![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর্ব-১)-> পর্ব-২)-> পর্ব-৩)-> পর্ব-৪)-> পর্ব-৫)-> পর্ব-৬)-> টপটেন ইন ওয়ার্লড কেমন লাগছে জানাবেন কিন্তু...... এইপর্বে আপনাদের জানাবো ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা দশজন বোলারের কথা। সেরা দশের ব্যপারে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।
১০) নাম: ওয়াসিম আক্রাম। বা Wasim Akram।
- জন্মস্থান: পান্জাব, লাহোর।
- দেশ: পাকিস্তান।
- জন্ম তারিখ: জুন ৩, ১৯৬৬।
- বোলিং ষ্টাইল: বাহাতি পেস বোলার।
- টেষ্ট রেকর্ড: ১৮১ ম্যাচ ৪১৪ উইকেট।
- ওডিআই রেকর্ড: ৩৫১ ম্যচে ৫০২ উইকেট।
- হ্যাটট্রিক: টেষ্টে ক্রিকেটে ২ টি, ওডিআই এ ২ টি।
০৯) নাম: কর্টনি ওয়ালস । বা Courtney Walsh
- জন্মস্থান: কিংস্টোন।
- দেশ: জামাইকা।
- জন্ম তারিখ: ৩০/১০/১৯৬২
- বোলিং ষ্টাইল: ডানহাতি পেস বোলার।
- টেষ্ট রেকর্ড: ১৩২ ম্যচে ৫১৯ উইকেট।
- ওডিআই রেকর্ড: ২০৪ ম্যচে ২২৭ উইকেট।
- হ্যাটট্রিক: নাই।
০৮) নাম: গ্লেন মেগ্রা। বা Glenn McGrath http://en.wikipedia.org/wiki/Glenn_McGrath
- জন্মস্থান: ডাব্বো, নিউ সাউথ ওয়েলস।
- দেশ: অস্ট্রলিয়া।
- জন্ম তারিখ: ৯/২/১৯৭০।
- বোলিং ষ্টাইল: ডান হাতি মিডিয়াম পেস বোলার।
- টেষ্ট রেকর্ড: ১২৪ ম্যাচে ৫৬৩ উইকেট।
- ওডিআই রেকর্ড: ২৪৮ ম্যাচে ৩৮১ উইকেট।
০৭) নাম: কার্টলি এ্যাম্ব্রোস।
- জন্মস্থান: সুইটেস ভিলেজ।
- দেশ: এ্যন্টিগুয়া।
- জন্ম তারিখ: সেপ্টেম্বর ২১, ১৯৬৩।
- বোলিং ষ্টাইল: ডানহাতি পেস বোলার।
- টেষ্ট রেকর্ড: ৯৮ ম্যাচে ৪০৫ উইকেট।
- ওডিআই রেকর্ড: ১৭৬ ম্যাচে ২২৫ উইকেট।
০৬) নাম: ডেনিস লিলি।
- জন্মস্থান: নর্দাম্পটনশায়ার, তাসমানিয়া।
- দেশ: অস্ট্রলিয়া।
- জন্ম তারিখ: জুলাই ১৮, ১৯৪৯।
- বোলিং ষ্টাইল: ডানহাতি পেস বোলার।
- টেষ্ট রেকর্ড: ৭০ ম্যাচে ৩৫৫ উইকেট।
- ওডিআই রেকর্ড: ৬৩ ম্যাচে ১০৩ উইকেট।
০৫) নাম: স্যার রিচার্ড হ্যাডলি।
- জন্মস্থান: সেন্ট আলবানস, সেন্চুরিবার্গ।
- দেশ: নিউজল্যন্ড।
- জন্ম তারিখ: জুলাই ৩, ১৯৫১।
- বোলিং ষ্টাইল: ডান হাতি পেস বোলার।
- টেষ্ট রেকর্ড: ৮৬ ম্যচে ৪৩১ উইকেট।
- ওডিআই রেকর্ড: ১১৫ খেলায় ১৫৮ উইকেট।
০৪) নাম: ম্যলকম মার্শাল
- জন্মস্থান: ব্রিজটাউন, বার্বাডোজ।
- দেশ: ওয়েষ্টইন্ডিজ।
- জন্ম তারিখ: ১৮/০৪/১৯৫৮।
- বোলিং ষ্টাইল: ডানহাতি ফাস্ট বোলার।
