নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

ভাউ, নির্বাচন কেমন দেখলেন? (ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট জরিপ)

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৮

আমার লিস্টের অনলাইনে থাকা ১০০ জনকে ইনবক্সে জিজ্ঞেস করলাম: ''ভাউ, নির্বাচন কেমন দেখলেন?''। দেখুন তাদের জবাব..... সকলের নিরাপত্তার স্বার্থে নাম গোপন রাখা হলো;
-----
- he he he abar jigai,,osadharon sosto hoise vau

- ছি ই ছির মাইরে বাপ

- কি আর করা চেয়ে চেয়ে শুধু দেখতেছি

- এইডা কোন নির্বাচন হৈল ! এইডা তো ভোট ডাকাতির উতসব হৈছে ।

- dekhlam...We Bangladeshis all are losers.

- Bissho amaderke nie hashashi kore..it will continue

- Ai Tho

- সেই রকম

- সেরাম

- "জোর জার মুল্লুক তার"
পুলিশ , র্যাব , বিজিবি, নির্বাচন কমিশনার যার ঢাকা তার ।

- চ্রম....এমনই হওয়ার কথা ছিল .... বাইন্ধা নিয়া গেছে সব

- অফিস এর মেইল দেখতে দেখতেই দিন শেষ , নির্বাচন কেম্নে দেখবাম ভাউ...

- Living abroad like you. So haven't seen in fact!

- liger nirbachon ja hoy vai

- ছিঃ ছিঃ অবস্থা !

- নির্বাচন আর ক্যামন দেখব ? আপনারা যেমন দেখলেন ! আশেপাশের কেন্দ্রে তো মানুষজন ভোটই দিতে পারল না

- জটিল,,,,,,,,,,,,!!!!???

- এদের লজ্জা শরম নাই, বলে লাভ নেই ভাই

- আমি ভোট দিতে পারিনি, আমার ভোট দেওয়া হয়ে গেছে !!

- vai dekhlam ekjon er vote onno jone diye chole geche

- নির্বাচনতো সুসঠই হইলো কি বলেন

- ফাউল

- Joy Bangla type...

- ভাই আমি ছিলাম না ঢাকায়। বিজি থাকার কারনে টি ভি ও দেখতে পারি নাই।

- BAL ar odine election lolzzzz

- নির্বাচন আর মিরক্কেল একই তো কথা

- জি দেখলাম আর শিখলাম।

- আমি ভোট দিতে গিয়ে শুনি আমার নাম নেই

- যারা বলে বিএনপি ৫জানুয়ারি নির্বাচনে না গিয়ে ভুল করেছে আজকের নির্বাচনটা ছিলো তাদের চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়ার জন্য

- এই ইলেকশনেও কি হারে বিম্পি ভোট পাইসে, দেখসেন?? ফেয়ার ইলেকশন না হলেও যদি কর্মীরা মাঠে থাকত, ঘরে ঘরে গিয়ে না ধরত তাইলে সিওর থাকতেন এই আনফেয়ার ইলেকশনেও বিম্পি জিতত

- এই প্রথম ভোট দিলাম, আমি যখন যাই তখন পর্যন্ত আমার কেন্দ্রে কোন সমস্যা হয় নাই, লীগের পোলাপান আসে পাশে গিজ গিজ করতেছিল, বি এন পির কাউকে দেখি নাই, এইটা বর্জনের আগের ঘটনা , নির্বাচন বর্জনের পর কি হইছে কিচ্ছু জানিনা


- আমাদের এখানে বিম্পি কাউনসিলর প্রার্থি আগেই জেলখানায়

- স্মরনকালের শ্রেষ্ঠ সার্কাস দেখলাম।

- haha. ajke election hoise naki?

- jamuna tvte dekhsilam. boroi binudon.

- আমার মামা কোন জনমে বিম্পি করত, তারে ধরতে বাসায় খোজ লাগায় পুলিশ, সব জায়গায় এমন হইসে।
যেদিন তাবিথ আমাদের এলাকায় আসছে, ওইদিন ওর সামনেই পুলিশ লোক ধরসে ইচ্ছামত। ও একা একা রাস্তায় ঘুরসে। আর মানুষ তো ভয়ে দোকান বন্ধ করেই দিসিল, কার কাছে যাইত ও!

- I am outside of the country

- Bal desh baler sadhinota baler vot sob abal tai onno desher nagorik hobar cestay.. Dhur miya apnar laiga mukh kharap korailen huh


- ami vai age pure a.league support kortam... amr dada league er m.p silo 4 barer... bt ekhn ja choltese ta mana jay na.. anisul haque to ekta mukhos pora kukur...


- জব্বর

- vai amar onek prob. ami emnitei amar elakar kuttaliger shotru


- khub valo bhai

- আলহামদুলিল্লাহ.
সব অসৎ উদ্দেশ্যে আল্লাহ একে একে প্রকাশ করবেন.

- vaire bad den
amar kolija fayita jai


- এইতো দেখলাম... দয়াল যা দেখাইলো

- Vai Mair khaiya poira aci bichanay

- সেইরকম

- টিভিতে দেখছি ভাউ, আমিও কাইরো
মানে বাইরে

- বাংলা ওয়াশের মত,

- নির্বাচন হলো কোথায়

- দেখার কিছু ছিল না তো

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৩

জনতার রায় বলেছেন: সিইসি, সাইদ খোকন, আনিসুল হক, নাচির - প্রত্যকটার পাছার কাপড় খুলে সারিবদ্ধভাবে দাড় করিয়ে .।.।.।.। করতে পারলে উপযুক্ত জবাব দেয়া হত।

২| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৮

মেহেদী_বিএনসিসি বলেছেন: বৈদেশে বইসা হাসিনার আক্কেল দেইখা আমারই আক্কেল গুড়ুম অবস্থা....। ছোটকাল থেকেই হাসিনার রাজনৈতিক বুদ্ধির উপ্রে আমার শ্রদ্ধা ছিলো.......কিন্তু সম্ভবত বয়সের দোষে উনিও খালেদা হতে চলেছেন।
জানা কথা.......বিএনপির ক্ষমতা নেই সরকার হঠানোর.......খালেদাও জানে সেটা। তাই নির্বাচনে ফেয়ার থাকলে অন্তত ৫ই জানুয়ারীর একটা জবাব পাওয়া যেতো...........আর ফেয়ার থাকলে হয়তো তিনটির ২টিতে বা ৩টিতেই বিএনপির প্রাথর্ী জিততো.........কিন্তু তাতে কারোই কোন লাভ ক্ষতি হতোনা........। চামে বিএনপিও কোন আন্দোলন বা হরতালের ইসু্য পেতোনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.