নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

ইমন জুবায়েরের অদৃশ্য ভালবাসায় শিক্ত আজ ব্লগ সমাজ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

প্রথম দেখায় ভালবাসা মনে হয় কম বেশি সবার জীবনেই ঘটে। কিন্তু না দেখে ভালবাসা খুব কম মানুষের জীবনেই আসে। তবু মানুষ এটা বিশ্বাস করে। খুব ভালভাবেই উপলব্ধি করে এই ভালবাসার অনুভুতিকে। হটাৎ বৃষ্টি সিনেমায় নায়ক নায়িকার না দেখে ভালবাসাকে মেনে নিয়েছিল সবাই।



আর আজ মেনে নিলাম ইমন জুবায়েরের ভালবাসাকে।



সামহোয়্যারইনব্লগ যে তার ব্লগারদের মাঝে কতটা ভালবাসার সৃষ্টি করেছে নিজের জীবনের বিনিময়ে সেটা আজ প্রমান করলেন আমাদের সবার প্রিয় ইমন জুবায়ের ভাই। আজ যেন এক অদৃশ্য প্রেমে দেবদাস সমস্ত ব্লগার। ফেসবুক, ব্লগ, ইয়াহু, টুইটার সর্বত্রই কেবল আজ একই সুর। উই উইল মিস ইউ ইমন জুবায়ের। কিন্তু কেন সবাই তাকে মিস করবে? কেন আমি তাকে মিস করবো? আমি তো কখনো তাকে দেখি নি। তার বাড়ি কোথায় তাও জানি না। সে কোন দল সাপোর্ট করে, কাকে ভোট দেয়, কি জব করে কিছুইতো জানি না। তার ফোন নাম্বার, ফেসবুকে ফ্রেন্ড, স্কাইপে কথালাপ কিংবা ইয়াহুতেতো কখনো তাকে ইমেইল পাঠাইনি। ভুলেও কখনো তাকে টুইটারে ফলো ও করিনি। তবে তাকে কেন আমি মিস করবো! কেন তাকে হাজার হাজার অদেখা আত্না মিস করবে! কারন একটাই, ভ্রতৃত্ববোধ নামের অদৃশ্য ভালবাসায় সিক্ত আমরা সবাই। তাই আজ ব্যাকুল বাংলাদেশের সমস্ত ব্লগাররা।



প্রিয় ইমন জুবায়ের

ভাল থেকো বন্ধু। আমরা তোমাকে ভূলবোনা। তোমার অনবদ্য সৃষ্টিসমুহকে মুছে ফেলবো না। তোমার পরিবারের সবার মতো আমরাও তোমার পরকালের মুক্তি কামনা করি। তোমার সাথে সাথে তোমার পরিবারকেও আমরা শ্রদ্ধাভরে স্নরণকরি। বিদায়।



সমস্ত পাঠকদের উদ্দেশ্যে:

প্রিয় ব্লগার বন্ধুরা, মানুষে মানুষে কিছুটা ভুলবুঝাবুঝি হয়েই থাকে। ইমন ভাইয়ের সাথেও হয়তো অনেকের হয়েছিল। তাই বলে কি তাদের আজ ইমন ভাইয়ের জন্য খারাপ লাগছে না!! অবশ্যই লাগবে। তাই সকল ব্লগারদের অনুরুধকরছি, প্লিজ প্লিজ ব্লগে যখন কারো মতের সাথে আপনার না মিলে তখন তাকে গালি দিবেন না। এমন কথা বলবেন না যাতে সে এমন আঘাত পায় যা মরলেও ভূলবে না। ইমন ভাইয়ের উপর কারো মন খারাপ থাকলে তাকে মাফ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: ইমন জুবাইয়েরে ভাইয়ের কি হয়েছে ?

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এখানে দেখুন Click This Link

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।

তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন :(

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: সামহোয়্যারইনব্লগ যে তার ব্লগারদের মাঝে কতটা ভালবাসার সৃষ্টি করেছে নিজের জীবনের বিনিময়ে সেটা আজ প্রমান করলেন আমাদের সবার প্রিয় ইমন জুবায়ের ভাই। আজ যেন এক অদৃশ্য প্রেমে দেবদাস সমস্ত ব্লগার।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন:
ইমন ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে । :(

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সবাই তার জন্যে দোয়া করি, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি আমিন।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: শ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা

পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সবাই তার জন্যে দোয়া করি, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি আমিন।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