- টেষ্ট রেকর্ড: ৮১ খেলায় ৩৭৬ উইকেট।
- ওডিআই রেকর্ড: ১৩৬ খেলায় ১৫৭ উিকেট।
০৩) নাম: শেন ওয়ার্ন
- জন্মস্থান: ফ্রিনটি গুল্লি, ভিক্টোরিয়া।
- দেশ: অস্ট্রলিয়া।
- জন্ম তারিখ: ১৩/০৯/ ১৯৬৯
- বোলিং ষ্টাইল: লেগ স্পিন গুগলি।
- টেষ্ট রেকর্ড: ১৪৫ ম্যচে ৭০৮ উইকেট।
- ওডিআই রেকর্ড: ১৯৪ খেলায় ২৯৩ উইকেট।
০২) নাম: সিডনি বার্নস
- জন্মস্থান: স্মেথউইক, স্ট্যফোর্ডশায়ার।
- দেশ: ইংল্যান্ড।
- জন্ম তারিখ: ১৯/০৪/১৮৭৩।
- বোলিং ষ্টাইল: ডানহাতি মিডিয়াম পেস।
- টেষ্ট রেকর্ড: ২৭ ম্যাচে ১৮৯ উইকেট।
- ওডিআই রেকর্ড: নো
- ফাস্টক্লাস ম্যাচ: ১৩৩ ম্যাচে ৭১৯ উইকেট।
০১) নাম: মুত্তিয়া মুরালিধরন।
- জন্মস্থান: ক্যান্ডি।
- দেশ: শ্রিলন্কা।
- জন্ম তারিখ: ১৭/০৪/১৯৭২।
- বোলিং ষ্টাইল: ডানহাতি অফস্পিনার।
- টেষ্ট রেকর্ড: ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট।
- ওডিআই রেকর্ড: ৩৫০ ম্যাচে ৫৩৪ উইকেট।
টাইগারদের টি-২০ বিশ্বকাপের উইশ জানিয়ে আমার প্রিয় খেলোয়ার (+ আমার নামের একাংশের সাথে মিল )''সাকিব আল হাসান''কে আমার এই পোষ্ট উৎসর্গ করলাম....
তোমাদের পরিশ্রম.............>
তোমাদের বিজয়..............>>
তোমাদের উল্লাস...........>
আমাদের গর্ব..........>
বেস্ট অফ লাক টাইগার।
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৫৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মাইর খাইবেন কইলাম........
চাকিব কান আপনার জান লাগে আমাগো জান সাকিব আল হাসান... আমার নামের সাথে মিল থাকতে হইবেক...
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৫০
ওবায়েদুল আকবর বলেছেন: আপনার এই লিস্টের ক্রাইটেরিয়া কি?
এই লিস্টে মুরাধিরান, ওয়ার্ণ আসতে পারে কিন্তু এত আগে? ওয়ালশ আসে কিভাবে? তার উইকেট অনেক কিন্তু ম্যাচ ও তো অনেক খেলেছে সে। জুয়েল গার্নার, রবার্টস নেই, লিলি এত পিছনে। না লিস্ট ভালো লাগেনি। আরো রিসার্সের প্রয়োজন আছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:০১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এই লিস্টে মুরালি ঠিক জায়গায়ই আছে,,, শেনওয়ার্ন ও ঠিক আছে....অনেকে ওয়াসিমকে আগে আনতে চায়......ওয়ালস বেশি ম্যাচ খেলছে কিন্তু গড় ঠিক আচে। আসলে এই দশজন নিয়ে অনেক আলোচনা চলে, শেষমেষ মোটামোটি ভাবে সবাই এই দশজনকেই সেরা মেনে নেয়।
আপনার মতামতের প্রতি পুর্ন সম্মান রইলো.......
