নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

চড়ম উত্তেজনার মধ্যে চলছে অপেক্ষা...... মিশরের বর্তমান পরিস্থিতি নিয়ে লাইভ ব্লগ.........

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৫

মিশরের রাস্তাঘাট এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রনে। বিশ্ব কি আরেকটি সেনা বিপ্লব দেখতে যাচ্ছে....? নাকি ইসলামি ভাবধারার নেতাদের জয়......? নাকি আধুনিক তরুনদের ধর্মনিরপেক্ষের শ্লোগানের জয়......?? কনফিউশন কনফিউশন কনফিউশন...........



সর্বশেষ নিউজ;

১) তাহরির স্কয়ারের নিজস্ব চ্যানেল আততাহরির দাবি করছে মুহাম্মদ মুরসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে সেনাবাহিনী।



২) আল জাজিরা সহ কয়েকটি মিডিয়া নিশ্চিত করেছে,,, মুহাম্মদ মুরসি সহ মুসলিম ব্রাদারহুডের কয়েকজন উচ্চ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে বিদেশ সফরে নিষেধাজ্ঞা জাড়ি করে নোটিশ পাঠানো হয়েছে কায়রো এয়ারপোর্টে।



৩) মুহাম্মদ মুরসির সমর্থনে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে মিশরের বিভিন্ন জেলায়।



৪) বিদ্রোহিরা পার্টি করছে........





Click This Link

মন্তব্য ৩১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৮

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: হয় আমেরিকার আনুগত্তের শপথ বা গৃহ যুদ্ধ।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমেরিকাতো মুরসিকেই সাপোর্ট করেছিল জানতাম....... :(

২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

মদন বলেছেন: আরব বসন্ত-১ এ ব্রাদারহুড নেতৃত্ব দিয়েছে, ক্ষমতা হারিয়েছে মোবারক, ১ বছরের মাথায় আরব বসন্ত-২ এ নেতৃত্ব দিচ্ছে মোবারকপন্থী, ক্ষমতা হারানোর পথে ব্রাদারহুড।

আমরা আমজনতা যে অলওয়েজ আবুল, আবার প্রমানিত।

জয় বাংলা।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৪৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ঠিক বলেছেন,,,, আমরা সব মদন।

৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৫৫

খেয়া ঘাট বলেছেন: ভাই, আপনারা নিরাপদে থাকুন।
পৃথিবীতে শান্তি আাসুক।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:১১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমরা নিরাপদ আছি ভাই...... আপনারাও সুস্থ থাকবেন।

৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৫৭

রহস্যময়ী কন্যা বলেছেন: খাইসে কি শুরু হইলো এইসব :( :(

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:১১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কঠিন রহস্যময়ী অবস্থা.......

৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:০৩

পুকুরপাড় বলেছেন: সেনাবাহীনি এত বছর শুইয়া বইসা খাইয়া শরীরটাকে অলস বানাইছে । এখন একটু গা ঝারা দিতেছে ।
সবই ক্ষমতার মোহ

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:১৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: দেখাযাক সেনাবাহিনী দেশের জন্য কি করতে পারে। দেশের ভাল করলে ঠিক আছে।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:০৬

মামুন হতভাগা বলেছেন: ভাল থেকেন

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:১৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। দোয়াকরবেন যেন ভাল থাকতে পারি।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:১৬

সোহাগ সকাল বলেছেন: আজব!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৩২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন:
শায়খুল আযহার,, খ্রীস্টানদের বাবা.... এবং আল বারাদি কিছুক্ষনের মধ্যে সংবাদ সম্মেলনে জাতির উদ্যেশ্যে কথা বলবেন।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:২৬

নষ্ট ছেলে বলেছেন: সেনাবাহিনীর ডান্ডার বারি আর বুটের লাত্থি মিশরীদের পাছায় না পড়লে বুঝতে পারব না সেনাবাহিনী কি জিনিস!
সেনাবাহিনী ক্ষমতা নিলে কিছু দিন পর মুরসি বিরোধীরাই বলবে মুরসিই ভাল ছিল!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৩৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: একজন নির্বাচিত সরকারকে এইভাবে না নামাইয়া অন্তত আরো একবছর সময় দেয়া খুবই জরুরী ছিল।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:২৬

কাকতড়ুয়া007 বলেছেন: সিএনএন বিবিসি তে লাইভ দেখতে ছিলাম !
আপনাদের সাথে আমরাও এক গভীর উৎকণ্ঠার সাথে সময় পার করছি !
আসলে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিশ্বরাজনীতির একটা গুরুত্বপূর্ণ টার্ণিংপয়েন্টে দাড়িয়ে আছে মিশর !
আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন , সত্যকে বিজয়ী করুন !