দূর্যোধন বলেছেন: :( :(

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: :'( সবাই তার জন্যে দোয়া করি, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি আমিন।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

চেয়ারম্যান০০৭ বলেছেন: মনটা প্রচন্ড খারাপ।তাই বারবার সামুতে ঢুকি আর মন খারাপ করে বেরিয়ে যাই।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হুম, মনটা সবারই খারাপ।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১০

স্বাধীকার বলেছেন:
নিজের একটি গোপন আকাংখা ছিলো, কোনোদিন যদি সামনে পাই, পায়ে হাত দিয়ে সালাম করবো রাস্তায়, রেস্তোরায় কিংবা বইমেলায়, অনুমতিও নিবোনা। বড় শ্রদ্ধার নির্বিবাদী কিংবদন্তী মানুষ ব্লগার ইমন যুবায়ের সামুর আত্মার আত্মীয়। নির্মম সত্য, বিশ্বাস করতে বড় কষ্ট হচ্ছে, আর কোনোদিন নতুন গবেষণাধর্মী তথ্য প্রমানসহ কষ্টকরী পোস্ট নিয়ে আর হাজির হবেন না-তিনি।

ইমন যুবায়ের, চিরকুমার পড়ুয়া এই ব্লগার আমাদের মতো অন্ধজনকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন ইনকা, আজটেক, মায়া সভ্যতা দেখাতে। কখনো ইউরোপের প্রস্তুরযুগ, তারেকের আন্দালুস কিংবা গ্রানাডায়। ঘুম ঘুম চোখে শুনিয়েছিলেন কিতারোর বৌদ্ধিক মায়াময় সঙ্গীত।
ইমন যুবায়ের পথ দেখাতে দেখাতে নিয়ে গিয়েছিলেন, হরপ্পা মহেঞ্জোদারো নগরের রাস্তায়, দেখিয়েছিলেন সিন্ধু পার হয়ে আসা জরথ্রুস্টের আজকের ভারতের টাটা পরিবারকে। চুপ হয়ে শুনতে বলেছিলেন মনিবাদের বানী, জরথ্রুস্টের অমর ভাবনা।...............
আর কোনোদিন নতুন তথ্যের জন্য সার্চ করা হবেনা ইমন ভাইয়ের নতুন পোস্ট গুলো। কেবল পরবর্তী প্রজন্মকে এটাই বলতে পারবো যদি বিন্দুমাত্রও শিখতে চাও একবার শুধু একবার ঘুরে আসো ব্লগার ইমন যুবায়েরের সামুর ব্লগবাড়ী। আর কোনোদিন দুই লাইনের একটি মন্তব্য দিয়ে বেশী বুঝার জন্য আশায় আবদার করবোনা আরেকটি নতুন বিষয়ভিত্তিক সংশ্লিষ্ট পোস্টের, জবাব দেখার জন্য গিয়ে মন্তব্যের উত্তরে দেখবোনা লেখা আছে, ‘‘ইচ্ছা আছে, চেষ্টা করবো, ধন্যবাদ’’
এত এত গুনগ্রাহী সচেতন ব্লগার যার অনুসারী ভক্ত মঙ্গলার্থী, তাদের প্রার্থনা নিশ্চয় ঐশ্বর মূল্যায়িত করবেন। তার আত্মা থাকবে শান্তিতে, আমাদেরই মাঝে, আমাদেরই হয়ে।।

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

প্রিন্স হেক্টর বলেছেন: ভাল থাকবেন ইমন ভাই, না ফেরার দেশে :( :( :(

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তার জন্য সবাই দোয়া করি সবাই।

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

উপদেশ গুরু বলেছেন: আমরা বোধহয় জীবীত প্রতিভার চেয়ে মৃত প্রতিভাকে ই বেশি মূল্যায়ন করি। ইমন ভাই কে আমরা জীবীত অবস্হায় ঐ ভাবে মূল্যায়ন করতে পারি নাই যতটা মূল্যায়ন করছি মৃত অবস্হায়। এত বড় একজন ব্লগার ছিলেন অথচ আমরা তাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি নাই বলে আমার মনে হচ্ছে সাথা কিছুটা দুঃখ ও।

এটা একান্তাই আমার মতামত।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কথা সত্য।

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

মাহমুদুর রাহমান বলেছেন: বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন :( :( :(

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমিন।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫

অসমাপ্ত পথিক বলেছেন: :(

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: :( :( :((

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

Jokiad বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাত দান করুন।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.