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:০১
রাফাত নুর বলেছেন: ওয়াসিম মাই বেস্ট।
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:০৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ওয়াসিমer supporter onno shob bowler er cheye beshi.......... Ami McGrath re vala pai..............
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:০৮
বেহুদা পোলা বলেছেন: ওয়াসিম আকরাম রে ভালা পাই
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:১৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ওয়াসিম আক্রামের এ্যাকশন এ্যন্ড স্টাইল অন্যদের চেয়ে আলাদা ছিল, তাই তার সময় যারা ক্রিকেটে দেখেছে তারা সবাই তাকে পছন্দ করে।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:১১
আজাদ আল্-আমীন বলেছেন: Wasim 10 hoi kevabe take?? Kompokhe 3 er vitore thakte pare (mobile cmt)
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:১৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হুম, আমিও সেটাই বলতে ছিলাম যে অনেকে আক্রামকে আরো উপরে দেখতে চায়।
কষ্টকরে মোবাইল থেকে কমেন্ট করার জন্য ধন্যবাদ আজাদ ভাই।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:১৪
সিড বলেছেন: ওয়াসিম আকরাম
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:১৯
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: গুড......
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:১৪
আজাদ আল্-আমীন বলেছেন: jowel gerner nai keno?
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৩০
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কারন এটা টপ টেন লিস্ট......হয়ত দশের পর পরই সে থাকবে.....
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:২০
বেহুদা পোলা বলেছেন: ঠিক বলেছেন
পোষ্টে প্লাস ++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: প্লাসে জন্য ধন্যা.......
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:২৯
ওবায়েদুল আকবর বলেছেন: সর্বকালের সেরা বোলারের লিস্টে আমি কোন বিশেষজ্ঞের এমন লিস্ট দেখিনাই, সমর্থক সেটা আলাদা জিনিস!!!
দেখুন সেরা নির্বাচনের জন্য পেস, বাউন্স, ভেরিয়েশনের সাথে সাথে এভারেজ আর স্ট্রাইক রেট টাও ইম্পর্ট্যান্ট। আর সেই সাথে আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে পিক টাইমে তারা কেমন ছিলেন? সবদিক বিচারে মডার্ণ কৃকেটে লিলি আর মার্শ্যাল সব ফাস্ট বোলারদের চেয়ে এগিয়ে। লিলির সুইং বোলিং আর মার্শালের ভেরিয়েশন আর স্কিডি একশন এর কোন জবাব সাম্প্রতিককালের স্টেইন বাদে আর কারো মধ্যে দেখা যায়নি। মুরালির একে তো একশন বিতর্ক আর তারপরে শ্রীলঙ্কার মাটি (যেখানে শুধু তার জন্য ভয়াবহ স্পিন পিচ বানানো হত) বাদে অন্যান্য দেশে মানে এশিয়ার বাইরে সাফল্যের হারে আকাশ পাতাল ফারাক। কিভাবে তাকে এই জায়গায় স্থান দিবেন ? ওয়ার্নের ভারত রেকর্ড ভালো না। সিড বার্ণসের যুগ বোলার ফ্রেন্ডলি বলা হলেও তার পজিশন নিয়ে আমার আপত্তি নেই। ভদ্রলোক কব্জি ব্যবহার করতেন সুইং বোলিংয়ের জন্য। এমনকি বল টেম্পারিং ছাড়া রিভার্স সুইং ও করাতে পারতেন। বিগ বার্ড জুয়েল গার্নার এর ধারে কাছের বোলারও না ওয়ালশ। স্ট্রাইক রেট আর এভারেজই সব বলে দিবে। ম্যাকগ্রা আর এম্ব্রোস লেংথ বোলার হলেও বিশ্বের সব পিচেই কার্যকর ছিলেন। আর পাকিস্তানি বোলারদের সততা এত প্রশ্নবিদ্ধ যে তা নাহলে ইমরান খানকে অনায়াসে স্থান দেয়া যেত। ভদ্রলোকের কেরিয়ার অবিশ্যাস্য।
