নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাইজেরিয়ার সংগঠন 'বোকো হারাম'কে এখনো 'ইসলামপন্থী জঙ্গি সংগঠন' বলা হয় কেন? পৃথিবীর সকল মুসলীম নেতারা তাদের অমুসলীম ঘোষনা করে না কেন? তারা সন্দেহাতিত ভাবে সন্ত্রাসী সংগঠন। নামে বা জন্মগত মুসলমান হলেই কি মুসলমান?? ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে কেহ বা কোন দল যদি সন্ত্রাসী কর্মকান্ড করে তবে কি তাকে সন্ত্রাসী বলা হবে না। ইসলাম প্রচারের নামে এই সমস্ত সন্ত্রাসী সংগঠন গুলোকে রুখা এখন প্রত্যেকটা মুসলমানের ঈমানী দায়িত্ব, বরং অনেক দেরী হয়ে গেছে। হয় দাওয়াতের মাধ্যমে কাজ কর না হয় প্রোপার ওয়েতে রাজনৈতীক ভাবে দেশের দায়িত্ন নিয়ে ইসলাম প্রতিষ্ঠা কর। সন্ত্রাসের জায়গা কোথাও নাই, ইসলামেও নাই।
বন্ধুরা, আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে গত ১৪ই এপ্রিল ২০১৪ নাইজেরিয়ার 'বরনো' প্রদেশের 'চিবুক' শহরের Government Secondary School এর ২৭৬ জন ছাত্রীকে বন্দি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় নাইজেরিয়ার কুখ্যাত সংগঠন 'বোকো হারাম'। পরবর্তীতে এক ভিডিওবার্তায় শতাধিক ছাত্রীকে দেখানো হয় এবং বোকো হারামের কারাবন্দী সদস্যদের মুক্তি দিলে এসব স্কুলছাত্রীদের ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এর পরবর্তীতে ঐ নিস্পাপ শিশুদের খবর আর পাওয়া যায় নি। ফলে আমরা বিশ্ববাসী সাধারণ মানুষেরা মনে করছি যে আমাদের ঐ মেয়েদের ফিরিয়ে আনতে বিশ্বনেতারা যথেষ্ট ভুমিকা রাখে নি। ফলে সারা বিশ্ব থেকে আজ একযোগে শ্লোগান উঠেছে '''Bring Back Our Girls'''।
পৃথিবীর সীমানা আজ ভূলে গিয়ে সবাই একই কন্ঠে শ্লোগান দিচ্ছে , ''আমাদের মেয়েদের ফিরিয়ে আনো, আমাদের মেয়েদের ফিরিয়ে আনো।
অভিনেতা থেকে শুরু করে খেলোয়ার, রাজনীতিবীদ থেকে শুরু করে লেখক সবাই তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের দাবী জানিয়ে যাচ্ছেন। বিভিন্ন স্কুলে কলেজে ছাত্রছাত্রীরা একযোগে তাদের দাবি জানিয়ে দিচ্ছে বিশ্ব নেতাদের। ভরিয়ে ফেলা হচ্ছে ফেসবুক, টুইটার, ব্লগ। কেউ থেমে নেই। সবাই যার যার অবস্থান থেকে আওয়াজ উঠাচ্ছে, ''আমাদের মেয়েদের ফিরিয়ে আনো, আমাদের মেয়েদের ফিরিয়ে আনো''।
এটা কোন রাজনৈতিক আহ্বান নয়, নয় কোন ধর্মীয় উস্কানীমুলক শ্লোগান। এটা আমার আপ্নার প্রান প্রিয় কন্যা সন্তানকে কতিপয় পিচাশের হাত থেকে মুক্ত করে সুস্থ জীবনে ফিরিয়ে আনার আব্দার।
কাজেই, আমরা যারা ব্লগিং করি বাংলা ব্লগে ব্লগে যাদের পদচারনা, ফেসবুকে যারা সর্বদা সোচ্চার, মানবতার জয়গান যারা গেয়ে যাচ্ছেন অবিরত তাদের কাছে অনুরোধ, প্লিজ আপনি আপনার অবস্থান থেকে আওয়াজ তুলুন, 'আমাদের মেয়েদের ফিরিয়ে আনো, আমাদের মেয়েদের ফিরিয়ে আনো''।
আর পারলে সাথে সাথে আমরা আমাদের প্রাণপ্রিয় মাতৃভুমির নামটিও সাথে রাখার চেষ্টা করব। যাতে করে আমাদের দেশ বাংলাদেশ ও যে সবসময় এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে এবং এই দেশের তরুণেরাও যে সারা বিশ্বের তরুণদের সাথে একাত্বতা ঘোষনা করে এক সাথে চলতে পারে সেটাও প্রমান করে দিন।
- ফেসবুকে আপনার প্রফাইল পিকচার 'Bring Back Our Girls. করে দিন।
- আমরা Bring-Back-Our-Girls-Bangladesh নামে ফেসবুকে একটি পেইজ খুলেছি, এখানে অন্যান্য অনেক দেশের কর্মীদের সাথে লিন্ক করা আছে। ফলে আপনি শহজেই আপনার কথা বিশ্ববাসিকে জানাতে পারেন এবং জানতে পারেন। Click This Link
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:২৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য।
Bring back our girls ..
২| ১৯ শে মে, ২০১৪ সকাল ১০:৪৩
শরৎ চৌধুরী বলেছেন: ফিরিয়ে দাও আমাদের মেয়েদের।
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:২৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ফিরিয়ে দাও আমাদের মেয়েদের।
ফিরিয়ে দাও আমাদের মেয়েদের।
৩| ১৯ শে মে, ২০১৪ সকাল ১০:৪৭
স্বর্ণমৃগ বলেছেন: জানা ছিলনা এ ব্যাপারে। জানলাম এবং খারাপ লাগল মেয়েগুলোর জন্য।
ওরা সবাই নিরাপদে ফিরে আসুক।
পোস্টে +++++
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৩২
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হুম, অনেক প্যাথেটিক বিষয়, সবারই খারাপ লাগবে ঘটনা শুনে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫৪
মুশাসি বলেছেন: সত্যিই খুব দুঃখজনক ব্যাপার। আমার জানামতে এই ব্যাপারে আমেরিকা, ইংল্যান্ড তাৎক্ষনিকভাবে তাদের বিশেষ বাহিনী এবং চীন স্যাটেলাইট দিয়ে সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেছিলো। মুসলিম দেশগুলোরও এগিয়ে আসা উচিত, এবং এই জঙ্গীদের অবাঞ্চিত ঘোষনা করা উচিত, সন্ত্রাসের কোনো স্থান ইসলামে নেই।
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ইসলামি কোন সংগঠনের পক্ষ থেকে কোন অপরাধ সংগঠিত হলে প্রথমে মুসলিম নেতাদের মুখ খুলা উচিত এবং সমাধানের পদক্ষপ নেয়া উচিত। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না যা খুবই দুঃখজনক।
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ইসলামি কোন সংগঠনের পক্ষ থেকে কোন অপরাধ সংগঠিত হলে প্রথমে মুসলিম নেতাদের মুখ খুলা উচিত এবং সমাধানের পদক্ষপ নেয়া উচিত। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না যা খুবই দুঃখজনক।
৫| ১৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫৭
তামিম ইবনে আমান বলেছেন: কি লাভ!!
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সবসময় লাভ খুজলে হয়? মাঝে মাঝে ক্ষতি ও দিতে হয়.......
৬| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:০৩
সোহানী বলেছেন: হাঁ সত্য। কেন বিশ্ব এখনো নিরব???... কেন সেই অসহায় মেয়েদের ফিরিয়ে আনার কোন সঠিক উদ্যোগ নিচ্ছে না???? ইসলামের নামে এ ধরনের অরাজকতা আর কতাদন চলবে?????
Bring back our girls ....Bring back our girls ....Bring back our girls ....
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৯
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমাদের মেয়েদের ফিরিয়ে দাও........
৭| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:০৫
ঘুড্ডির পাইলট বলেছেন: পোস্ট টিকে আরও তথ্যবহুল করে স্টিকি করা উচিত ।
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৪১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সবাই মিলে তথ্য দিয়ে সমৃদ্ধ করতে পারলে ভাল কাজই হবে মনে হচ্ছে।
৮| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুঃখজনক ব্যাপার। মেয়েগুলোকে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহন করা হোক।
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মেয়েগুলোকে ফিরিয়ে আনার ব্যাবস্থা করা হোক।
৯| ১৯ শে মে, ২০১৪ দুপুর ২:১৩
সানড্যান্স বলেছেন: সামুর পক্ষ থেকে কেউ একজন আয়োজন করলে হয়ত আমরাও প্রতিবাদ করতে পারতাম!!
দেশের সুনাম ও বৃদ্ধি পেত!
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৫
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হুম, সামু একটু হেল্প করলে আমরা সবাই আরেকটু ইুনাইটেড হতে পারতাম।
১০| ১৯ শে মে, ২০১৪ দুপুর ২:২০
অপরিচিত বন্ধু বলেছেন: Bring Back Our Girls...
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমাদের মেয়েদের ফিরিয়ে দাও........
১১| ১৯ শে মে, ২০১৪ দুপুর ২:৩৭
ফায়ারম্যান বলেছেন: উগ্রপন্হী কাফেরদের চাইতেও ইসলামের বড় শত্রু এই খানকির পোলা ভন্ড হুজুরেরা ।
১৯ শে মে, ২০১৪ রাত ৯:০৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: শুনতে খারাপ শুনালেও ঘটনা কিছুটা সত্য।
১২| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৩
হুপফূলফরইভার বলেছেন: আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, নাইজেরীয় সরকার অপহৃতা মেয়েদের উদ্ধারে দৃশ্যত কোন কার্যকর ভূমিকা পালন করছেনা, প্রাতিষ্ঠানিক মুসলিম নেতৃবৃন্ধও চুপচাপ।
আমি আপনাকে দৃঢ়ভাবে বলতে পারি, আলকায়েদা ফোবিয়ার আনুষ্ঠানিক পতনের পর বোকো হারাম এর মত এইসব উগ্র আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনগুলোকে দিয়ে মাঝে মাঝেই ইসলামোফোবিয়া'র টেস্টিফায়িং চলছে, চলবে, চলতেই থাকবে। কারন ও প্রয়োজনীয়তা চাক্ষুসমানরাই খুজে নিক।
প্যাথেটিক ট্রু হচ্ছে এটাই যে, দেয়ার ইজ নান, ফ্রম আ মুসলিম লিডার হো ক্যান রেইজ হিজ ভয়েস টু ইন্ট্রুডিউস দিস ব্লাডি টেররিস্ট উইথ ইসলামিক ড্রেস।
সারা বিশ্বময়, মুসলিম তারুন্যের নিজস্ব গতিপথ তৈরী করা ভীষন জরুরী হয়ে পরেছে। এইসব ঘটমান নাটকের প্রতিবাদ আর নিজেদেরকে সুশীল মানবতাবাদী পরিচয়ে পরিচিত করার চায়তেও বেশী প্রয়োজন "উই আর মুসলিমস, এন্ড উই ডোন্ট টোলারেইট এনি টেররিজম, চ্যালেঞ্জ দিস টেররিস্ট এক্টিভিটিজ" এটা প্রমান করা। কিন্তু কিভাবে?
মুসলিম বিশ্বের যেখানেই ইসলামের নামে কোনরুপ সন্ত্রাসী কার্যক্রম চালানো হবে সেখানেই তাদেরকে প্রতিরোধ করতে হবে, তাদের ক্রিড়ানক ও মুখোশ উন্মোচন করে দিতে হবে নিজস্ব মিডিয়ার মাধ্যমে তারা ইসলামের চরম ক্ষতির ক্রিড়ানক হিসেবে কেন এবং কিভাবে ব্যাবহৃত হচ্ছে তা।
নাউ, কাম টু মাই পয়েন্ট, (টোগেইদার) আর উই ইয়াং মুসলিমস আর রেডি টু টেইক দিস গ্লোবাল চ্যালেঞ্জ?
২০ শে মে, ২০১৪ রাত ১:১১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এই ধরনের সমস্যাগুলো মুসলমানদের সচেতনাতার মাধ্যমে সমাধান করতে হবে। তা না হলে আলকায়েদার মত আরো কিছু সংগঠন দাড়িয়ে গেলে তখন ইসলামের ভাবমুর্তী আরো খারাপ হয়ে যাবে। মুসলিমরা সচেতন হলে আল কায়েদা প্রতিষ্ঠিত হতে পারত না। বোকো হারাম ও বেশ শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। মুসলিম নেতাদের দায়িত্বে অবহেলা দেখা যাচ্ছে।
১৩| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:২৫
সপ্নাতুর আহসান বলেছেন: স্টিকি করা উচিৎ
২০ শে মে, ২০১৪ রাত ১:১৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: স্টিকি করলে আরো বেশী মানুষে জানতে পারত।
১৪| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: রাজনীতি ধর্ম দেশ *লছাল বুঝি না- Bring Back Our Girls.
২০ শে মে, ২০১৪ রাত ১:১৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: Bring Back Our Girls.
১৫| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৪
বনলতা মুনিয়া বলেছেন: পোস্ট স্টিকি করা উচিত
+++++
২০ শে মে, ২০১৪ রাত ১:১৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমাদের মেয়েদের ফিরিয়ে দাও.........
