নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১- আমি শাহবাগে নাই তাই হয়তো বাহির থেকে কথা বলা ঠিক হবে না তবুও তরুনদের এই আন্দোল সফল করার কয়েকটি পরামর্শ্ব দিতে চাই।
--
২- আমেরিকায় প্রায়ই হয় দূর্নীতি বিরোধী আন্দোলন। গ্রিসে, স্পেইনে, ইউক্রেইনে, জার্মানীতেও হয় দূর্নীতি বিরোধী আন্দোলন। আরবের ইতিহাসই পাল্টে গেল তরুনদের আন্দোলনে। কিছুদিন আগেই পাকিস্তানে তারও কিছুদিন আগে ভারতে হয়েছে দূর্নীতি বিরোধী আন্দোলন। শুধু বাকি আছি আমরা। এবার আমাদের দায়িত্ব। দূর্নীতিকে না বলুন।
-বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪০ বছর পরও রাজাকারদের বিচার হয় নি কেন: দূর্নীতি।
এখানে কে দূর্নীতি করেছে সেটা মোক্ষম নয়। আমরা তরুনারা দূর্নীতির স্বিকার এটাই মুল কথা।
রাজনীতি, শিক্ষা, সাংস্কৃতি, চাকরি, ব্যবসা সবখানেই দূর্নীতি। ভেজাল খেয়ে খেয়ে আমাদের হৃতপিন্ড জলে গেলেও দেখার মানুষ নেই। খুন, ধর্ষণ, এসিড, চুরি, ছিনতাই যেন ডাল ভাত। গড়িব দেশে ফেন্সিডিল, ইয়াবা, গাজা, হিরুইয়েনর ব্যবসা রমরমা। ইভটিজিং, বড়দের অসম্মান যেন আজকালের ছাত্রদের স্ট্যাইল। আন্দোলন কেবল দলীয় স্বার্থে। সীমান্ত হত্যা নিয়ে মাথা ব্যথা নেই সরকার কিংবা বিরোধিদের কারোই। দেশের স্বার্থ বলি দিয়ে বিদেশে দেশের বদনাম যেন রাজনৈতিক অধিকার। তিনজন রাজাকারের ফাঁসির প্রতিশ্রুতি দিয়ে বারবার ক্ষমতায় আসার স্বপ্ন আর কত দিন। আজকের তরুনদের কি কোন যোগ্যতাই নেই। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে তাকেই দেশ নেতা হতে হবে যিনি মডার্ন টেকনোলজি সমন্ধে যথেষ্ট জ্ঞান রাখেন। যারা ফেসবুক বুঝেনা, ব্লগ বুঝে না, যারা অনলাইনে বিশ্বের খবর না রেখে কেবল প্রিন্ট মিডিয়ার উপর নির্ভর্শিল তাদের মুখে ডিজিটাল ডিজিটাল যেন ভূতের মুখে রাম রাম। যদি সত্যিই দেশকে ডিজিটাল বানাতে চান তাহলে এক্ষুনি তরুনদের হাতে দেশের ভাড় ছেড়ে দিন।
******************************************
২) ব্লগে, ফেসবুকে, অনলাইন মিডিয়া সর্বত্রই দেখছি সবাই শাহবাগকে তাহরির স্কয়ারের সাথে তুলনা করছেন তাই আমি তরুনদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। কারণ, তাহরীর স্কয়ারের অভিজ্ঞতা আমার চেয়ে বেশী কোন বাঙালির নাই।
- শুধু গান বাজনা আর কবিতার মাধ্যমে আন্দোলন সফল হবে না। পরিশ্রম, নিষ্ঠা ও ত্যগের মানসিকতা থাকতে হবে।
- কয়েকজন নিষ্ঠাবান তরুনকে সমস্ত ছিটিয়ে থাকা মানুষদের বুঝিয়ে এক তরংগে নিয়ে আসতে হবে।
- কিছুই না হওয়ার আগেই আন্দোলন চুরির হওয়ার ভয় পাওয়ার কিছুই নাই, কাজেই বিভিন্ন প্লেকার্ডে ভয়ের কিছুই নাই। প্রথমে লোক সমগমই বেশি দরকার।
- শুধু শাহবাগ নয়, বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে, মাঠে ঘাটে, বাজারে, স্কুলে মাদ্রাসায়, মসজিদে, লন্চে, বাসে, ট্রেনে সর্বত্র দূর্নীতি বিরোধিতা নিয়ে মানুষকে জাগিয়ে তুলতে হবে। মনে রাখতে হবে এখন একটি উসিলা সামনে আসছে যা থেকে মানুষকে জাগিয়ে তুলা সম্ভব।
-> তাহরীর স্কয়ারের আন্দোলন সফলের পিছনে সবচেয়ে বড় ভুমিকা পালন করেছে দেশি ও বিদেশি মিডিয়া। বিশেষ করে 'আল জাজিরা'। - এখানে কয়েকটি বিষয় কাজ করে। এক) মিডিয়ার কারনে তরুনরা উজ্জিবিত হয়। দুই) মিডিয়ার কারনে নেতৃস্থানিয় লোকদের দিলে চোট লাগে। তিন) মিডিয়ার কারনে খবর সর্বত্র খবর ছড়িয়ে যায় এবং সর্বত্রই মানুষ সচেতন হয়। কাজেই মিডিয়ার দৃষ্টি আকর্ষন করতে হবে।