আমি শিউর এটা আপনার নিজের লিস্ট। তবে ক্রিকইনফোর অনান্থের কিছু বিশ্লেষণী রিপোর্ট আছে সেগুলো পড়ে দেখতে পারেন। আমি মনে করি কৃকেটে যে কোন লেখার জন্য অনান্থের পরিসংখ্যান আর বিশ্লেষনের সাহায্য নেয়া ফরয।
অফটপিক: মন্তব্য কেটে গেছে আগেরটায়। ওটা কেটে দিন প্লীজ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমি আপনার মতো ক্রিকেট সমন্ধে অতো তথ্য জানিনা, তাই নিজের লিস্ট করার ক্ষমতা নেই। আমি কয়েকটি লিন্ক থেকে সংগ্রহ করেছি। আর যতটুকু আলোচনা দেখেছি শুনেছি তাতে সেরা দস বোলার এবং ব্যটসম্যানের লিস্ট নিয়ে বেশ মতানৈক্য রয়েছে এবং এটা থাকবে সেটাই স্বাভাবিক।
আর উপরের সিরিয়াল সম্ভবত গড় হিসেব করে করা হয়েছে। এখন ভোর ৪.৩৬ বাজে, তা না হলে সবার গড় উল্লেখ করে দিতাম।
মন্তব্যের জন্য সেন্কিউ.......
Click This Link
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫৫
জাহিদুল হাসান রাফি বলেছেন: ওয়াসিম, ম্যাকগ্রা, ওয়ার্ন, মুরালিধরন বেস্ট
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: চার জনের খেলাই আমি বেশ ইনজয় করতাম। আমার মতে এই চার জন প্রথম চারে থাকা উচত, কিন্তু সিডনি বার্নস, ডেনিস লিলি, মার্শাল তাদের খেলাতো দেখিনি দেখলে হয়তো তারাও আমাদের প্রিয় হতো.... কি বলেন??
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:০২
সীমানা ছাড়িয়ে বলেছেন: আমাকে ১০ জন বেছে নিতে বললে আমিও এই ১০ জনকেই বেছে নিতাম শুধুমাত্র সিডনি বার্নস ছাড়া। কারন ওনার সম্পর্কে আমার কোন ধারনা নেই। এর মধ্যে আমার খুব পছন্দের শেন ওয়ার্ন। প্রতি বলেই ব্যাটসম্যানকে ব্যতিব্যস্ত রাখেন। একজন সেট ব্যাটসম্যানও প্রতি বলেই আউট হবার আশংকায় ভুগেন। ছোটখাট দেখতে হলেও ম্যালকম মার্শাল গতি আর নিখুত লাইন দিয়ে প্রতিপক্ষকে ধ্বংস করে ফেলতেন। কার্টলি এমব্রোজ আরেকজন ফেভারিট। বীর বিক্রমে বল করে যেতেন। এমব্রোজকে কখনো খুব মার খেতে দেখিনি। অফ স্পিনও যে আর্ট হতে পারে সেটা মুরালীধরনকে না দেখলে বলার উপায় ছিল না। ওয়াসিম খুবই আনপ্রেডিক্টেবল। তার কোন বল কখন কি করবে সে নিজেও বোধহয় বলতে পারবে না।
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: শেনওয়ার্ন বরই বিপদজনক ছিল। মাঝে মাঝে যখন তার দিন আসত সেদিন একাই শেষ করে দিতে পারত। ম্যালকম মার্শাল এর খেলা দেখতে পারিনি কার্টলি এমব্রোজ ও বেশ আতন্কের ছিল। ওয়ালস এবং এম্ব্রোজ যখন একসাথে বল করতে তখন প্রতিপক্ষ টেনশনেই ঘায়েল হয়ে যেত। তাদের দৈর্ঘ তাদের বারতি সুবিধা দিত। মুরালির খেলা অত পছন্দ না থাকলেও তার শ্রেষ্ঠত্ব মানতে কার্পন্য করি না। তার রেকর্ডই তার কথা বলবে। ওয়াসিমের স্টাইল মনে হয় সবার চেয়ে উপরে থাকবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:০৩
সীমানা ছাড়িয়ে বলেছেন: এই লিস্টের বাইরে কাউকে নিতে হলে আমি জোয়েল গার্নারকে নিতাম।
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩২
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: অনেকেই জোয়েল গার্নারের কথা বলছে, কয়েকটা লিন্কেও তার নাম দেখেছি। তারমানে সে ভালই হবে.........
