নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপুরা এই পোস্ট পড়ার আগে হাতের কাছের কাঁচের আসবাবপত্র ও স্মার্টফোন দুরে রাখুন.....
- স্বামী স্ত্রী খাটের উপর বসে টিভিতে ক্রিকেট খেলা দেখছিলো। খুবই উত্তেজনা মুহুর্ত চলছে। এমন সময়:
- স্ত্রী: এই, এইটা ব্যাট করতেছে সে 'ব্রেট লি' না?
- স্বামী: নাহ, এইটা ক্রিস গেইল। ব্রেটলিতো অস্ট্রেলিয়ায় খেলে বলিং করে..
- স্ত্রী: ও হ্যা, ইয়েস ইয়েস, রাইট... আচ্ছা দেখছো দেখছো.. পর পর দুই বলে দুইটা বোল্ড আওট হইলো একে বারে একই স্টাইলে....
- স্বামী: নাহ, এইটা আগেরটার রিপ্লে দেখাইছে......
- স্ত্রী: ওহ, হ্যা... ঠিকই তো। আচ্ছা একটা কথা বলি?
- স্বামী: বলো....
- স্ত্রী: তুমি তো আমার কোন কথাই ঘটনা ঘটার আগে গুরুত্ব দেও না। দেইখো আজ বলে দিলাম 'ইন্ডিয়াই জিতবো' খেলার শেষে দেইখো.....
- স্বামী: ইন্ডিয়া জিতবো ক্যামনে? খেলতেছে তো ওয়েস্টইন্ডিজ আর অস্ট্রেলিয়া...... আর অস্ট্রেলিয়া জিতে যাচ্ছে।
- স্ত্রী: ওহ, তাই বলো.... তো অস্ট্রেলিয়ার জিততে কত রান লাগে?
- স্বামী: ওয়েস্টইন্ডিজের ৩৬ বলে ৭২ রান লাগে......
- স্ত্রী: হা হা হা হা... এক বলে দুই রান, এইডা তো সহজ। বলে বলে চার রান লাগলেও সহজ ছিল, ছয় রান করে লাগলে একটু কষ্ট হয়ে যেত... তুমি খেলা দেখ ঠিকই কিন্তু কিচ্ছুই বুঝো না...
- স্বামী: সব ওত্তেজনা কন্ট্রোল করে নিজেকে কুল করে টিভি বন্ধ করে দিয়ে রিমোটটা খাটের উপর রেখে দিলো। সঙ্গে সঙ্গে এক ঝটকায় স্ত্রী রিমোট নিয়ে টিভি অন করে এই চ্যানেল সেই চ্যানেল ঘুড়ে এক হিন্দি সিরিয়ালে এসে থামলো। বেচারা স্বামী এতক্ষনে খেলার উত্তেজনা ভুলে গেছে। মিনিট দুইয়েক সিরিয়াল দেখার পর বললো:
- স্বামী: আচ্ছা, এই নায়িকার নামটা যেন কি? ঐযে ঐদিন আরেকটা সিরিয়ালে ওকে দেখলাম?
- স্ত্রী: চুপ....... একদম চুপ... শয়তান, কুত্তাত্তাত্তাত্তাত্তাত্তাত্তাত্তাত্তাত্তাত্তাত্তাত্তা......... আমি যখনই সিরিয়াল দেখতে বসি তুমি কানের কাছে ঘ্যানর ঘ্যানর করো......তুমি আমার টিভি দেখা একটুও শহ্য করতে পারো না। টিভি বাসায় রাখছি ক্যান তাহলে, ভেঙ্গে ফেলো......
- স্বামী: নিজেকে কন্ট্রোল করে মনে মনে সিদ্ধান্ত নিলো সামনে থেকে খেলা দেখতে হলে আরো বেশি ধৈর্য নিয়েই দেখতে হবে।
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আহা গোবেচারা স্বামীর জন্য খারাপ লাগছে ?? নাকি সমস্ত স্বামীদের জন্য খারাপ লাগছে.....
২| ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: বেচারা স্বামী .....সবসময় আসামী ।
২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হাহাহা এই জন্যই সেলিম আনোয়ার ভাই বিয়ে করেন না...
৩| ২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৪
অন্তু নীল বলেছেন: :
২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৫
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কিতা হৈলো? মন খ্রাপ কিলা?
৪| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৫
আরজু পনি বলেছেন:
অপমান
অপবাদ
মানি না
মানবো না
খেলা কিছু হইলেও বুঝি
প্লেয়ারগোরে কিছু হইলেও চিনি
৫| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আরজুপনি আপু নাকি খেলা বুঝে
৬| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩২
কলমের কালি শেষ বলেছেন:
আহারে বেচারা ।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৫
লিংকন১১৫ বলেছেন:
আহা গোবেচারা স্বামীর জন্য খারাপ লাগছে