নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যালো মি. সাইদ, কেমন আছো?
-মি. সাঈদ: আমি ভাল আছি, তুমি কেমন আছো?
আমিও ভাল আছি কিন্তু এই গড়মে অবস্থা কাহিল।
-মি. সাঈদ: হুম, ঠিকই বলছো। সেই কখন কারেন্ট গেছে আসার কোন নাম নেই।
এখনতো তবুও রাত, দিনের বেলায় যখন বিদ্যুত থাকে না তখন কিয়ামতের মত অবস্থা হয়ে যায়।
-মি. সাঈদ: হুম, আমাদের জীবনে এমন অভিজ্ঞতা এই প্রথম হচ্ছে।
হুম, আমি হুসনী মুবারকের আমলে দীর্ঘদিন দেখেছি কখনোই বিদ্যুত যায় নি। ৬ বছরে ২/৩ বার বিদ্যুত যেতে দেখেছি তবুও সেটা ৫/৬ মিনিটের জন্য।
-মি. সাঈদ: হুম, ঠিক বলেছো।
আমি যেই এলাকায় থাকি (সক্বরে কুরাইশ) প্রতিদিন ৫ বার কারেন্ট যায় এবং প্রত্যেক বার ১ ঘন্টা পর আসে।
-মি. সাঈদ: আমাদের এখানেও (মাআদি, জাজায়ের স্কয়ার) সেইম অবস্থা। তবে গতকাল যেটা হয়েছিল সেটা বিলিভ করতে পারবা না।
কি হয়েছিল?
-মি. সাঈদ: গতকাল আমি দুপুরে অফিসে আসছি 'শান্তি' (বাবুর্চি) কিচেনে ঢুকছে তখন কারেন্ট চলে যায় একটানা ছয় ঘন্টা পরে আসে। আমিতো অফিসের বাহিরে গিয়ে বসে ছিলাম কিন্তু শান্তি আধ মরা হয়ে গেছিল।
ও মাই গড!!! কি বল? এমন পরিস্থিতি হলে তো গরমে অনেক মানুষ মারা যাবে!!!
-মি. সাঈদ: আমরা সাধারণ মানুষ মারা গেলে কি হবে, হুকুমতে যারা আছে তারা ভাল থাকলেই তো হলো। তাদের বাসায় তো আরে কারেন্ট যায় না। সব বিপদ আমাদের সাধারণের।
হুম, তার চেয়েও অবাক বিষয় হলো কোন মানুষ কোন কথা বলে না। সবাই চুপ। কোন প্রতিবাদ নেই, কোন সমালোচনা নেই। কি অবস্থা!!!
- মি. সাঈদ: কেউ মুখ খুলবে না তো। কেউ কিছু বলবে না। আরা আরবেরা এমনই, কোল্ড ব্লাডেড।
অথচ তুমি চিন্তা করো: আজ যদি মুরসি ক্ষমতায় থাকত!! দেখতা সবাই মুরসিরে গালি দিত। রাস্তা ঘাটে, শপিং মলে, লোকাল বাসে সর্বত্রই মুরসির চৌদ্দ গোষ্টি উদ্ধার করা হতো। মিছিল মিটিং হতো, পত্র পত্রিকায় মুরসির বিরুদ্ধে লিখে মানুষদের উস্কায়ে দেয়া হতো। ফেসবুকে জাগায় জাগায় আন্দোলনের ডাক দেয়া হতো। ঠিক না.............?
- মি. সাঈদ: আসলে, না মানে, হচ্ছে কি,ইয়ানি, না, আসলে বর্তমানে কারেন্ট একটু বেশীই যাচ্ছে। তবে এটা ঠিক হয়ে যাবে। হয়তো কোন সমস্যা টমস্যা আছে কোথাও। গড়িব দেশ বুঝই তো। কিছুদিন অপেক্ষা কর দেখবা সব ঠিক হয়ে গেছে।
-----------------
পটভুমি: মি. সাঈদ হলো কায়রোর অভিজাত অন্চল মাআআদীর বাসিন্দা। তিনি আমার দীর্ঘদিনের বন্ধু। বয়স, ৪৫/৪৭। একটি নামকরা রেষ্টুরেন্টের ম্যানেজার কাম ১০% পার্টনার। হুসনি মুবারকের আমলে আমি ৭ বৎসরে ৫/৭ বার কারেন্ট চলে যেতে দেখেছি মনে পরে। মুরসির আমলে সপ্তাহে দু'একবার কিংবা মাঝে মাঝে দু'একদি পর পর কিছু সময়ের জন্য কারেন্ট বন্ধ থাকত। আর এখন, গত দুইমাস ধরে গড়ে প্রতিদিন ৬ ঘন্টা বিদ্যুত বিচ্ছিন্ন থাকে কায়রো শহর।
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হুম,,,,,,,,,,,,
সব ঠিক হয়ে যাবে।
২| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৫
সচেতনহ্যাপী বলেছেন: বেচারাদের দোষ কোথায় টু করলেই তো ব্রাদারহুডের তকমা লেগে যাবে। তখন না যাওয়া যাবে কবরে না পাবে বিদ্যুৎ।।
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হমমম
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪১
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
হয়ত বর্তমানে কারেন্ট একটু বেশীই যাচ্ছে। তবে এটা ঠিক হয়ে যাবে। হয়তো কোন সমস্যা টমস্যা আছে কোথাও।
কিছুদিন পর দেখবা সব ঠিক হয়ে গেছে।