নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রাভেলার, ফটোগ্রাফার, সাইক্লিষ্ট, ম্যারাথন রানার, বইপোকা। পেশায় ইঞ্জিনিয়ার হলেও হবু কর্পোরেট ;)

বর্ন ট্রাভেলার সোহান

তীব্র গন্ধযুক্ত হাস্নাহেনা, কিংবা তীব্র কোনো সোডিয়াম বাতির নিচে হয়ত আমায় পাবে। কিন্তু আর দশটা ধবধবে আলো দেয়া ল্যাম্পপোষ্টের নিচে আমায় পাবে না। আর দশটা মানুষও আমার মতো হবে না :)

বর্ন ট্রাভেলার সোহান › বিস্তারিত পোস্টঃ

ধুনি চক মসজিদ ও চামচিকা মসজিদ (চাঁপাই নবাবগঞ্জ)

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫

চাঁপাই ভ্রমণ নিয়ে লেখা আমার ৩য় পর্বঃ
ধুনি চক মসজিদঃ

সবুজ গালিচার বুকে মাথা উচু করে দুই পাশে দুই তালগাছকে নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৫০০ বছরের পূরোনো ধুনি চক মসজিদ।

ধুনি চক মসজিদের প্রকৃত নির্মাণকাল বা নির্মাতার নাম জানা যায়নি। মালদার তাঁতীপাড়া মসজিদ (১৪৮০ খ্রি.), মুন্সিগঞ্জের রামপালের বাবা আদম মসজিদ এর (১৪৮৩ খ্রি.) সঙ্গে স্থাপত্যিক ও আলংকারিক মিল থাকায় বিশেষজ্ঞগণ মনে করেন যে, এটি সম্ভবত ১৫ শতকের শেষের দিকে পরবর্তী ইলিয়াস শাহী আমলে নির্মিত।
চামচিকা মসজিদঃ
চামচিকা মসজিদ এর অনেকগুলো নাম। কেও বলে খনিয়া দিঘী, কেও খঞ্জন দিঘী, কেও চামচিকা আবার কেওবা রাজবিবি মসজিদ।




ছবিঃ চামচিকা/খনিয়া দিঘী মসজিদের গায়ে অলংকৃত অসাধারণ কারুকাজ।
এই মসজিদটায়ও এখনও প্রত্যহ নামায আদায় করা হয়। আমি যখন গিয়েছিলাম, তখন যোহরের নামাযের ওয়াক্ত চলছিলো এবং ইমামের সাথেও আমার কথা হয়।

এই দুই মসজিদ চাঁপাই নবাবগঞ্জ এর কানসাট এর জিরো পয়েন্ট এর খুব কাছাকাছি অবস্থিত। একটা ভ্যানে করে ঘুরে আসতে পারবেন সহজেই। ওদিকের মানুষ খুবই ভদ্র এবং উপকারী, ফলে প্রয়োজনে যে কেও আপ্নাকে সাহায্যও করবে ঘুরে দেখতে। যেতে হলে দেশের যেকোনো প্রান্ত হতে আগে চাপাই আসতে হবে। এরপর ব্যাটারী চালিত অটো করে আসতে হবে কানসাট। আর কানসাট থেকে ভ্যানে করেই ঘুরে আসা যাবে এই মসজিদ দুটি :)

এই মসজিদ দুটিই আমবাগানের মধ্যে দিয়ে যেতে হয়। বিশাল আকারের আমবাগানের বিশাল আমগাছ দেখতে দেখতে ৫০০বছর আগে তৈরী আল্লাহর ঘর দেখে আসবেন। আর আমের দিনে গেলে অবশ্যই আম খেতে ভুলবেন না যেন ;)
-ধন্যবাদ পড়ার জন্য :)

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: বেশ ভালো লাগল তথ্যমূলক লেখাটি।

১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৬

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: অনেক ধন্যবাদ। আবারো পড়ার আমন্ত্রণ থাকলো

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর স্থাপনা, আমার দেখার সৌভাগ্য হয়েছিল

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: আরো বেশ কিছু সুন্দর প্রনতাত্ত্বিক স্থাপনা আছে এই চাঁপাইনবাবগঞ্জ এ।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১০

চাঁদগাজী বলেছেন:


চাঁপাই নবাবগন্জের লোকজন ভালো?

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: এই ভ্রমণ সময়ে যেটুকু অভিজ্ঞতা হয়েছে, তার উপর বলেছি ;)

৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৪

ম্যাড ফর সামু বলেছেন: বাহ্ বাহ্! চমৎকার! এমনিতেই আমি সামুর কারণে পাগলপ্রায়, তদুপরি আজ সকালের বেশ কিছু পোষ্ট তো আমাকে ..... আর কি বলব! মুগ্ধতায় বিচলিত বোধ করছি! ধন্যবাদ, দেশের ঐহিত্যগুলো এভাবে আমাদের দেখার সুযোগ করে দেওয়ায়।

১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: ধন্যবাদ আবার ফিরে আসার জন্য। আপনি তো এম্নিতেই ভক্ত, তাই সব ভাল্লাগে

৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫

হাবিব বলেছেন: খুব সুন্দর

১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: আপনি কি দুরাকাত নামাজ পড়েছেন মসজিদে?

১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: এটাই মিস হয়েছে ভাইয়া, সময় পাইনি বেশী। অন্যদিকে দৌড় দিয়েছিলাম....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.