নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপডেট: মুসলিম ব্রাদারহোড তাদের ওয়েবসাইটে বলছে রাবা স্কয়ারের হাসপাতাল ২২০০ মৃত ব্যাক্তির লাশ রয়েছে। আহত আছেন ১০ হাজারের অধিক। (আজগুবি মনে হচ্ছে)
- মুরসির সাপোর্টাররা নতুন করে মুহান্দিসিন (দূতাবাস এলাকা) এ মুস্তফা মাহমুদ মসজিদের সামনে জড়ো হচ্ছে।
দীর্ঘ ১ মাস ১২ দিন ময়দানে অবস্থান করেও যারা ক্লান্ত হয়নি তাদের এবার পিছু হটতেই হলো। অল্প সময়ের জন্য হলেও ময়দান ছেড়ে অবস্থান করতে হলো নিরাপদ দুরুত্বে। পরে কি হবে সেটা পরেই জানা যাবে তবে এখন যেটা হচ্ছে সেটা নিয়ে কায়রো থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ।
- আপনারা প্রশ্ন করতে পারেন এখানে অথবা যাদের ব্লগে নিক নেই তারা ফেসবুকে https://www.facebook.com/BloggerMHcairo আমার সাথে থাকতে পারেন।
--
গত এক সপ্তাহ ধরেই মিশরে চলছিল চাপা উত্তেজনা। যে কোন সময় আক্রমন হতে পারে দীর্ঘদিন ধরে রাবা স্কয়ার ও নাহদা স্কয়ারে অবস্থানকারি মুহাম্মদ মুরসীর সমর্থকদের উপর। গত বুধবার অস্থায়ি সরকারের পররাষ্ট্রমন্ত্রনালায় থেকে কঠোর ভাবে হুশিয়ার করে বলা হয় শুক্রবারের মধ্যে দেশের বিভিন্ন স্থানে অবস্থানকারিদের ঘরে ফিরে যাওয়ার জন্য। তা না হলে সরকার তাদের ঘরে ফেরত পাঠানোর ব্যাবস্থা করবে। কিন্তু এই হুশিয়ারিতে বিন্দু মাত্র কর্নপাত না করে তাদের আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দেয়। তখনই শুরু হয় উত্তেজনা। কিন্তু সরকার তখন কোন পদক্ষেপ নেয় নি বরং রবিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার এমন কোন পদক্ষেপ নিবে না। ফলে পরিস্থিতি মোটামোটি শান্ত হয়ে যায় এবং আগের মতই শান্তিপুর্ন আন্দোলন চালিয়ে যেতে থাকে ব্রাদারহুডের সমর্থকরা।
কিন্তু আজ সকালে পুর্ব ঘোষনা ব্যাতিত রাবা ময়দানে পুলিশ অভিযান চালায়। ময়দানের চারিদিন থেকে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি চালায়ে তাদের ময়দান থেকে চলে যেতে বাধ্য করে। এ সময় হেলিপ্টার থেকেও কাদাঁনে গ্যাস ছুড়া হয়।
আজকের ঘটনায় মুসলিম ব্রাদারহুডের দাবি অনুযায়ি:
- নিহতের সংখ্যা ৩০০।
- আহতের সংখ্যা কয়েক হাজার।
- রাবা স্কয়ারের অস্থায়ি হাসপাতালের বিদ্যুত বিচ্ছিন করে দেয়া হয়েছে।
- বন্ধ করে দেয়া হয়েছে সবধরনের এ্যম্বুলেন্স সার্ভিস।
- বন্দি করা হয়েছে অসংখ্য নেতা কর্মিকে।
- এদিকে আজকের ঘটনার পর দেশের প্রত্যেক জেলায় বিভিন্ন নতুন পয়েন্টে জমায়েত হওয়া শুরু করে করেছে মুসলিম ব্রাদারহোডের কর্মিরা। রাবা স্কায়ারে আবার ফিরে আসছে হাজারো জনতা। বিভিন্ন জেলা থেকে কায়রোগামি সকল ট্রেন বন্ধ করে দেয়া হয়েছে। ব্রাদারহোডের সমর্থকরাও বন্ধ করে দিয়েছে বিভিন্ন প্রধান প্রধান সরক।
এদিকে এক সংবাদে বলা হচ্ছে আল আযহার বিশ্ববিদ্যালয়ের বিশেষ মধ্যস্ততায় এই প্রথম সেনাবাহিনীর সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে মুসলিম ব্রাদারহোড।
চলবে...........
