নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাহাঙ্গীর নগরের সামনে করা জ্যামে পরছি. প্রচন্ড গরমে ঘেমে কাহিল, এমন সময় ঠান্ডা পানি আর জুস নিয়ে উঠছে এক হকার.
এই এক বতল পানি দাও তো, কত টাকা?
মামা ২০ টাকা দেন.
এই ছোট বতল পানির দাম কি ২০ টাকা?
না মামা, দোকানে এই পানির দাম ১৫ টাকা, জ্যাম বাঁধছে আমি রৌদ্রে ঘুরে ঘুরে বেচ্তেছি তাই ৫ টাকা বেশি নেই.
পাশের লোকজনের মন্তব্য: সুযোগ পাইলেই বেশি দাম নাও, না?
বিষয়টা নিয়ে চিন্তা করে দেখলাম:
- প্রথমত ছেলেটির সত্যবাদীতায় আমি মুগ্ধ.
- দ্বিতীয়ত, এই লোকটা যেই সার্ভিস দিচ্ছে সেটা আসলেই এমন একটা সার্ভিস যার বদৌলতে সে সার্ভিস চার্জ দাবি করতেই পারে, বা দাবি না করলেও আমাদের সার্ভিস চার্জ দেয়া উচিত.
খেয়াল করে দেখবেন, ঢাকার অভিজাত রেস্টুরেন্ট গুলোতে খাওয়া শেষ আমরা অবলীলায় ২০/২৫/৫০ টাকা টিপস দিয়ে দেই, যদিও তারা এসি রুমে সার্ভ করে থাকে এবং খাবারের বিলের সাথে সার্ভিস চার্জ নেয়া হয়ে থাকে.
অথচ রৌদ্রে পুরে একজন লোক যখন রিক্সায় আপনার গন্তব্যে পৌছে দিয়ে পাঁচ টাকা অতিরিক্ত দাবি করে তখন তাকে হাইকোর্টের আইন থেকে শুরু করে সংবিধানের ৪/৫ টা অনুচ্ছেদের গল্প ও শুনিয়ে দেই. এরই নাম
টিপিকাল বাঙালি....
২| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৬
ইমরান আশফাক বলেছেন: এটা সম্পুর্ন সত্য।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৬ সকাল ১০:২৫
ঢাকাবাসী বলেছেন: আমরা এক আজব জাত! গাড়ী মেরামতের চার্জ দুশ টাকার জায়গাতে তিন হাজার টাকা বিল করলেও কিছু বলার সাহস হয় না, ব্যাংকের জনগনের শত শত কোটি টাকা কিছু স্যুট টাই পড়া আমলারা নেতারা মন্ত্রীরা চুরি করে আর মেরে ভর্তা করে দিল কোন শব্দ নাই আর ঐ কিশোর ৫ টাকা বেশী নিলে পৌরুষ জাগে? আর বেশী কোথায় সে তো বোতলটা আপনার হাতে এনে দিল তার একটা সার্ভিস চার্জ আছেনা? হিপোক্রাট জাত আর কাকে বলে!