নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে আম আদমি যখন পুড়ে মরছে দিল্লির মসনদ তখন ভারতের আম আদমির দখলে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৩

বাংলাদেশে শাহবাগীদের সৃষ্টি না হলে আগামী ৫/৭ বছরের মধ্যে ভারতের আম আদমি পার্টি কিংবা আন্না হাজারের মত নেতার আবির্ভাব হতো। যেই সম্ভাবনা শাহবাগীরা একেবারে নষ্ট করে দিয়ে গেছে।

দিল্লির মসনদে আবার 'আরভিন্দ কেজরিওয়াল'।

আবারও দিল্লির চিফ মিনিস্টার হলেন আম আদমী পার্টির আরভিন্দ কেজরিওয়াল। বর্তমান ক্ষমতাসিন বিজেপির ১১ আসন এবং প্রাক্তন ক্ষমতাসিন সংগ্রেসের ৩ আসনের বিপরীতে আম আদমি পেয়েছে ৪২ আসন।

ভারতে দীর্ঘদিন ধরেই আম আদমি তথা ম্যান্গো পিপলদের জয়জয়কার চলছে যেখানে আমাদের দেশে পেট্রোল বোমা এবং গুলি খেয়ে মরছে এই সাধারণ মানুষ। এই একটি জায়গায় হলেও ভারতের কাছ থেকে আমাদের শেখার আছে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬

বিদগ্ধ বলেছেন:



গতবারে অতি সততার কারণে কেজিরওয়াল ক্ষমতা ছেড়েছিলেন। এবার বলা যায় তিনি ধূর্ত হয়ে এসেছেন। সন্দেহ হচ্ছে বেশি ধূর্ত না হয়ে যান এবার।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সেই সম্ভাবনা থাকলে বিজেপিকে রেখে তাকে ভোট দিত না :)

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৭

ঢাকাবাসী বলেছেন: ভারত থেকে অনেক কিছুই ভাল শেখার আছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তবে ভাল মন্দ বাছাই করাটা কঠিন হয়ে পরে অনেক সময়ই।

কিন্তু সুষ্ঠ নির্বাচন প্রক্রিয়ারর ক্ষেত্রে নিঃসন্দেহে আমরা তাদের থেকে শিখতে পারি। :)

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩

বিদগ্ধ বলেছেন:




ভালো কথা মনে করিয়েছেন, বিজেপিকে ঠেকানোর জন্য এএপিকে একটি পক্ষ ঠেলে দিয়েছে। সে পক্ষটি কে, তা কি বলার দরকার আছে? ;)


কে কারণেই হোক এএপি'র ক্ষমতারোহন একটি মঙ্গল বার্তা, তাতে সন্দেহ নেই।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মঙ্গল হোক ভারতবাসির আর আমাদেরও যেন শনি কেটে যায় :)

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২২

নীল আকাশ ২০১৪ বলেছেন: ভারত নিজের বেলায় সবকিছু ঠিকঠাক রেখেছে, আম-আদমির পছন্দকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে, কিন্তু বাংলাদেশে তাদের অনুগত দালালদের বসিয়ে রেখে তাদের দিয়ে ডিক্টেটরশীপ চালাচ্ছে।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০

বিদগ্ধ বলেছেন: শনি যেখানে, সেখানে মঙ্গল আসা কঠিন। কক্ষপথ ভিন্ন যে! তবু ঈশ্বর মঙ্গল করুন.... একই চাওয়া আমারও।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯

মাঘের নীল আকাশ বলেছেন: "তিনি ধূর্ত হয়ে এসেছেন..." এমনটি মনে হবার হেতু বলা যাবে কী? নিজের দেশের কালচার অহেতুক অন্যের মাঝে না খোঁজাই শ্রেয়।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০

এসব চলবে না..... বলেছেন: আফসোস। ভারত পারছে আর আমরা পারছি না। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.