১৬| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: শালীন ভাষায় মন্তব্য করতে না পারার জন্য দুঃখিত! আপনি চাইলে মন্তব্যটা মুছে দিতে পারেন! কিন্তু ধর্ম রাজিনীতির ত্যানা পেচানর মধ্যে বলি হবে শুধুই নিরীহ মানুষেরা, বিষয়টা ভদ্রভাবে আর মেনে নেওয়া যাচ্ছে না!
১৭| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
শিপু ভাই বলেছেন:
এই যুগে এমন একটা ঘটনার সুরাহা করতে না পারাটা সভ্যতার লজ্জা।
আমাদের মেয়েরা সহি সালামতে ফিরে আসুক আর অপরাধীরা উপযুক্ত শাস্তি পাক।
২০ শে মে, ২০১৪ রাত ১:২০
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সত্যিই, আফ্রিকার মত মরুভুমির দেশে এত গুলো মানুষ কোথায় লুকিয়ে রাখল বিষয়টা আসলেই সন্দেহজনক। সরকার মনে হয় কোন গোপন বেড়িয়ে যাবার ভয়ে পরিপুর্ন চেষ্ঠা করছে না।
স হ ম ত।
আমাদের মেয়েরা সহি সালামতে ফিরে আসুক আর অপরাধীরা উপযুক্ত শাস্তি পাক।
১৮| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
সামুস কিং বলেছেন: +++
২০ শে মে, ২০১৪ রাত ১:২১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ।
১৯| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
একজন ঘূণপোকা বলেছেন:
ব্যাপারটা জানতামই না।
জানানোর জন্য কৃতজ্ঞতা
২০ শে মে, ২০১৪ রাত ১:২৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমাদের মেয়েরা সহি সালামতে ফিরে আসুক আর অপরাধীরা উপযুক্ত শাস্তি পাক।
২০| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:৪১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শিপু ভাই বলেছেন:
এই যুগে এমন একটা ঘটনার সুরাহা করতে না পারাটা সভ্যতার লজ্জা।
আমাদের মেয়েরা সহি সালামতে ফিরে আসুক আর অপরাধীরা উপযুক্ত শাস্তি পাক।
ব্রিং ব্যাক আওয়ার গালস !
ইসলামে উগ্রবাদীদের কোন স্থান নেই।
২০ শে মে, ২০১৪ রাত ১:৩১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ব্রিং ব্যাক আওয়ার গালস
ব্রিং ব্যাক আওয়ার গালস !
ব্রিং ব্যাক আওয়ার গালস !
২১| ১৯ শে মে, ২০১৪ রাত ১১:৩৩
তারছেড়া লিমন বলেছেন: Bring Back Our Girls.
২০ শে মে, ২০১৪ রাত ১:৩২
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ব্রিং ব্যাক আওয়ার গালস !
২২| ২০ শে মে, ২০১৪ রাত ১২:২০
জন কার্টার বলেছেন: চমৎকার উদ্যোগ ।
অন্যমনস্ক শরৎ বলেছেন: ফিরিয়ে দাও আমাদের মেয়েদের।
২০ শে মে, ২০১৪ রাত ১:৩২
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ব্রিং ব্যাক আওয়ার গালস !
২৩| ২০ শে মে, ২০১৪ দুপুর ২:০৭
সাইমুম বলেছেন: এ নিন্দনীয় ঘটনা মোটেও ইসলামের পক্ষে যায় না এবং এটা কোনো মুসলমানের কাজ নয়।
তবে আফ্রিকার প্রেক্ষাপট ও বাস্তবতা হচ্ছে, মহাদেশটির বেশির ভাগ খনির মালিক পশ্চিমা দেশগুলোর বহুজাতিক কোম্পানি। এসব কোম্পানি তাদের স্বার্থ বজায় রাখতে আফ্রিকান উপজাতিগুলোকে সব সময় অস্ত্র সরবরাহ করে। রুয়ান্ডা ও তুতসি উপজাতির সশস্ত্র সংঘাতে কয়েক লাখ নারী-পুরুষ-শিশু প্রাণ হারিয়েছে। মধ্য আফ্রিকা তিন টুকরো হওয়ার পথে। এসব কিন্তু পশ্চিমাদের অবদান।
আবার নিজেদের স্বার্থে পশ্চিমারা 'লাদেন' বানায় এবং কৌশলে সব দায়-দায়িত্ব ইসলামের ওপর চালানোর চেষ্টা করে।
অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা সো-কল্ড মোল্লারা সব সময় পশ্চিমাদের ফাঁদে পড়ে।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৪ সকাল ৯:৫৪
বাসুরী বাসীয়ালা বলেছেন: Bring back our girls ....
কায়রো ভাই আপনার সাথে আমিও বললাম ..
আমাদের মেয়েদের ফিরিয়ে দিন.....