নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

‘রায় কি’? একটি প্রাচিন আফ্রিকান ছোট গল্প।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

বহুদিন আগের কথা
আফ্রিকার উগান্ডায় এক নেতার মামলার রায় নিয়ে সে দেশে তুমুল উত্তেজনা সৃষ্টি হলো। এই উত্তেজনা সরকার মহলেও চাঞ্চল্য সৃষ্টি করলো। সরকার থেকে মামলার দায়িত্বে থাকা বিচারকের কাছে গোপনে দূত পাঠানো হলো:

দূত: রায় কি?
বিচারক: দেখুন, বিচার বিভাগ নিরপেক্ষ। তাই মামলার রায় ঘোষণা হওয়ার আগে কাউকে জানানো যাবে না।

দূত মলিন বদনে ফিরে গিয়ে অন্দর মহলের ইহা জানাইলে। সবাই সিদ্ধান্ত নিয়ে বিচারকের কাছে আরেকজন দূত প্রেরণ করলো।

দূত: রায় কি?
বিচারক: দেখুন, বিচার বিভাগ নিরপেক্ষ। তাই মামলার রায় ঘোষণা হওয়ার আগে কাউকে জানানো যাবে না।

এই দূতও নিরাশ হয়ে আস্তানায় প্রবেশ করিলেন। আস্তানায় অপেক্ষমান সবাই অপমানবোধ করতে লাগলো। তখন সবাই মিলে বিশেষ দুত পাঠানোর সিদ্ধান্ত নিলো।

বিশেষ দূত: রায় কি?
বিচারক: দেখুন, বিচার বিভাগ নিরপেক্ষ। তাই মামলার রায় ