নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছুদিন আগে ফেসবুকে একটা পোষ্টে লিখছিলাম কম শিক্ষিত অনেক মিশরীয়রা বাংলাদেশ চিনে না। অনেকে বাংলাদেশ উচ্চারন করতে গিয়ে দাঁত ভেঙ্গে ফেলার অবস্থা করে। তখন একজন পরামর্শ দিয়ে বলছিলো ভাই: এর পর যদি কেউ বাংলাদেশ না চিনে তারে কইবেন 'জয় বাংলা চিন কি না? দেখবেন ঠিকই জয় বাংলা চিনবো। আইডিয়াটা ভালই লাগছিলো। (রেসপেক্ট যিনি আইডিয়াটা দিছিলেন)। সে যাই হোক... সেদিন যখন আমি আর ইন্জিনিয়ার সুজন ভাই পিড়ামিডে গেলাম বিভিন্ন হকার এসে পিছু নিতে লাগলো। কিন্তু আমি সবাইরে হুরর হুরর করে তারাই দিতাম। কিন্তু একজন পিছন ছাড়ে না। বলে কি: হেই মি.. আই হ্যাভ স্ট্যাম্প। ভেরি ওল্ড হিস্টোরিকাল স্ট্যাম্প। বিখ্যাত বিখ্যাত অনেক স্ট্যাম্প আছে আমার কাছে, একবার দেখো পছন্দ হইবো। নতুন বিষয় মনে হইলো আমার কাছে তাই কৌতুহলবশত কইলাম কি কি স্ট্যাম্প আছে তোমার কাছে?
- আমার কাছে গ্রিক সভ্যতার স্ট্যাম্প আছে।
- ক্লিও পেট্রার স্ট্যাম্প আছে
- প্রাচিন মিশরী সভ্যতার অনেক অনেক স্ট্যাম্প আছে
- ফেরাউনিক স্ট্যাম্প আছে
আমি কইলাম গুড গুড ভেরি গুড। এইবার কউ তোমার কাছে জয় বাংলার স্ট্যাম্প আছে?
- বেটায় বলে হ আছে......
আমি কইলাম তোমার কাছে বঙ্গবন্ধু স্ট্যাম্প আছে?
- বেটায় বলে হ আছে....
আমার তো মাথা ঘুরান্টি দিয়া উঠলো...... বেটায় কয় কি!!! মনে মনে চিন্তাকরলাম থাকবারও পারে। গোল এই পৃথিবীতে এটা তেমন কোন ব্যফার না। কইলাম ওকে আমারে স্ট্যাম্প দেখাও। বেটায় ক্লিওপেট্রার স্ট্যাম্প ফেরাউনিক স্ট্যাম্প আরো হাবি জাবি দেখাইতে লাগলো।
আমি কইলাম ঐবেডা, আমরে জয় বাংলা স্ট্যাম্প দেখা.....
বেডায় খালি পেচায়া পুচায়া ঐগুলায় দেখায় আর কয়:
আরিফ সায়ারু কাম?
রাখিস আওয়ি।
সায়ার মাসরি,
মুশ আগনাবি।
মানে তুমি জানো এর দাম কত? খুবই সস্তা দিমু কারণ তুমি আরবী জানো। তোমার কাছ থেকে লোকাল মিশরী প্রাইস রাখুম, ট্যুরিষ্ট প্রাইস রাখুম না....
আমি এক ঝাড়ি দিয়া কইলাম: ঐ বেয়াদব বেডা, সো মি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্ট্যাম্প ...... তুই যে কইলি তোর কাছে জয় বাংলা স্ট্যাম্প আছে ঐগুলা দেখা...... নইলে গেলাম বইলা হাটা ধরলাম।
বেডায় কয় ওয়েট ওয়েট...... বেডায় ঝুল্লার ভিতর থেকে হাফ নেকেড ট্যুরিষ্টদের ভিউ কার্ড বাহির করলো...... আমি কইলামা ওত্তেরি এগুলা কি? হুরর হুরর ভাগ এখান থেকে।
আমি গেলাম। বেডায় কয় খারাও খারাও আরো আছে... আমি মনে মনে কই শালার আগে ফুটি এখান থেকে, শেষে না সানি লিওনের ছবি বের করে দেখায়া কয় এই যে জয় বাংলা স্ট্যাম্প......
(কারো কাছে তথ্য থাকুক আর নাই থাকুক উপরের কাহিনি সত্য)
২| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মনে মনে কই শালার আগে ফুটি এখান থেকে, শেষে না সানি লিওনের ছবি বের করে দেখায়া কয় এই যে জয় বাংলা স্ট্যাম্প.....
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৯
আমি তুমি আমরা বলেছেন: আমি গেলাম। বেডায় কয় খারাও খারাও আরো আছে... আমি মনে মনে কই শালার আগে ফুটি এখান থেকে, শেষে না সানি লিওনের ছবি বের করে দেখায়া কয় এই যে জয় বাংলা স্ট্যাম্প......
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৩
ইমরান আশফাক বলেছেন: লেখার স্টাইলটা খুব মজার আপনার।
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাল লিখেছেন আরো লিখুন