=> মিডিয়ার দৃষ্টি আকর্ষনের কয়েকটি উপায়:
ক) অনেক লোকসমাগম।
খ) বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ প্লেকার্ড দরকার।
গ) নতুন নতুন আইডিয়া দরকার।
ঘ) সুন্দর সুন্দর শ্লোগান দিতে হবে।
ঙ) ভেরাইটিস পোশাক মিডিয়াকে যথেষ্ট আকর্ষন করে।
মনে রাখতে হবে নতুন কিছু দিতে পারলেই কেবল মিডিয়া নিউজ কাভার করবে।
- সবাই বিভিন্ন মিডিয়ায় ফোন দিয়ে শাহবাগের খবরাখবর জিজ্ঞেস করেন এতে মিডিয়ার নিকট শাহবাগ আরো গুরুত্ব পাবে।
মুলত: টোটাল স্থানটাকে একটা মেলার মতো বানিয়ে ফেলতে হবে যাতে মানুষ মেলা দেখতে আসে সাথে দুর্নিতির বিরুদ্ধে কথাও বলে। এবং এতেই মিডিয়া আকৃষ্ট হবে। ঠিক যেমনটা হয়েছিল তাহরীর স্কোয়ারে।
- বিশেষ বিশেষ দ্রষ্টব্য:
আন্তর্জাতিক মিডিয়া কখনোই একজন ব্যক্তির ফাঁসির দাবিকে বড় করে দেখবে না। তাদের নিকট রাজাকারদের ফাঁসিও এত গুরুত্বরাখবে না যতটা আমাদের নিকট রাখে। কিন্তু যদি দুর্নীতি বিরোধিতার কথা বলা হয় তবে সারা বিশ্ব আমাদের সাপোর্ট দিবে।
বিশেষ কৌশল:
১) অনেকে রাজনৈতিক নেতারা নাকি শাহবাগে বক্তব্য দিচ্ছে। এতে আন্দোলনের মোড় অন্যদিকে চলে যেতে পারে বলে অনেকে সন্দেহ করছেন। সে ক্ষেত্রে দূর্নীতির কথা বললে অনেক নেতাই দ্রুত প্রস্থান করবে। আর যারা তারপরও ময়দানে থাকবে তাদের ভালমানুষ বলেই সাব্যস্ত করা যেতে পারে।
২) যেহেতু ট্রাইবুনালে রায় হয়ে গিয়েছে সেহেতু সরকার হয়ত আর কোন এ্যডভান্স পদক্ষেপ নিবে না। কিন্তু যদি দূর্নীতি বিরোধী আন্দোলন শুরু করা যায় তবে নিজেদের সেইফ রাখার জন্য রাজাকারদের রায় পুনর্বিবেচনা করার চেষ্টা করবে। যাতে অন্তত আন্দলের প্রথমাংশ সফল হবে।
------------------
নোট: দূর্নীতি বিরোধি আন্দোলন কখনোই হাসিনা বিরুধী আন্দোলন নয়। এটা সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে। হোক সে মসজিদের ইমাম কিংবা মন্দিরের ঠাকুর। হোক সে শিক্ষক কিংবা ব্যবসায়ী। হোক সে পীর কিংবা ফকির। হোক সে রাজনীতিবিদ কিংবা সাধারন মানুষ। হোক সে সরকারি চাকরিজীবি কিংবা বেসরকারি। হোক সে প্লেনের পাইলট কিংবা বাসের কন্ট্রাক্টর। সবশেষে হোক সে নারী কিংবা পুরুষ। যেখানেই দুর্নীতি সেখানে প্রতিবাদ করুন।
*******************
আমরা এখানে আলোচনা করছি, আপনিও আসতে পারেন।
Click This Link
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: দূর্নীতির বিরুদ্ধে তো সবারই এক হওয়ার কথা। অন্যান্য ছোট সমস্যা থাকবেই।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
মাক্স বলেছেন: +++++++++++++++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ মাক্স।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
যুবায়ের বলেছেন: চমৎকার নির্দেশনা দিছেন ভাই।
এই ফর্মুলার সাথে একমত।
পোষ্টে প্লাস++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২০
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমরা জাতিগত ভাবে দূর্নীতিগ্রস্থ না হলে এই যুদ্ধাপরাদগিদের বিচার আরো অনেক আগেই হতো এবং ফেলে আসা ৪০ টি বছর আমরা দেশের জন্য অনেক কিছুই করতে পারতাম।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: আমিও চাই আমাদের দেশ দুর্নীতি মুক্ত হোক অতিশীঘ্রই।