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৬
এলে বেলে বলেছেন: ভাই সালাম। আপনার লিস্ট এ ওয়েস্ট ইন্ডিজ গ্রেট মাইকেল হোল্ডিই কে রাখা উচিত ছিল। Whispering Death নিক নেম খ্যাত হোল্ডিই ত যেকোন সবসেরা লিস্ট এ আসার যোগ্য দাবিদার।ধন্যবাদ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমার লিস্টে না থাকলেও আপনার লিস্টেতো রইলো, আমরা সবাই জানলাম.........
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৮
এলে বেলে বলেছেন: সীমানা ভাই, একমত। জোয়েল দ্যা বাড গানার। আমার দেখা ভংয়কর পেস বোলার।
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩০
নদ বলেছেন: ভালো হয়েছে । ১ নম্বর যথার্থ হয়েছে, তবে ১০ এর স্হানে ৩ আর ৩ এর স্হানে ১০ হলে বেশি খুশি হতাম ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মুরুলির ব্যপারে কোন কথা হবে না.....
১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৭
অনাহূত বলেছেন:
তথ্যবহুল।
বাংলাদেশের জান
বাংলাদেশের প্রাণ
সাকিব আল হাসান
সাকিব আল হাসা )
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সাকিব ইজ রক........
১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০২
জাহিদুল হাসান রাফি বলেছেন: ক্রিকইনফোর মতে সর্বকালের সেরা ১০ বোলার এবং ব্যাটসম্যানের লিস্ট দেখতে পারেনঃ
Click This Link
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হুমমমমম...
১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১৭
আমি তুমি আমরা বলেছেন: পেসার আর স্পিনারদের একই মাপকাঠিতে মাপবেন কিভাবে? স্পিনার আর পেসারদের আলাদা মাপকাঠি থাকা উচিত।আমার মনে হয় দুটো আলাদা লিস্ট করা যেতে পারে
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:১১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তখন কম্পিটিশন কমে যাবে। স্পিন হোক আর পেস হোক কাজ তাদের একই। ব্যাটসম্যনদের উপর ডমিনেট করা, আর সে ক্ষেত্রে যারা বেশি সাকসে তাদেরই নাম উঠে এসেছে এখান।
১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৬
তামিম ইবনে আমান বলেছেন:
অনন্ত জলিল ফার্স্ট হইতে পারে
০২ রা নভেম্বর, ২০১২ রাত ২:৪১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আবার জিগায়.......:প
২০| ০১ লা নভেম্বর, ২০১২ দুপুর ১:০৮
সাজিদ ঢাকা বলেছেন: উম ম ম ম ম
০২ রা নভেম্বর, ২০১২ রাত ২:৪২
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: :-<
২১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৩
ডাংগুলি বলেছেন: আমরার শাহদত কুই
২২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮
মাহবু১৫৪ বলেছেন: ২ নম্বর জনের নাম খুব একটা শুনেছি বলে মনে পরে না।
পোস্টে ++++++
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৩৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: শাকিব খানকে উতসর্গ করতে পারতেন
পোষ্ট ভাল লাগলো।