নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাক আশার কথা হলো, গতকাল ও আজ বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রায় কয়েক কোটি পশু কোরবানি হয়েছে, কোরবানি করে রোহিঙ্গাদের জন্য দোয়া করা হয়েছে।
ওদিকে হজ্বে প্রায় চল্লিশ লক্ষ মুসল্লি হজ্জ করে মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য কান্নাকাটি করে দোয়া করা হয়েছে। এই শত কোটি মুসলিমদের একজনের দোয়াও যদি কবুল হয় তাহলে অল্প কয়েক দিনের মধ্যে রোহিঙ্গারা ঘরে ফিরতে পারবে, পরিবার পরিজন নিয়ে দুইবেলা খাইতে পারবে। শিশুরা চকলেট, খেলনা পাবে। বৃদ্ধ নারী পুরুষ ও গর্ভবতি মহিলারা প্রয়োজনীয় চিকিৎসা পাবে।
আর যদি এমনটা না হয় তবে মনে করতে হবে এই ১০০/১৫০ কোটি মুমিনের দোয়া কারোটাই কবুল হয় নাই। অবশ্যই আম্রা এমনটা চাই না। আম্রা চাই জালিম শাসকদের হাত থেকে রোহিঙ্গারা মুক্তি পাক....
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২
স্বতু সাঁই বলেছেন: রহিঙ্গাদের মধ্যে কি পুরুষ নাই?
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: শুধু দোয়াতে কাজ হবে এই আশা করা বৃথা। কারণ, দোয়ার পাশাপাশি চেষ্ঠা তদবির করতে হবে। সবকিছুই যদি দোয়াতে হয়ে যেতো তাহলেতো মানুষকে কোন কাজই করতে হতোনা। তবে হ্যাঁ এই দোয়ার দরকার আছে। ধন্যবাদ। ঈদ মোবারক।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২
জাহিদ অনিক বলেছেন: হুম ৯০ বছর পর এই দোয়া কবুল হবে।
৫| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৭
ইমরান আশফাক বলেছেন: @মোঃ মঈনুদ্দিন এক কথায় জবাব দিয়ে দিয়েছেন। শুধু দোয়া চাইলে হবে না চেষ্টাও করতে হবে। আমাদের নবী দোয়ার পাশাপাশি স্বয়ং যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন।
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯
বিজন রয় বলেছেন: আশা করি সবার দোয়া কবুল হবে।
তবে সেই সাথে সাথে আন্তর্জাতিকভাবে আরো চাপ প্রয়োগ করতে হবে।