নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

মিশরে অবস্থানরত বাংলাদেশী ভাই বোন ও বন্ধুদের জন্য সাবধানীবার্তা

০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৪৮

মিশরের বর্তমান অবস্থা সমন্ধে অনেকেই অবগত নন কাজেই আগের মত চলা ফেরা করে বড় ধরনের বিপদের সন্মুখিন হতে পারেন। ফলে মিশরের বর্তমান অবস্থা অবলোকন করিয়া অতিত অভিজ্ঞতা থেকে সকলের জন্য কিছু পরামর্শ্ব দেয়া হলো;
১) যারা ছাত্র এবং ছাত্র আইডি আছে তারা দুরে কোথাও গেলে পাসপোর্ট সাথে রাখবেন।
২) যাদের লম্বা দাড়ি আছে ও টুপি পান্জাবি পড়েন তারা সবসময়ই পাসপোর্ট সাথে রাখবেন
- তারা দুরের মসজিদে তারাবি পড়বেন না।
- বাসার কাছের মসজিদেও যদি বিখ্যাত কোন ইমাম নামাজ পড়ান তাহলে সেটা বাদ দিতে পারলে ভাল।
- অাপাতত ৮/১০ জন মিলে ইফতার না করাই শ্রেয়।
- যেখানেই নামজ পড়ুন বা পড়ান নামাজ শেষে মসজিদে সময় ব্যয় করবেন না।
- যেই সব মসজিদে ইখওয়ান সমর্থিত কোন সেবা মুলক প্রতিষ্ঠান রয়েছে সেই সব মসজিদ বাদে অন্য কোথাও নামাজ পড়তে চেষ্টা করবেন।
- ইখওয়ানের কোন বন্ধু থাকলে আপাতত যোগাযোগ বন্ধ রাখুন।
৩) বিভিন্ন ফ্যক্টরিতে কর্মরত যাদের পাসপোর্ট, আইডি নাই তারা ঘর এবং ফ্যক্টরি ব্যাতিত কোথাও যাবেন না
- অপরিচিত কোন বাংলাদেশি কিংবা মিশরি ডাকলে যাবেন না।
৪) বিভিন্ন ফ্যক্টরিতে কর্মরত যাদের পাসপোর্ট, ভিষা আছে:
- তারা সব সময় পাসপোর্ট সাথে রাখবেন।
- পাসপোর্ট অন্য কোন মিশরি কিংবা বাংলাদেশীর হাতে দিবেন না।
- বিনা প্রয়োজনে কোথাও যাবেন না।
৫) যারা টুকটাক ব্যবসা বানিজ্য করেন:
- নিজের সাথে বা বাসায় বড় অঙ্কের টাকা পয়সা জমিয়ে রাখবেন না।
- রাস্তাঘাটে লেন দেন কম করবেন।
- কোথাও যাওয়ার ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট, আইডি সাথে রাখবেন।
- সাথে টাকা পয়সা কম রাখার চেষ্টা করবেন।

৬) সবাই যার যার পরিচিত বন্ধু বান্ধবদের হুশিয়ার থাকতে বলবেন।


মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:১৩

যোগী বলেছেন:
অবস্থা দেখি বেশ খারাপ। ধরপাকড় কী শুরু হয়েগেছে?
ইখওয়ান জিনিশটা কী?

২| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৫

যাযাবর জোনাকী বলেছেন: যোগী বলেছেন: ইখওয়ান জিনিশটা কী?

৩| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অবস্থা দেখি খুবই ভয়াবহ! :-* :(

আল্লাহ্‌ সবাইকে সহিসালামতে রাখুন এই দোয়া করি।

ভালো থাকুন সবসময়, নিরাপদে থাকুন।

৪| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:০৭

ইমরান আশফাক বলেছেন: এ দেখি ভয়াবহ অবস্হা ওখানে। আরেক টা সিরিয়া হয়ে গেলো নাকি ভাই?

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১২:২০

বিষের বাঁশী বলেছেন: ভয়াবহ অবস্থা দেখি! আপনি আছেন কেমন? এতো বিপদ নিয়ে ঐ দেশে থাকছেন কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.