নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

ব্লগাররা কেন টপ আলোচ্য বিষয়........(ফান পোষ্ট)

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৭

ভবিষ্যত ব্লগ ও ব্লগারদের নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম। মানুষ তখনো আমলে নেয় নি, কিন্তু মাত্র কিছুদিনের মাথায়ই কিন্তু আমার পোষ্ট সত্যবলে প্রমানিত হলো।

----

ব্লগারদের ট্যালেন্ট নিয়ে আলোচনা করা সমিচিন হবে না। কারন, তারাই আজ বাংলাদেশের টপ আলোচ্য বিষয়। এই ব্লগারদের থেকে অনেককে রাষ্ট্রপতি বানানোর ছোটখাট দাবিও উঠেছে ফেসবুকে। অনেক ব্লগার আবার বডিগার্ডও রাখছেন। টিভি খুললেই ব্লগারদের আড্ডা অথবা তাদের নিয়ে আড্ডা। কি এমন ট্যালেন্ট আছে এই ব্লগারদের মাঝে? এমন প্রশ্নের জবাব হিসেবে দু'একটা উদাহরন নিয়ে আজকের আমার এই ব্লগ।



১) একবার এক ব্লগারকে প্রশ্ন করা হলো, এই দুনিয়াতে আপনার কতজন পরিচিত ব্লগার বন্ধু আছে?

- উত্তরে সে বলল: সেটা বলা সম্ভব নয় তবে আমার যতজন ব্লগার বন্ধু আছে ততটা দুনিয়া ও আছে।



কি ব্লগারদের বন্ধুত্তের নমুনা শুনে টাস্কিত হলেন? টাস্কিত হলে চলবে না কারন ব্লগারদের প্রায়ই বলতে শুনা যায়: --



- তোমরা হাজারো ফ্রেন্ড বানাও কিন্তু জীবনে অন্তত একজন ব্লগার বন্ধু বানাও। কারণ, যখন তোমার হাজারো বন্ধু তোমার বিরুদ্ধে যাবে তখন ঐ ব্লগার বন্ধু ঐ হাজারোর বিরুদ্ধে যাবে।



কথা কিন্তু মিছা না। তার প্রমান চৌক্ষের সামনেই বিদ্ধমান। তারা বন্ধুদের অনেক ভালবাসে। আর এই ভালবাসায় কোন স্বার্থ থাকে না। যেমন:



- একবার এক ব্লগারকে জিজ্ঞেস করা হলো: ব্লগার বন্ধু মানে কি??

- উত্তরে সে বললো: যেই বন্ধুত্বের মানে খোজা হয় সেই বন্ধুত্ব বন্ধুত্বই না।



---> আপনি জানেন কি??------

- আপনি কি জানেন: আজ নিউটন বেঁচে থাকলে সেও ব্লগিং করতো।

- আপনি কি জানেন: আর্কেমিডিসের মাথায় যতই জ্ঞান থাক না কেন তার মাথায় ব্লগিং এর জ্ঞান ছিল না।

- আপনি কি জানেন: ১ম ও ২য় বিশ্ব যুদ্ধের সময় নেট থাকলে লাইভ ব্লগিং হতো?





মানবতাবাদি ব্লগারদের শ্লোগান কি জানেন:



-> আপনার ওয়াইফাই পাসওয়ার্ড মুক্ত রাখুন।



যাতে আপনার প্রতিবেশি ৪০ ঘর পর্যন্ত এই সেবা গ্রহণ করতে পারে। এবং এটা প্রতিবেশির হক বাংলায় বলে অধিকার।



ব্লগাররা কি করে জানেন?

তারা মাছ দিয়ে মাছ ধরে কিন্তু বর্শি লাগে না।

যেমন: একবার এক ব্লগারকে দেখা গেলো অনবরত মানুষকে উপদেশ দিয়ে যাচ্ছে। তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে সে বলল:



I always learn from mistakes of others, who took my advice :)





একবার এক ব্লগারকে প্রশ্ন করা হলো:

- আপনার ব্লগারদের কোন বিষয়টা সবচেয়ে খারাপ লাগে?

সে উত্তরে বললো: যখন কোন ব্লগার আমার মাথায় একটা আইডিয়া আসার আগেই সেটা লিখে ফেলে।



কি আপনার কাছে উল্টা পাল্টা মনে হচ্ছে?? জ্বিনা সবই ঠিক আছে। ব্লগাররা এটা পারে। ব্লগাররা কখনো কখনো অন্যের মাথার আইডিয়া হ্যক করে পোষ্ট দিতে পারে। কারন, সমস্ত ব্লগারদের কিছু কমন চিন্তা ভাবনা আছে, ইস্যু আছে যা নিয়ে তারা পোষ্ট দিতে চায়। কিন্তু তারা মাথায় সেই আইডিয়া আসার আগেই অন্যজন পোষ্ট দিয়ে ফেলে।



মাত্র অল্প কিছুদিন পরের কথা। ২০২০ সালে এক ব্লগার আর্মি মেজর ছিল। সে নন ব্লগার আর্মি তেমন একটা পছন্দ করতো না। একবার এক নন ব্লগার আর্মিতে জয়েন করলো। তাকে বন্দুক দেয়া হলো। বন্দুক হাতে নিয়ে সে মেজর কে জিজ্ঞেস করলো:

স্যার, বন্দুকের নালা শত্রুদের দিকে রাখবো? নাকি নিজেদের দিকে?

জবাবে মেজর বললো: যেদিকেই রাখো ফায়দা দেশেরই হবে।





২০২০ সালে বিসিএস পরীক্ষার প্রস্তুতি গাইডে যা পওয়া যাবে:



- আততায়ির হাতে প্রথম নিহত হন কোন ব্লগার?

