নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

একটি দারুন 'মিষ্টি ভালবাসার' গল্প।

০৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:১১

একবার সমস্ত 'অনুভূতি' মিলে সিদ্ধান্ত নিল যে তারা সবাই চোর-পুলিশ খেলবে।

...

বাটাবাটি করে 'কষ্ট' চোর সেজে গণনা করতে লাগল বাকি সমস্ত অনুভূতি বিভিন্ন জায়গায় লুকাতে লাগল।

...

'মিথ্যা' এক গাছের পিছনে লুকাইলো

......

'ভালবাসা' গুলাপে গিয়ে লুকাইলো।

.....

.......

সব 'অনুভূতি' ধরা পরে গেল কিন্তু ভালবাসা শহজেই ধরা পরে না।

......

......

'জেলাস' 'কষ্ট'কে বলে দিল যে 'ভালবাসা' গুলাপে লুকাইছে।

......

......

তখন 'ব্যাথা' ভালবাসাকে টেনে গুলাব থেকে বের করতে গেলো এবং গুলাপের কাটায় ভালবাসার চোখ অন্ধ হয়ে গেল।

....

....

সৃষ্টিকর্তা সব দেখে 'কষ্ট'কে তার অপরাধের সাজা দিয়ে বলল:

.......

.......

কষ্ট, তুমি সারাজীবন 'ভালবাসার' সাথে থাকবে এবং তার দেখভাল করবে।

.......

.......

.......

তখন থেকে 'ভালবাসা' অন্ধ এবং সে যেখানেই যায় কষ্ট সবসময় তার সাথেই থাকে।

..............

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: এই তাহলে ভালবাসা অন্ধ হওয়ার ঘটনা ।

২| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৯

আরজু পনি বলেছেন:

আহারে :|

৩| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: কি শৈল্পিক উপস্থাপনা।


আর ভালবাসাটা-ও, ওর ও কিনা ঐই অন্ধ-এর সাথেই বন্ধুত্ব করতে হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.