নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

মিশরীয়দের যেই সব কৌতুক বলে পর্যুদস্ত করি পর্ব-১।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১১

মিশরীয়রা খুবই মিশুক ও কৌতুক প্রিয়। সে যত বড় অফিসার ই হোক না কেন একবার তাকে কোন কথা দিয়ে খুশি করতে পারলে শহজেই আপনার বন্ধু হয়ে যাবে। মিশরীয়দের দেশ নিয়ে একটা অহংকার আছে। বিদেশী যে কারো সাথে দেখা হলেই বলবে, 'মিস্‌র উম্মু দুনিয়া' মিশর হলো মাদার অফ ওয়ার্ল্ড। এবং এর পক্ষে হাজারো যুক্তি দেখিয়ে প্রমাণ করে দিবে কেন মিশর উম্মু দুনিয়া। যে যাই হোক, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরাই কোন মিশরীর সাথে নতুন পরিচয় হলে প্রথমেই বলে দেই আমি বাংলাদেশী এবং বাংলাদেশ হলো: 'আবু দুনিয়া' মানে, বাংলাদেশ হলো ফাদার অফ ওয়ার্ল্ড। এটা বলার পর কোন মিশরীই আর মিশরকে উম্মু দুনিয়া বলার সাহস দেখায় না। তবে অনেকে যখন যুক্তিতে আসে বাংলাদেশ কিভাবে 'আবু দুনিয়া' প্রমাণ করো.... তখন তাদের বলি: ইতিহাসে আছে হযরত আদম আ: যখন পৃথিবীতে আসেন তখন তিনি ভারত উপমহাদেশেই আসছিলেন। সেই হিসেবে বাংলাদেশ তো আবু দুনিয়াই হয়....... নাকি হয় না?? অনেকের মুখটা ছোট হয়ে যায়। তখন বলি: তোমাদের মিশর ও তো উম্মু দুনিয়া বাট তখন তাদের ঐ উৎসাহ টা আর থাকে না।



উল্লেখ্য:

মিশরকে আসলেই উম্মু দুনিয়া মাদার অফ ওয়ার্লড বলা হয়। আপনারা গুগল করে দেখতে পারেন। এর কিছু কারণ হলো:

- মিশর প্রথম শক্ত বাসস্থান তৈরী করে।

- মিশর প্রথম বর্ণমালার তৈরি করে।

আরো অনেক আছে যেমন:

Egypt is the first country to use alphabets to write. Long texts were written in Egypt since the first intermediate period that is between the old and middle Kingdoms.

In Egypt the first building using stones was built, that is the step pyramid in Sakara.

The famous Pythagoras theory of a right angled triangle was used by the architect of Cheops at the ceilings of the funerary chamber at the Cheops pyramid more than 2 thousand years before Pythagoras was born.

Astronomy, chemistry, fine architecture, art, religion, jewelery, carpentry, mathematics, perfumes, needles for sewing, carving stones, first folding bed for camping - it belongs to Tut Ankh Amun-, first folding chair for the beach of the same King, first condom of him too, first paper to write that is the papyrus paper, first eye make up, shaving tools, beds and chairs like modern ones, all these and more are Egyptian inventions.

For all that Egypt is called the mother of the world

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৪

লিখেছেন বলেছেন: are you studying in missor?

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হুম..........tudying in missor

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৯

লিখেছেন বলেছেন: Islamic any subject or Western Science ?

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ফেসবুকে আসেন কথা হবে... https://www.facebook.com/BloggerMHcairo

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

*কুনোব্যাঙ* বলেছেন: সভ্যতায় মিশরীয়দের অবদান অনেক

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ইতিহাস এমনটাই বলে......

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি বাংলাদেশী এবং বাংলাদেশ হলো: 'আবু দুনিয়া' মানে, বাংলাদেশ হলো ফাদার অফ ওয়ার্ল্ড। এটা বলার পর কোন মিশরীই আর মিশরকে উম্মু দুনিয়া বলার সাহস দেখায় না =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

++++

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কেমনে সাহস দেখায় কন?? বাবার সাথে কোন কম্প্রমাইজ চলে?? চলে না......... তাছারা আমাগো তো আরো পিতা আছে ঐগুলার কথা তো কই ই না.......

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: সুন্দর তথ্য। ধন্যবাদ আপনাকে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হুম, তথ্যগুলো খ্রাপ না........ মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২০

অন্ধবিন্দু বলেছেন:
ইন্টারেষ্টিং !

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সিরিয়ালি লিখবো........

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: মিসরীয় জাতী বহুকাল আগে থেকেই উন্নত ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ইতিহাসই তাদের উন্নত কিন্তু আখলাকের দিক থেকে আমার কাছে আহামরি কিছু মনে হয় না।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫০

আমিনুর রহমান বলেছেন:




কিছু তথ্য জানলাম ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হুম,,, মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৪

সাাজ্জাাদ বলেছেন: অনেক আগে থেকেই জেনে আসছি যে, মিসরি সভ্যতা অনেক উন্নত।কিন্তু তাদের মধ্যে তেমন কিছু তো দেখি না।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আসলে অতিতকে তেমন গুরুত্ব দেয়ার আমি কিছু দেখি না। বর্তমানে তাদের অত সভ্য মনে হয় না যতটা ক্রেডিট ইতিহাস তাদের দিয়ে থাকে।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ আবু দুনিয়া ।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

ইমরান আশফাক বলেছেন: খুব পছন্দ হলো কথাটা, বাংলাদেশ "আবু দুনিয়া"। ;) :D =p~ |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.