- তিউনিসিয়া লিবিয়া বর্ডার থেকে কে লাইভ ব্লগিং করেছিল?

- জাপানের সুনামিতে লাইভ ব্লগিং করেছিল কোন ব্লগার?

- পরিবেশ নিয়ে সবচেয়ে সচেতন ব্লগারের নাম কি?

- ফটো সিনেমার প্রবর্তক কোন ব্লগার?

- সিনেমার প্রিভিও ও রিভিও লিখে নাম কামিয়েছিলান কোন ব্লগার।

- অতি অল্প সময়ে রম্য লিখে বিখ্যাত হয়েছিলেন কোন ব্লগার।

- সর্ব প্রথম এক কোটি হিট কামিয়েছিলেন কোন ব্লগার?

- সর্ব প্রথম এক লক্ষ পোষ্টের মাইলষ্টোন পেরিয়েছিলেন কোন ব্লগার।

- কোন ব্লগারের আইডি জেনারেল করার প্রতিবাদে ঢাকা সহ ৬৫ টি জেলায় প্রতিবাদ মিছিল ও সভা হয়েছিলো?

- ব্লগারদের অর্থায়নে তৈরি পদ্যানদির উপর নির্মিত সেতুর নাম কি?

- বাংলা ব্লগারদের রিসার্স সেন্টার কোথায় অবস্থিত।

- বাংলা ব্লগারদের স্বার্থরক্ষায় প্রতিষ্ঠিত একমাত্র টিভি চ্যনেলটির নাম কি?







ঘটনা সম্পুর্ন কাল্পনিক। নির্মল বিনুদুনই মুল উদ্দেশ্য। কাকতালীয় ভাবে কারো সাথে মিলে গেলে নিজে নিজেকে পাম দিয়ে ফুলাইবেন না বরং ভাবিবেন আপনাকে খুচা দেয়া হয়েছে। ধন্যবাদ।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৮

রামন বলেছেন:
দারুণ! কিছুদিন আগেও ব্লগ ও ব্লগার কি জিনিষ অনেকেই জানত না , এখন অনেকেই জানে নাস্তিক হিসেবে। আবার অনেক শত্রু সৃষ্টি হয়েছে ব্লগ ও ব্লগারদের ঘিরে । কেন যেন মনে হয় আমরা ব্লগাররা আগেই ভালো ছিলাম।

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪১

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আপনার লেখা অনেক আগে থেকেই ভালো লাগে। আজো লাগল।

যদি স্বীকার করতে লজ্জা নাই, অনেক কিছুই এন্টেনার উপর দিয়ে গেল।

ভাল থাকবেন।

আশা করছি, পেইড ব্লগার গুলা অতি দ্রুত বিদায় হবে। ব্লগ এ ফিরে আসবে সেই আলাপ আলোচনা সমালোচনা র পরিবেশ।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫০

মুচি বলেছেন: আগের দিনে ব্লগের পরিবেষ সুন্দর ছিল। এখন তো দলাদলি, রেষারেষি। এক্কেবারে কলুষিত হয়ে পড়েছে।

তার মাঝে আপনার রম্য লেখাটি পড়ে অনেক ভালো লাগলো।

ধন্যবাদ। !:#P !:#P

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: মজা B-)

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৮

মরু বালক বলেছেন:



:) :) :)

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৭

বাংলাদেশী দালাল বলেছেন:

এক ভদ্রলোক জানতে চেয়েছিল ব্লগে গল্প লিখলে কি টাকা দেয়? না দিলে আপনারা কেন লিখেন?

আপনার এই পোস্ট টা তখন পেলে উনাকে পরতে দিতাম।


প্লাস

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০২

পিয়ার আহসান বলেছেন: Chomotkar lekha! +++

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫

মামুন রশিদ বলেছেন: ভালো লাগলো ;)

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬

চলতি নিয়ম বলেছেন: ++

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: ৩য় +++সুন্দর লিখেছেন।ব্লগাররা সময়ের গর্ব।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০

চলতি নিয়ম বলেছেন: সেলিম ভাই ৪ নং + টা কিন্তু আমারই দেয়া । আগে + দিছি পরে কমেন্ট লিখছিলাম। কনফিউশন দূর করার জন্য আবারও কমেন্ট করলাম =p~ =p~

১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬

সবুজ সাথী বলেছেন: সুপার্ব হইছে। আগের লেখাটার ভবিষ্যৎবাণী কিছুটা হলেও দেখা যাচ্ছে বলেই মনে হচ্ছে। :)

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৩

কায়েস বলেছেন: ভালো

১৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন: অনেক অনেক দিন পরে ব্লগার বংশ নামে একটা বংশ হবে , যেমন , শিকদার , মোল্লা , হাওলাদার ।

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দারুণ :)

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

সোহাগ সকাল বলেছেন: রামন বলেছেন:
দারুণ! কিছুদিন আগেও ব্লগ ও ব্লগার কি জিনিষ অনেকেই জানত না , এখন অনেকেই জানে নাস্তিক হিসেবে। আবার অনেক শত্রু সৃষ্টি হয়েছে ব্লগ ও ব্লগারদের ঘিরে । কেন যেন মনে হয় আমরা ব্লগাররা আগেই ভালো ছিলাম।

১৭| ১০ ই মে, ২০১৩ রাত ১২:৪৪

এরিস বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: অনেক অনেক দিন পরে ব্লগার বংশ নামে একটা বংশ হবে , যেমন , শিকদার , মোল্লা , হাওলাদার । **** সহমত।

১৮| ১০ ই মে, ২০১৩ সকাল ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগার দের মধ্যে উপবংশ ও হতে পারে।ভাই নতু লেখা চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.