![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জার্মানি দিয়ে সফর শুরু করি। আমি সেখানে দু'টি শহড় ভিজিট করেছি। ফ্রান্কফোর্ট ও লিভারকুজেন। ফ্রান্কফোর্ট থেকে ট্রেনে তিন ঘন্টা
লিভরকুজেন। ভাড়া-৭৫ ইউরু। সকালে গিয়ে সন্ধায় চলে এসেছি।
ফ্রান্কফোর্ট হোস্টেল ভাড়া ২১ ইউরু, উইথ ব্রেকফাস্ট। চা-কফি ফ্রি। ফ্রি সিনেমা ও ওয়াইফাই।
ফ্রান্কফোর্ট টু এ্যামস্টারডাম(নেদারল্যান্ড), বাই বাস, ইউরু লাইন। ৯ ঘন্টা। ৪৯ ইউরু।
এ্যাম্সটারডাম হোস্টেল ২৪ ইউরু, উইথ ব্রেকফাস্ট।
এ্যাম্স্টারডাম টু রোটারডাম (নেদারল্যান্ড), বাই ট্রেন। ৩ ঘন্টা ২০ মিনিট, ২৪ ইউরু। রোটারডাম হোস্টেল ১০ ইউরু । চাদর ভারা-১ ইউরু কম্বল ভাড়া ২ ইউরু। বালিশ ১।
রোটারডাম টু প্যারিস(ফ্রান্স) বাই বাস, ইউরু লাইন। ভাড়া ৪৮ ই. ১২ ঘন্টা। প্যারিসে বন্ধুর বাসায় ছিলাম।
প্যারিস টু মাদ্রিদ(স্পেন), বাই বাস। ১৭ ঘন্টা। ভাড়া ৬২ ইউরু। বন্ধুর বাসা।
মাদ্রিদ টু বার্সিলোনা, বাই বাস ১০ ঘন্টা, ৫৫ ইউরু। যাই নাই।
মাদ্রিদ টু তুলেদু (স্পেন), বাই বাস। ৪ ঘন্টা, ২৫ ইউরু। বন্ধুর বাসা।
মাদ্রিদ টু রোম, ইটালি। বাই এয়ার। ইজিজেট। ১০৭ ইউরু।
রোম টু ভাটিকান সিটি। ট্যুর বাস। ছয় ইউরু।
রোম, হোটেল ৫০ ইউরু। ১রাত। দুই রাত হোস্টেল, ৩০ ইউরু। ২৪ ঘন্টা নেট ফ্রি। নো ব্রেকফাস্ট।
রোম টু জুরিখ (সুইজারল্যান্ড), বাই বাস, ১৬ ঘন্টা। ৫৬ ইউরু। জুরিখ হোস্টেল- ২৩ ইউরু।
জুরিখ টু জেনেভা(সুইজারল্যান্ড) বাই স্পিডি ট্রেন, ৭৫ ইউরু, ৩ঘন্টা ১০ মিনিট।
জেনেভা হোস্টেল ২০ ইউরু, সিটি ট্রাভেল পাশ ফ্রি। সব ধরনের ট্রান্সপোর্ট।
জেনেভা টু তুলুস(ফ্রান্স), বাই ট্রেন, ১৫ ঘন্টা। পরিচিতের বাসা।
তুলুস টু প্যারিস বাই সিজিবি ট্রেন, ৭৯ ইউরু, ৯ঘন্টা।
এ্যাভারেজ খাবারের মুল্য ৭ ইউরু। ভাল লান্চ। কোকাকোলা ক্যান্জ ২/২.৫০ ইউরু। পানি ২ ইউরু। সুইজারল্যান্ডে একটু বেশি।
আমার ট্যুর ছিল পারফেক্ট সামারে। উইন্টারে ভাড়া প্রায় অর্ধেকে চলে আসে। হোস্টেল ভাড়াও কিছুটা কমে থাকে।
অনেকর চাহিদার উপর ভিক্তি করে এই পোষ্ট। আশাকরি কাজে লাগবে।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৫৫
আসকওয়ানমি বলেছেন: আহারে, আপনার মত যদি ঘুরতে পারতাম
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৩১
উণ্মাদ তন্ময় বলেছেন:
ভাবছিলাম বিদেশের গপ্প হুনাইবেন
এখন দেহি খালি বাস, ট্রেনের টাইম আর ভাড়া
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৫৩
অণুজীব বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ৩০দিন সময় পেলে ঘোরাফেরাটা ভালো হওয়াটাই স্বাভাবিক, আফসোস হয়, এমন লম্বা সময় বের করতে পারিনা বলে ।