সাবধানে থাকবেন !

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৩৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মুরসির পতন হলে সারা বিশ্বের মুসলিম রাজনিতীবিদদের নিকট কঠোর ম্যাসেজ যাবে।

১০| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৪৯

মুদ্রা সংগ্রাহক বলেছেন: মিশরে জব নিয়ে যাওয়া টা কি ঠিক হবে ? আগস্ট এর মধ্যে আমাকে কনফার্ম করতে হবে। ডিসেম্বর/জানুয়ারী মাসে হয়ত জয়েন করতে হবে। কি মনে হয় ততদিনে পরিস্থিতি কি শান্ত হবে? আমি রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে অতটা চিন্তিত না, কিন্তু অস্থিতিশীল রাজনীতি দেশের অর্থনীতিকে ডুবায় দেয়...সেটা নিয়ে বেশী চিন্তিত।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কুয়ালিফাইড জব হলে আসতে পারেন। বাহিরে সম্যা নাই।

১১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:১২

মুদ্রা সংগ্রাহক বলেছেন: বাহিরে বলতে ?? যেখানে জয়েন করার কথা সেটার অফিস কায়রোতে।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:১৮

টুম্পা মনি বলেছেন: ভালো থাকুক সত্যরা।

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৩২

আমিনুর রহমান বলেছেন:


আল্লাহ্‌ যেন আমাদের রক্ষা করেন ... আপনি সাবধানে থাকবেন।

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:০৮

খাটাস বলেছেন: খেয়া ঘাট বলেছেন: ভাই, আপনারা নিরাপদে থাকুন।
পৃথিবীতে শান্তি আাসুক।

১৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:১৭

কাকতড়ুয়া007 বলেছেন: অবশেষে মিশরে সেনা অভ্যুত্থান; মুরসি সরকারের পতন



৪ জুলাই(রেডিও তেহরান): মিশরে সামরিক অভ্যুত্থানে মুরসি সরকারের পতন হয়েছে। প্রধান বিচারপতিকে মিশরের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। একইসঙ্গে দেশটির সংবিধান স্থগিত করা হয়েছে এবং সংসদ ভেঙে দেয়া হয়েছে। প্রেসিডেন্ট মুরসিকে উতখাতের ঘোষণা দিয়ে সেনাপ্রধান জেনারেল আব্দেল আল ফাত্তাহ আল সিসি বলেছেন, আগাম প্রেসিডেন্ট নির্বাচন দেয়া হবে। প্রেসিডেন্ট মুরসি এখন কোথায় কি অবস্থায় আছেন,সে সম্পর্কে কিছু জানা যাচ্ছে না। বিস্তারিত আসছে

তেহরান রেডিও/এসএ/৪

Click This Link

১৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৭:৫৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: @ মুদ্রা সংগ্রাহক,,, বাহিরে বলতে নিদৃষ্ট কিছু স্থান ছাড়া অন্যান্য স্থানে কোন সমস্যা নেই। তাছাড়া মিশরে আমাদের দেশের মত ভয় নেই। আর যদি ক্লাস কোন চাকরি নিয়ে আসেন তবে তারাই আপনার দেখাশুনা করবে, সো আসতে পারেন।

১৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৭:৫৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সবইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে ভাল থাকার জন্য উইশ করেছেন। আপনারাও ভাল থাকুন, সুস্ত থাকুন।

১৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:২৯

আরজু পনি বলেছেন:

মূল পোস্টে আপডেট দিয়েন ...সম্ভব হলে ।

চলুক লাইভ ব্লগিং ......

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:২১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আর ভাল্লাগে না। সব কেন যেন মিছা মিছা লাগে...... Click This Link

১৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:৩৫

~মাইনাচ~ বলেছেন: মিশরী জনগন আসলেই পাগল

২০| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:০১

তোমোদাচি বলেছেন: মিশরীদের নিয়ে ভবিষ্যতবাণী করা আসলেই কঠিন। এরা জে আসলে কি চায়, এরাই জানে না।
খালি গ্রুপিং আর ক্যাঞ্জাল!! এখানে সব মিলিয়ে আছে মনে হয় ২০/২৫ টা ফ্যামিলি। তাও নিজেরা নিজেরা গ্রুপিং করে!!
এদের মধ্যে নম্রতা ভদ্রতার খুব অভাব! চরম গুয়ার জাতি!!!

অবশ্য আমার চেয়ে আপনিই ওদের সম্পর্কে ভাল জানবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.