নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতিসংঘের মঞ্চে নরেন্দ্র মোদির হিন্দিতে দেয়া ভাষণ শুনলাম এতক্ষন। বেশ ভাল লাগলো। জাতীয় এবং আন্তর্জাতিক জরুরী বিষয়গুলো নিয়ে বেশ সুন্দর ও গঠন মুলোক বক্তৃতা দিলেন। বক্তব্যের চুম্বক অংশগুলো ছিলো:
- মানব সেবা উন্নয়নের চেয়ে মোবাইল সেবা দ্রুত উন্নত করছে।
- জি-৮, জি-৯, জি-২০ বাদ দিয়ে 'জি-অল' কবে হতে পারবো আমরা।
- ভারত কখনোই বন্যা খরার সাথে যুদ্ধ করে না বরং এই সব আমাদের পরিবারেরই অংশ।
- ভারত তাদের দর্শনের চোখ দিয়ে বিশ্বকে একটি পরিবারের মত দেখে।
- টেরোরিজম বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য সমান হুমকির কারণ।
- এখনো কিছু কিছু দেশ ও সরকার টেরোরিজম কে সাপোর্ট দিচ্ছে।
- গুড টেরোরিজম ও ব্যাড টেরোরিজম নামে নামকরন করায় টেরোরিস্টদের বিপক্ষে যুদ্ধ করা সমস্যা হয়ে দাড়িয়েছে।
- ভারত প্রতিবেশী দেশগুলোকে সাথে নিয়েই উন্নয়ন করতে চায়।
- কাশ্মীর নিয়ে পাকিস্তানের আরো বেশী আন্তরিক হতে হবে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: স্বাগতম।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৫
ফা হিম বলেছেন: ৪ নম্বর আর শেষের আগেরটা পুরাই ভোগাস। তবে বাকি কথাগুলো ঠিক আছে। কোন কোনটার জন্য "তালিয়া" পাবার যোগ্য।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৫
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তাদের দৃষ্টিতে তারা হয়তো ঐরকম ই দেখে কিন্তু তাদের কর্ম পদ্ধতি তা প্রমাণ করে না।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৫
শিপন মোল্লা বলেছেন: মোদীর এই বক্তব্যের সাথে যদি সে নিজে ও বিশ্বের অন্য সব দেশের নেতারা আন্তরিক হতো তাহলে আসলে বিশ্ব শান্তিময় হতো । কিন্ত .।.।.।.।.।.।.। সবাই রাজনীতির মার প্যাচ খেলে।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭
মেহেদী হাসান মানিক বলেছেন: কি যে কই
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৪
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য ...................