নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

ঘুরে এলাম টুইন টাওয়ারের ধ্বংসস্থান.

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

৯/১১ এর সেই ঘটনা আমেরিকানদের কতটা কষ্ট দিয়েছে সেটা এই গ্রাউন্ড জিরো ভিজিট না করলে বুঝা যাবে না. ম্যানহাটন শহরের হৃতপিন্ডে অবস্থিত টাওয়ার ধ্বংস করা অনেকটা প্রত্যেকটা আমেরিকান নাগরিকের হৃদয় বরাবর গুলি করারই শামিল. তাইতো সেই ক্ষতকে লাঘব করার জন্য আপ্রাণ চেষ্টা করে স্বরণীয় করে রাখার চেষ্টা করে সেই স্থানকে সাজানো হয়েছে আরো গুরুত্ব দিয়ে. শুধু তাই নয়, পরবর্তী প্রজন্ম যেন এই ঘটনা ভুলে না যায় সেজন্য টুইন টাওয়ারের ঠিক একই স্থানটিতে কোন টাওয়ার না বানিয়ে খালি রেখে সেখানে তৈরী করা হয়েছে বিশাল আকারের হাউজের মত করে ঝর্না. ঝরনার চারিদিকে খোদাই করে লিখে রাখা হয়েছে নিহত প্রত্যেকের নাম. পাশেই তৈরী করা হয়েছে দুর্ঘটনার বিভিন্ন ধ্বংসাবশেষ নিয়ে বিশাল মিউজিয়াম. আর নতুন করে গড়ে তুলা হয়েছে নতুন ওয়ার্ল্ডট্রেড সেন্টার যার নামকরন করা হয়েছে ফ্রিডম টাওয়ার.

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

গেম চেঞ্জার বলেছেন: ছবি কই?

২| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: ছবি কই কায়রো সাহেব। যদিও ফেসবুকে দেখেছি B-)

৩| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ফাঁকিবাজী পোষ্ট দিলেন ?

৪| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

অপর্ণা মম্ময় বলেছেন: ছবি সংযুক্তি হলে ভালো হতো পোস্টের মান!!!

৫| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

মশিকুর বলেছেন:

আমেরিকার জনগনের আবেকে শ্রদ্ধা জানাই। তবে বর্তমানে সাধারন মানুষ হত্যা ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। যা থেকে বিচ্যুত নয় আমেরিকা নিজেই। এ ব্যাপারে আপনিই মনেহয় ভাল বলতে পারবেন...

শুভকামনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.