নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

একজন নাস্তিক বনাম মানুষ পুড়া ও ইসলামী দল

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৫

হেফাজতে ইসলাম সহ আরো বেশ কিছু ইসলামী নন পলিটিকাল দল দেখা যায় যারা প্রায়ই দাবি জানায় অমুক নাস্তিকের বিচার চাই অমুক নাস্তিকের ফাঁসি চাই। অথচ ইসলামি শরিয়তে একজন নাস্তিকের সাস্তি কি হবে সেটা নিয়ে আলেমদের মাঝে ভেদাভেদ রয়েছে। কিন্তু অসংখ্য হাদিস দ্বারা স্পষ্ট বর্ণনা করা আছে যে, একজন নিরাপরাধ মানুষকে হত্যা করলে আল্লাহর আরস কেপে উঠে। আরো আছে যে, যেই ব্যক্তি একজন নিরাপরাধ মানব হত্যা করল সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করলো।

তাহলে ঐ সমস্ত ইসলামি দলগুলো কেন এই সব মানুষ পুড়িয়ে মারা কিংবা গুলি করে নিরাপরাধ মানুষ হত্যা করার প্রতিবাদ করে না। বা বিচার দাবি করে না। তারা বলবেন এইগুলি রাজনৈতিক ব্যাপার স্যাপার। তাহলে কি হাডিস শরীফে উল্লেখ আছে যে, যদি কোন রাজনৈতিক কারণে নিরাপরাধ মানুষ হত্যা করলে আল্লাহর আরস কেপে উঠবে না। রাজনৈতিক কারনে একজন নিরাপরাধ মানব হত্যা করলে সমগ্র মানব সমাজ হত্যা করা হবে না??? আমরে কেউ বুঝায় দেন........

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:

মোল্লা শফিকে পাকীস্তানের ওয়ানওয়ে টিকিট দেয়া হবে।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


সব মোল্লা, তালেবান মোল্লা ওমবের ভাই

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

ইমরান আশফাক বলেছেন: হেফাজতে ইসলাম কিসের হেফাজত করে বুঝলেন তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.