতা স্বরুপ কোন প্রোগ্রামেরই আয়োজন করে নাই। জুলাই আন্দোলনে বিএনপির অনেক নেতা কর্মীরাওতো জীবন দিয়েছে। তাদের তালিকা প্রকাশ ও তাদের পরিবারের লোকদের পাশে দাড়ানোর দিন কি নয় আজ ? যেভাবে স্যুট টাই পড়ে সেজেগুজে বিএনপি নেতারা চীন মৈত্রী সম্মেলনে হাজির হয়েছে , দেখেতো মনে হচ্ছে কোন বিয়ে বাড়ির আয়োজনে সমবেত হয়েছে তারা! জুলাই এর শোকাবহ মাসের প্রথম দিনেও তাদের গণতান্ত্রিক অভিযাত্রা ( সাধের নির্বাচন) নিয়ে আলোচনা সভা আয়োজন করতে হবে?

দুর্নীতির দায়ে দেশ থেকে বিতাড়িত তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই '' এক দুর্নীতিবাজ স্বৈরাচারের বদলে আরেক দুর্নীতিবাজ দলকে ক্ষমতায় বসাতে আবু সাইদ, মুগ্ধরা জীবন দেয় নাই।''



উপড়ের ছবিটা দেখুন। এই বছর ইন্টারমিডিয়েট পরীক্ষায় বসার কথা ছিল এই বাচ্চাগুলোর। বাবা মায়ের অতি আদরের এই সন্তানেরা কোন ফাকে বেরিয়ে গিয়ে রাস্তায় নেমে আন্দোলনে শরিক হয়ে জীবন দিয়েছিল কি নির্বাচনের দাবীতে ?



১৮ জুলাই দিনটিকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।অনেক গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে ১৮ জুলাই সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং তাদের সাহসী প্রচেষ্টার জন্য উৎসর্গ করা হয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কোনদিন বিসিএস পরীক্ষায় বসবে না। কোটা সংস্কারে তাদের কোন কিছুই যায় আসে না। কিন্তু তারা সবাই রাজপথে নেমে জীবন দিয়েছিল এই দেশের গলে পচে যাওয়া নষ্ট সিস্টেমে পরিবর্তন আনার তাগিদে। বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের নেতৃত্ব দান কারী সমন্বয়ক নাহিদ, আসিফ, হাসনাত, সারজিসরা ফ্যসিবাদী ব্যবস্থা বিলোপ করে নয়া রাজনৈতিক বন্দোবস্তের দাবী নিয়ে ৩রা অগাস্ট মৃত্যূর মুখোমুখি দাঁড়িয়ে ঐতিহাসিক ১ দফা দাবী পেশ করেছিল।

বিএনপি যেভাবে জুলাই আন্দোলনকে কোন প্রকার স্বীকৃতি না দিয়ে , এই আন্দোলনের মূখ্য উদ্দেশ্যকে প্রাধান্য না দিয়ে আওয়ামিলীগের বিচার ছাড়াই বিনা সংস্কারে যেন তেন প্রকারে নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাইছে , তাতে ভয় হচ্ছে জুলাই বিপ্লব কি ব্যার্থ হয়ে যাবে এভাবে? ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী , প্রাইভেট ও সরকারী ইউনির শিক্ষার্থী , নাম না জানা দিন মজুর , টোকাইদের রক্তের সাথে বেইমানি করা হবে যদি ইন্টারিম সরকার বিএনপির নোংরা অভিলাশের সামনে নতি স্বীকার করে। জুলাইকে হারতে দেয়া যাবে না, কোনভাবেই না --------

তথ্যসুত্র ও ছবি ঃ গনমাধ্যম

মন্তব্য ৩৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২৫ রাত ৯:৫৪

ইফতেখার ভূইয়া বলেছেন: আবু সাঈদ, মুগ্ধদের মতো হাজারো শহীদদের স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। বাংলাদেশে গণত্রান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় তাদের সর্বোচ্চ আত্মত্যাগ এ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরন করবে এমনটাই প্রত্যাশা করছি। আন্দোলনে সহযোগী সকলকে অকুতোভয় প্রাণকে জানাই অভিনন্দন। তবে এ আন্দোলন যেন এখানেই শেষ না হয়ে যায়। আইনের সুসাশন, নাগরিক অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই আন্দোলনের দীপ্ত শিখা সদা প্রজ্জ্বলিত থাকুক এটাই শুধু চাওয়া। ধন্যবাদ।

০১ লা জুলাই, ২০২৫ রাত ৯:৫৯

ঢাবিয়ান বলেছেন: এক বছর পার হলেও জন আকাংখা ও প্রত্যাশা পুরন হয়নি এক ফোটা। বিচারের দেখাতো দূরে থাক আজকের দিনে আমাদের দেখতে হয় যে , জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ‘জুলাই দাঙ্গা’ হিসেবে অভিহিত করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় !!!

২| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৪০

কাঁউটাল বলেছেন:

৩| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৪০

কাঁউটাল বলেছেন:

৪| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৪১

কাঁউটাল বলেছেন:

৫| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৪৩

কাঁউটাল বলেছেন:

৬| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৪৩

কাঁউটাল বলেছেন:

৭| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৪৪

কাঁউটাল বলেছেন:

৮| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৪৫

কাঁউটাল বলেছেন:

৯| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৪৬

কাঁউটাল বলেছেন:

১০| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৪৭

কাঁউটাল বলেছেন:

১১| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৪৭

কাঁউটাল বলেছেন:

১২| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৪৮

কাঁউটাল বলেছেন:

১৩| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৪৮

কাঁউটাল বলেছেন:

১৪| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৪৮

কাঁউটাল বলেছেন:

১৫| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৪৯

কাঁউটাল বলেছেন:

১৬| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৫০

কাঁউটাল বলেছেন:

১৭| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৫০

কাঁউটাল বলেছেন:

১৮| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৫১

কাঁউটাল বলেছেন:

১৯| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৫১

কাঁউটাল বলেছেন:

২০| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৫৩

কাঁউটাল বলেছেন:

২১| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৫৭

কাঁউটাল বলেছেন:

০২ রা জুলাই, ২০২৫ রাত ১০:০৩

ঢাবিয়ান বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটাকে সমৃদ্ধ করার জন্য । জুলাই এ প্রতিটা দিন , প্রতিটা ক্ষন একেকটা ইতিহাস। এই রক্তক্ষয়ী ইতিহাসকে অন্তরে ধারন করে বদলে দিতে হবে দেশকে। তরতাজা সব তরুনের রক্তের ঋন আমাদের কাধে।

২২| ০২ রা জুলাই, ২০২৫ সকাল ৯:২৯

নতুন নকিব বলেছেন:



জুলাই আন্দোলন ছিল তরুণদের রক্তে লেখা একটি ঐতিহাসিক প্রতিবাদ। শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করে বিএনপির স্বার্থান্ধ রাজনীতি শুধু হতাশাজনক নয়, লজ্জাজনকও। আন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি নতুন, ন্যায্য ও স্বচ্ছ রাষ্ট্রব্যবস্থা—কেবল ক্ষমতা বদলের খেলা নয়। জুলাইকে হারতে দেওয়া যাবে না, কোনোভাবেই না।

০২ রা জুলাই, ২০২৫ রাত ১০:১১

ঢাবিয়ান বলেছেন: বিএনপির গতকালের সম্মেলনে কেবল আন্দালিব পার্থর জ্বালাময়ী বক্তব্য ভাইরাল হয়েছে। অথচ ১৭ বছর ধরে দমন নীপিড়নের শিকার বিএনপি নেতাদের মুখ থেকে এমন বক্তব্য আশা করে জনগন। কিন্তু দুঃখজনক ভাবে বিএনপিকে ন দেখা যাচ্ছে সম্পুর্ন ভিন্ন রুপে। আসিফ নজরুলকে দিয়ে বিচার ব্যবস্থায় পুর্ন কতৃত্ব নিয়ে বিএনপি বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখে এবং সকল প্রকার সংস্কারে আপত্তি জানিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে , তারা দূবৃত্তায়ন সিস্টেমে কোন পরিবর্তন না এনে কেবল ক্ষমতার পালা বদল চায়। এত এত তরতাজা তরুনের তাহলে রক্ত দেয়ার কি দরকার ছিল?

২৩| ০২ রা জুলাই, ২০২৫ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: পুলিশদের হত্যা করলো কে??
থানায় আগুন দিলো কে?
লুটপাট করলো কে?
মেট্রোরেল ভাঙল কে?
কারাগার থেকে দাগী আসামী নিয়ে গেলো কে?
জ্বালাও পোড়াও করলো কে?
এদের বিচার কি হবে না??

২৪| ০২ রা জুলাই, ২০২৫ সকাল ১০:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জুলাই হারলে বাংলাদেশ হারবে।

০২ রা জুলাই, ২০২৫ রাত ১০:১৫

ঢাবিয়ান বলেছেন: গত দুইদিনে তরুন সম্প্রদায়ের মাঝে আবারো যে দ্রোহের আগুন জ্বলতে দেখছি , তাতে আশা জাগে জুলাইকে হারতে দেয়া হবে না , কোনভাবেই না।

২৫| ০২ রা জুলাই, ২০২৫ দুপুর ১২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জুলাইর চেতনা বুকে ধারণ করতে হবে।

ধন্যবাদ কাঁউটাল

২৬| ০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:০৯

কাঁউটাল বলেছেন: "ছাগল নুর" হারামজাদা কি কইল? X(

২৭| ০২ রা জুলাই, ২০২৫ রাত ৯:১৬

আহমেদ জী এস বলেছেন: ঢাবিয়ান,



কাঁউটালকে ধন্যবাদ জানিয়ে নতুন নকিব এর মতোই বলতে চাই ---

কেবল ক্ষমতা বদলের খেলা নয় - ছাত্র-জনতা আন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি নতুন, ন্যায্য ও স্বচ্ছ রাষ্ট্রব্যবস্থার প্রতিষ্ঠা। কোনও মতেই বিএনপির স্বার্থান্ধ রাজনীতি কায়েম ও ক্ষমতায়নের জন্যে নয়।

২৮| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১০:২০

জুল ভার্ন বলেছেন: জুলাইয়ের সাফল্য এবং ব্যার্থতা নির্ভর করছে জানাপা'র উপর।

২৯| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১০:৪৭

রানার ব্লগ বলেছেন: আম জনতা যেই লাউ সেই কদুতেই আছে। মাঝখান দিয়া কিছু অসহায় মানুষের মৃত্যু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.