নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

লিবিয়ায় ২১ জন মিশরীয় কপ্টিক খ্রিস্টান নাগরিকের শিরশ্ছেদ ৭ দিনের রাষ্ট্রীয় শোক।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫১

আইএসআইএল রাবিবার সন্ধায় অপহৃত ২১ জন মিশরীয় কপ্টিক খ্রিস্টান নাগরিকের শিরচ্ছেদের ভিডও প্রকাশ করেছে ।

ভিডিওতে ২১ জন মিশরীয়কে স্পষ্টভাবে চিহ্নিত করা গেছে। ঘটনা প্রকাশের পর মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি এক জরুরী সভা ডেকে তাৎক্ষনিক এর প্রতিবাদ জানিয়েছেন এবং দেশটিতে ৭ দিনের শোক ঘোষণা করেছেন।

গত জানুয়ারী মাসের প্রথম দিকে লিবিয়ার 'সির্ত' অন্চল থেকে উক্ত ২১ জন মিশরীয়কে অপহরণ করা হয়।

আইএসআইএল এর অন্যান্য ভিডিও ফুটেজের মতো এই ভিডিওতেও হত্যার পুর্বে নিহতদের কমলা রঙের জামা পরানো হয়।

ভিডিওটির রক্তে লেখা শিরনামে বলা হয়েছে 'খ্রিস্টানদের জন্য উপহার'।

হত্যাকারীদের একজন ইংরেজীতে উক্ত হত্যাযজ্ঞের কারন হিসেবে "মিশরে কপটিক ক্রুসেডারদের দ্বারা মুসলিম নারীদের নির্যাতনের প্রতিশোধ হিসেবে এই হত্যাযজ্ঞ চালানো হয় বলে উল্লেখ করে।

উক্ত ঘটনা চারিদিকে জানাজানি হওয়ার পর মিশরীয় জনসাধারনের মাঝে চড়ম উত্তেজনা দেখা দেয় এবং সমস্ত জাতি এই হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি করেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০১

সাঈফ শেরিফ বলেছেন: যুদ্ধাপরাধী আই এস এস এর বিচার এই মিশরের মাটিতেই হবে।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৩০

এম এল গনি বলেছেন: এভাবে মানুষ হত্যা কাপুরুষোচিত কাজ |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.