লাইভ আল জাজিরা মুবাশের: Click This Link
১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৫
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমি টিভিতে এমন কিছু দেখি নাই,,, এমন হবার সম্ভাবনা খুবই কম। তবে বিচ্ছিন্নভাবে দু'একজনে এমন ঘটনা ঘটাতে পারে। খুবই স্বাভাবিক।
২| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭
নাফাজি বলেছেন: সেনাবাহিণী কট্টর সেক্যুলারিস্ট হলে যা হয়, তার চাক্ষুষ প্রমাণ মিশর। মিশরের বাম সেক্যুলারিস্টরা মাত্র চারদিন তাহরীর স্কয়ারে ছিল আর তাতেই যুক্তরাষ্ট্রের পদলেহী সিসির নেতৃত্বাধীন সেনাবাহিণী, মিশরের প্রথম নির্বাচিত প্রসেডিন্ট মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়।
আর আজ প্রায় এক মাসেরও বেশী সময় ধরে মুসলিম ব্রাদারহুডসহ সাধারণ জনগণ মিশরের একাধিক জায়গায় অবস্থান কর্মসূচী পালন করছে, কয়েকশ ব্রাদারহুড কর্মী শহীদ হয়েছে, অথচ অনির্বাচিত সরকার বহাল তবিয়তে সেনাবাহিণীর সহায়তায় ক্ষমতা দখল করে রেখেছে।
আফসোস তুরস্ক ছাড়া আর কোন মুসলিম রাষ্ট্রই তেমন প্রতিবাদ করছে না। আর গণতন্ত্রের বুলি আওড়াতে ওস্তাদ যুক্তরাষ্ট্র ইউরোপ এই সেনাবাহিণীকে সমর্থন দিয়ে যাচ্ছে। আরো একবার যুক্তরাষ্ট্র ইউরোপের মুখোশ উন্মোচিত হলো।
৩| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
আলজাজিরা টিভিতে দেখলাম ব্রাদারহুডের কর্মিরা আগ্নেয়াস্ত্র ব্যাবহার করছে, ছবিতে দেখলাম বাঁকানো ম্যাগাজিনের কালাশনিকভ থেকে গুলিছুড়ছে ব্রাদারহুডের জংগি কর্মিরা!
৪| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৮
নষ্ট ছেলে বলেছেন: সেকুলারদের মানবতার বাস্তব চিত্র দেখতে পাচ্ছি!
৫| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১০
বিদ্রোহী জাতক বলেছেন: কমেন্টের জবাব দেন অথবা বন্ধ রাখেন । বা আ লের লোকদের মিথ্যা কথা শুনতে চাই না
৬| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১২
মাজহারুল হুসাইন বলেছেন:
বাহ কি সুন্দর করে সামরিক বাহিনী ননলেথাল ওয়েপন ব্যবহার করছে ।
৭| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০০
মাজহারুল হুসাইন বলেছেন:
- মুরসির সাপোর্টাররা নতুন করে মুহান্দিসিন (দূতাবাস এলাকা) এ মুস্তফা মাহমুদ মসজিদের সামনে জড়ো হচ্ছে।
১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০২
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মাঝের সাদা পান্জাবি পড়া দুইজন হলেন সালাফিদের বড় নেতা শেখ হাসান ও শেখ হুসেন।
৮| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০২
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: এগুলো হলো সেকুলার শুয়োর গুলার আসল চেহারা, সারাদিন গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লাবে, আর নির্বাচিত না হলে যে কোনো ষরযন্ত্র করে নির্বাচিত সরকার উৎখাত করবে, আর সেনা সরকারের সাথে এদের সব সময়ই পুরানো দোস্তি।
মিশরের এই অবস্থার সাথে বাংলাদেশকে বসাতে পারেন কিছুদিন পরেই।
৯| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
হাসান কালবৈশাখী বলেছেন:
সেকুলাররাই বসন্ত এনেছে। তদের আনা বসন্ত অন্য কেউ ছিনতাই করে নিয়ে যাবে?
সেকুলারদের বাদ দিয়ে কোন কিছুই সম্ভব না।
১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কাউকে বাদ দিয়ে কোন কিছুই সম্ভব না।
১০| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পৃথিবী থেকে সকল অশান্তি মুছে যাক । সবাই সুখে শান্তিতে থাকুক । কারো কোন দুঃখ কষ্ট না থাকুক
যুদ্ধ নয় শান্তি চাই
১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই
১১| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
নষ্ট ছেলে বলেছেন: @হাসান কালবৈশাখী,
বেহায়া না হলে আর কোন দিন গণতন্ত্রের কথা বললেন না। মুরসি কি জনগণের ভোটে নির্বাচিত ছিল না?
