নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

'ইগো' এবং 'সেল্ফরেসপেক্ট' এর পার্থক্য।

১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

আজ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম: Relationships Are more important than Ego. এতে অনেক সম্মতি জনালেও কেউ কেউ কিছুটা আপত্তি উত্থাপন করে বলে Self respect always comes first. আমি বললাম সেল্ফ রেসপেক্ট এবং ইগো এক নয়। জবাবে আসলো শব্দ দুটি একটি অপরটির প্রতিশব্দ।

তখন আমি এই শব্দ দুটির ব্যাবহারিক পার্থক নিয়ে গবেষণাশুরু করলাম। এবং যা পেলাম তা হলো:





১) সেল্ফ রেসপেক্ট হলো আপনি জানেন যে আপনি ভাল মানুষ আর ইগো হলো আপনি মনে করেন যে আপনি অন্য সবার থেকে ভাল। সেল্ফ রেসপেক্ট হলো আপনি জানেন যে আপনি বুদ্ধিমান আর ইগো হলো আপনি মনে করেন যে আপনি সকলের চেয়ে জ্ঞানি।



২) সেল্ফরেসপেক্ট যখন তার সীমারেখা ক্রস করে এবং অপরকে আঘাত করতে শুর করে তখন সেটা ইগোতে রুপান্তরিত হয়।



৩) ইগো তৈরী হয় হলো স্ফীত আত্মসম্মান থেকে এবং আত্নসম্মানবোধ বা সেল্ফ রেসপেক্ট তৈরী হয় হলো সত্য এবং মিথ্যার পার্থক্য অনুধাবন করার মধ্যদিয়ে।



৪) ইগো হলো কষ্টদায়ক অহংকার আর 'সেল্ফ রেসপেক্ট' হলো সমাজে নিজের সঠিক মর্যাদা অনুধাবন করতে পারা।



৫) সেল্ফ রেসপেক্ট হলো সব সময় ধ্রুব সত্য এবং ইগো নিজ থেকে প্রকাশ করা।



৬) ইগো হলো কোন কিছুর প্রতি নিজস্ব ভংগিমা বা নিজের অবস্থান যেটাকে ব্যাক্তির এটিটিউড ও বলা যায়।



৭) ইগো হলো মর্যাদা আদায় করার চেষ্টা। সেল্ফ রেসপেক্ট হলো নিচু হওয়া।





৮) ইগোর মানে হলো এটা মনে করা যে, আমি হলাম এই পৃথিবীর জন্য একটা বড় উপহার। আমি হলাম সকলের মধ্যমনি। কাজেই আমাকে ঘিরেই সকল কর্ম সম্পাদন হওয়া উচিত। আর সেল্ফ রেসপেক্ট হলো নিজের লিমিটেশন সমন্ধে অবগত হওয়া। এবং নিজের মধ্যে যেই দক্ষতা আছে সেটা জাহির করতে না চাওয়া।



৯) সেল্ফ রেসপেক্ট হলো নিজের উপর বিশ্বাস রাখা আর ইগো হলো নিজেকে অপরের চেয়ে ভাল মনে করা।



১০) ইগো হলো কেবল নিজেকে নিয়েই চিন্তা করা, মানুষ তার সমন্ধে কি বললো বা না বললো সেদিকে ভ্রুক্ষেপ না করা। সেল্ফ রেসপেক্ট হলো নিজেকে নিয়ে চিন্তা করার পাশাপশি অন্যদের ধ্যানধারনা নিয়েও চিন্তা করা।



- কেহ কেহ বলেন: যার মধ্যে অতিমাত্রায় ইগো থাকে তার মধ্যে জিরো মাত্রায় 'সেল্ফ রেসপেক্ট' থাকে।



মোট কথা হলো: আমাদের সকলের জীবনেই সেল্ফ রেসপেক্ট বাড়ানো উচিত এবং ইগো কমানো উচিত।

মন্তব্য ৪২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

রাইতের কইতর বলেছেন: সুন্দর ব্যাখা দিয়েছেন :)

১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ইগোর কারনেই কিন্তু আমাদের অনেকের সম্পর্ক নষ্ট হয়ে যায়....... :)

২| ১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

ঘুড্ডির পাইলট বলেছেন: সঠিক গবেষনা ! প্রথম ভালো লাগা ।

১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: :)

৩| ১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ২য় ভাল লাগা। দারুন লিখেছেন। সূক্ষ একটা ব্যাপার দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন।

১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ ব্রাদার। কই আছেন এখন.....?

৪| ১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০২

সেলিম আনোয়ার বলেছেন: ২০১৫ তে বাংলাদেশে ফিরবো ইনশাআল্লাহ। :)

১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কন কি??

৫| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৪

সায়েদা সোহেলী বলেছেন: ।ইগো হচ্ছে -- সবার উপরে আমি সত্য , তাহার উপর কিছু নাই

।সেলফ রেসপেক্ট -- সকল সত্যের মাঝে নিজ সত্য কে প্রতিস্থাপন করা

:) গবেষণা ভালো হয়েছে , ইগো নিপাত যাক

১৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপ্নার গবেষণাও ভাল হৈছে......... :)

৬| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো তো...
লিখেছেন বেশ...

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: থ্যান্কস.........

৭| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো বলেছেন।

২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: থ্যান্কিউ......... :)

৮| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪০

বোকামানুষ বলেছেন: দারুন লাগলো আপনার গবেষণা সহমত

সেল্ফ রেসপেক্ট আর ইগো এক না

মোট কথা হলো: আমাদের সকলের জীবনেই সেল্ফ রেসপেক্ট বাড়ানো উচিত এবং ইগো কমানো উচিত সহমত

সেই সাথে আপনার পোস্টের ইমেজের কথাগুলোর সাথেও আমি একমত আল্লাহ যেন সবাইকেই সুখী রাখে এমন কোন সম্পর্কে যেন কাউকেই জড়াতে না হয় যেখানে নিজের অস্তিত্ব বিসর্জন দিতে হয় সম্পর্কের অস্তিত্ব টিকিয়ে রাখতে

২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনার মুল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

৯| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:২৪

এম.ডি অভ্র বলেছেন: পোষ্ট টি মন্দ নয়। ভালো লিখেছেন...চালিয়ে জান

২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ওকে, চালিয়ে যাচ্ছি......... :)

১০| ১৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৪৭

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার লেখার সুত্র ধরে একটা ব্যাপার আমি বলতে পারি, অনেক সময় আপনার সেলফ রেসপেক্ট অন্যের কাছে ইগো মনে হতে পারে। আমাদের আত্মীয়স্বজন বা সারাউন্ডিংসের মানুষ সবাই সবাইকে বুঝতে পারে না। এক একজনের বোঝার বা চিন্তা করার স্টাইল বলেন সীমাবদ্ধতা বলেন ভিন্ন। এজন্য এক জনের সেলফ রেসপেক্ট অন্যের কাছে অহংকার বা ইগো হয়ে প্রতিয়মান হতে পারে।

২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপ্নার পয়েন্ট ঠিকাছে, কিন্তু ঐ বিষয়টা নিয়ে এখানে আলোচনা করি নি। এই সেল্ফ রেসপেক্ট ও ইগো মানুষের মেজাজের উপরেও অনেক সময় নির্ভর করে। আরো অনেক আলোচনা করা যায়।

ধন্যবাদ কমেনে্টের জন্য।

১১| ১৮ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৩৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এবং এটা পরিষ্কার যে, ইগো কী বা কাহাকে বলে? সে সম্পর্কে বেশির ভাগ মানুষেরই ধারণা নাই। :)

পোস্টের জন্য এত্তগুলা ধন্যবাদ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: জুলিয়ান সাহেব আপ্নাকেও ধন্যবাদ। :)

১২| ১৮ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫৬

সুমন কর বলেছেন: মোট কথা হলো: আমাদের সকলের জীবনেই সেল্ফ রেসপেক্ট বাড়ানো উচিত এবং ইগো কমানো উচিত।

ভালো বলেছেন। সহমত।

২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ কমেনে্টের জন্য।

১৩| ১৮ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ইগো ও সেল্ফ রেসপেক্ট সম্পর্কে চমতকার ধারণা পেলাম।
+++++

২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় আপ্নাদের স্বাগতম।

নিকটা পছন্দ হয়ছে......... :)

১৪| ১৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১৮

রুপ।ই বলেছেন: কায়রো আপনার লেখার ভক্ত আমি , এই লেখাটা যদি বলি ভাল হয়েছে কম বলা হবে দারুন হয়েছে ।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমি আবার লেখক হলাম কবে?? মাঝে মধ্যে একটু আধটু বক বক করি। যাইহোক আপনার কম্লিমেন্ট ভাল লাগার মতই। ধন্যবাদ কষ্ট করে পড়ে আবার কেমন্ট করার জন্য। ভাল থাকবেন সবসময়। :)

১৫| ১৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৬

মুহাই বলেছেন: সুন্দর পোস্ট।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ মুহাই......... :)

১৬| ১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০০

অপরিচিত অতিথি বলেছেন: খুব ভাল লাগল লেখাটা।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:২১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: অতিথিকে আমার বাড়িতে সুস্বাগতম। :)

১৭| ১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৮

আহসানের ব্লগ বলেছেন: Rating 5 ;)

২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:২২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ৫ কি দশে? নাকি পাঁচে?? :)

ধন্যবাদ...... রেটিং এড় জন্য।

১৮| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:১০

শুঁটকি মাছ বলেছেন: পোস্টটা ভাল্লাগছে।
শেয়ার দিলাম।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: বেশী বেশী শেয়ার দিলেই তো শেয়ার মার্কেট আবার চাংগা হতো.. :)

১৯| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার আলোচনা।
ভালো লাগলো।।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: থ্যান্কঊ দূর্জয় ভাই.......

২০| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৫

অতঃপর জাহিদ বলেছেন: ইগো মর্যাদা আদায় করার চেষ্টা কিন্তুু এটা কি সফলভাবে কাজ করে!

২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সব সময় সফল ভাবে কাজ করে না, তখনই ঘটে বিপদ।

২১| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৮

শাহরিয়ার নীল বলেছেন: ভাল লাগল

২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভাল লাগছে জেনে আমারও ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.