কিন্তু আপনি যে সকল উপায়ে মিডিয়াকে আকর্ষণের কথা বলেছেন, সেভাবে আকর্ষণ করা মোটেও সম্ভব নয় বাংলাদেশে। কারণ এখানে সকল মিডিয়া দলীয় লেজুড়বৃত্তি করে। বর্তমানে শাহবাগের আন্দোলনটি মিডিয়া কভারেজ পাচ্ছে তার কারণ হচ্ছে এটা মূলত জামাতের নেতারা দোষী সেই কারণে।
এটা যদি আওয়ামীলীগের কোন নেতার বিরুদ্ধে হতো তাহলে মোটেও শাহবাগে লোক জমায়েত হতো না এবং মিডিয়া কভারেজেরতো কোন প্রশ্নই উঠে না (যেমন আবুল হোসেনের পদ্মা সেতু দুর্নীতি)।
সুতরাং আমরা কি চাই, কিভাবে চাই এবং কার মাধ্যমে চাই আগে সেটা ভাবতে হবে এবং আমাদের নিজেদেরকে আগে ঠিক হতে হবে।
ধন্যবাদ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: দেশ দুর্নীতি মুক্ত হোক অতিশীঘ্রই সেটা যে ভাবেই হোক।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
যুবায়ের বলেছেন: বিশেষ কৌশল:
১) অনেকে রাজনৈতিক নেতারা নাকি শাহবাগে বক্তব্য দিচ্ছে। এতে আন্দোলনের মোড় অন্যদিকে চলে যেতে পারে বলে অনেকে সন্দেহ করছেন। সে ক্ষেত্রে দূর্নীতির কথা বললে অনেক নেতাই দ্রুত প্রস্থান করবে। আর যারা তারপরও ময়দানে থাকবে তাদের ভালমানুষ বলেই সাব্যস্ত করা যেতে পারে। এই কৌষলটা চমৎকার!! এটা করলে রাজনীতিবাজরা পলায়ন করবে শাহবাগ থেকে।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
সুপান্থ সুরাহী বলেছেন:
প্রস্তাবটা চমৎকার এবং বাস্তবসম্মত...
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১
মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ একটা সুলিখিত প্রস্তাবের জন্য।ইতিমধ্যেই এটিএন সরাসরি সম্প্রচার শুরু করেছে।
কিন্তু এখানেও দেখছি আওয়ামি নেতারা মাঠ দখলের চেস্টা করছে। তেনারা ফাসির আদেশও দিচ্ছেনা আবার আন্দোলনেও যোগ দিচ্ছে।এই ডাবল ষ্টেন্ডার্ডের কারনে ব্লগারদের আন্দোলনের কি হবে বুঝা যাচ্ছেনা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হুম, এটিএন নিউজ এ দেখলাম মুন্নি সাহা রিপোর্ট করছে...
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
হাসান ইকবাল বলেছেন: দারুন লিখেছেন কায়রো ভাই। তবে সমস্যাটা কোথায় জানেন, দুর্নীতির বিষয়টা টেনে আনলে অনেকেই পেছন দরজা দিয়ে পালাবে। কেউ কেউ বলবে, যুদ্ধাপরাধীদের ইস্যুটা ঢাকার জন্য এই প্রস্তাব।
সবশেষের নোটটি ভালো লেগেছে-
নোট: দুর্নীতি বিরোধি আন্দোলন কখনোই হাসিনা বিরুধী আন্দোলন নয়। এটা সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে। হোক সে মসজিদের ইমাম কিংবা মন্দিরের ঠাকুর। হোক সে শিক্ষক কিংবা ব্যবসায়ী। হোক সে পীর কিংবা ফকির। হোক সে রাজনীতিবিদ কিংবা সাধারন মানুষ। হোক সে সরকারি চাকরিজীবি কিংবা বেসরকারি। হোক সে প্লেনের পাইলট কিংবা বাসের কন্ট্রাক্টর। সবশেষে হোক সে নারী কিংবা পুরুষ। যেখানেই দুর্নীতি সেখানে প্রতিবাদ করুন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কথা অনেকটাই সত্য: দুর্নীতির বিষয়টা টেনে আনলে অনেকেই পেছন দরজা দিয়ে পালাবে। কেউ কেউ বলবে, যুদ্ধাপরাধীদের ইস্যুটা ঢাকার জন্য এই প্রস্তাব।
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
তারছেড়া লিমন বলেছেন: কায়রো ভাই সবার পেছনে ফেউ লেগেছে, দল,লীগ সহ সবাই ফয়দা লুটার চেষ্টা করছে............