আসলে আপনাদের মত বাকশালীরা কখনো জনগণের উপর আস্থা রাখতে পারেন না।
আগামী কালই তো ১৫ আগস্ট। সেনাবাহিনী কি জিনিস তা কি ভুইলা গেছেন। মিশরের গণহত্যা সাপোর্ট করলে তো ১৫ইআগস্টকেও বিপ্লব বলতে হয়!
জয়তু ১৫ ই আগস্ট!
১২| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
অন্য কথা বলেছেন: ৫:৫১
হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না।
১৩| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৭
নুর ফ্য়জুর রেজা বলেছেন: মিসরে শান্তি ফিরে আসুক। না হলে তাহরির স্কয়ারকে রোল মডেল মনে করা অনেক পরিবর্তনকামী তরুণ হতাশ হয়ে পড়বে।
১৪| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৩
হাসান কালবৈশাখী বলেছেন:
৬ই মে শেষরাতে মতিঝিল শাপলা চত্তরে হেফাজতিদের ক্রেকডাউন করা -
পুলিশী ইতিহাসে এটাই সবচেয়ে সার্থক সফল অপারেশন,
বিশ্ব 'মব কন্ট্রল' ইতিহাসেও এটি সফল মাইল ফলক হিসাবে থাকবে,
দু লক্ষ মারমুখি অবরোধকারিদের প্রায় বিনা রক্তপাতে, নন লেদাল ওয়েপন ইউজ করে মাত্র ১০ মিনিটে সরিয়ে দিয়ে .. দক্ষতার সাথে সবকিছুর নিয়ন্ত্রনে নিয়ে নেয়া!
মিশরের গাধারা মাত্র ১লক্ষ চরমপন্থি ব্রাদারহুডদের দমাতে সাতসকালে আক্রমন শুরু করেছে।
১০ ঘন্টায়ও কিছু করতে পারেনি। এখনো সংঘর্ষ চলছে!
এদের বাংলাদেশের কাছে থেকে শিক্ষা গ্রহন করা উচিত ছিল!
আমার এই দুটি লেখা পড়ুন -
৩০০০ লাশ গুম! যেভাবে?
Click This Link
বিরামহিন নির্লজ্জভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর দায়ে অধিকারের সম্পাদক আদিলুর রহমানের কঠিন শাস্তিই কাম্য
Click This Link
১৫| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬
ম্রিয়মাণ বলেছেন: গর্বে বুকটা ভরে যাচ্ছ
১২ মিনিটের অভিযানে শাপলা চত্বর থেকে বাংলাদেশের পুলিশ লক্ষাধিক মানুষকে সরিয়ে দিল, কোন প্রাণহানি ঘটলো না। আমাদের পুলিশ কতইনা দক্ষ! আর মিশরে নাকি বহু মানুষ মারা গেছে। পিরামিডের দেশ, মমির দেশ মিশর। ওখানকার পুলিশ এত আনাড়ি কেন?
মিশর হল নাসেরের দেশ। যে নাসের সুয়েজ খাল নিয়ে বৃটেন ও ফ্রান্সের সাথে যুদ্ধ করার সাহস দেখিয়েছে। মিশরের পুলিশ এত বেকুব কেন? কি দরকার ছিল ভোরে অভিযান চালানোর? বাংলাদেশের পুলিশের কাছ থেকে শিখতে পারলো না যে রাতের অন্ধকারে বাতি নিভিয়ে, টেলিভিশন সম্প্রচার বন্ধ করে তবেই অভিযান চালাতে হয়।
বাংলাদেশের পুলিশের বুদ্ধি দেখে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে।
১৬| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫০
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: নেট প্রবলেম করায় অনেকক্ষন লগইন করতে পারিনি তাই অনেকে জবাব দিতে পারি নি। দুঃখিত।
১৭| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৮
ময়নামতি বলেছেন: অনেক কিছুই জানা গেল , পক্ষে বিপক্ষে যুক্তিও শুনলাম , ভাল লাগল আশা করি আরো পোস্ট দিবেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২
বাঁধলেই বাঁধন বলেছেন: টিভি দেখতে পারছিনা .... ব্রাদারহুডের কর্মিরা কি ধরনের আমস্ ব্যবহার করছে বা করে কিনা ?
সাবধানে থাকবেন।