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: যারা সারাজীবন সুযোগ নিয়ে আমাদের ঠকালো তারা কেন এখন সুযোগ ছাড়বে.....
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: sundor post valo laglo
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪
নিয়েল ( হিমু ) বলেছেন: দারুন প্রস্তাব । কিন্তু জানেন কি আমার হাতে ক্ষমতা দেয়নি প্রকৃতি দিয়েছে শুধু খোভ ।
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬
ঘুড্ডির পাইলট বলেছেন:
শাহবাগ জলছে প্রতিবাদের আগুনে ।
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০
চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার বলেছেন কায়রো ভাই।+
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০
মুহাম্মাদ আফনান বলেছেন:
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমরাও চাই সকল দূর্নীতির বিচার হোক, সকল অপরাধী সাস্তি পাক।
কিন্তু অনেক বড় আশা নিয়ে বসে থাকতে থাকতে হয়তো কোনদিন কিছুই হবে না। তার চেয়ে একবার যখন জোয়ান মুখ খুলতে শিখেছে তখন এক সময় সব বিষয়েই কথা বলবে। সেই আশাঁয় বুক বেধেঁ আছি।
১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৫
মুহাম্মাদ আফনান বলেছেন: bangla font nathakay dukkhito........
eta shahbagher upor amar prothom coment......oproradhira bicar pak eta cai...kintu je shironame bicarer kotha bola hocche tate onek fak royeche......
oporadh ki pakistaner pokkho kora naki hotta-dhorshon jatiyo oporadh kora........ajke amader samne ei bisoyti porishkar howa ucit
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আফফান ভাই বাংলা লিখতে কোন সফটওয়্যার লাগবে না। শুধু অপশনে গিয়ে বাংলা সিলেক্ট করুন, তারপর ফোনেটিক দিয়ে বাংলা লেখা শুরু করুন। খুবই শহজ।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৮
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: কায়রো ভাই, যে মিডিয়ার কথা বলছেন সেই মিডিয়াটা দলীয় , দুর্নীতি পরায়ণ, আপনি জানেন এরা কেন এখন নিউস কাভার করছে? কারন আন্দোলন টা সরকার বিরোধী কোন ইস্যু না!
পদ্মা সেতু , শেয়ার বাজার, সাগর রুনি বিশ্বজিৎ আর হল মার্ক নিয়ে কথা বলেন কালকেই দেখবেন পুলিশ এর তাণ্ডব।
তবে ওই তাণ্ডব যদি হারামি রাজাকারদের ফাসি দাবি থাকে , সাথে বাকি গুলা থাকে , তবেই খেলা জমবে।
জল ঘোলা হচ্ছে ভাই, মৎস্য শিকার হবেই!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সেটাই চাই, রাজাকারদের ফাঁসি চাই। দূর্নীতির সমাধান চাই।
১৭| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কেমন লাগছে, বাংলাদেশে? বাংলাদেশের কোথায় আছেন?
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: বাংলাদেশে অনেক ভাল লাগছে বববসসস, চলে আসুন
মানিকগন্জে আছি।
এফবিতে থাকলে এ্যড কইরেন: [email protected] অনেকে আছে মজা হবে।
১৮| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৭
ধমাধম বলেছেন: বস আমার ঘরে একটু আগেই চোরায় সিঁধ কেটেছে। চোরের সিধ কাটা বিরোধী শ্লোগান জুড়ে দেয়ার জন্য সব আন্দোলনকারিদের একটু পরামর্শ্ব দেন পিলিজ লাগে।
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: না থাক। চোরের বিচার করে লাভ কি!!!
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
পলক শাহরিয়ার বলেছেন: বেশ কিছু ভাল প্রস্তাব আছে,কিছু নিয়ে বিতর্ক থাকতে পারে।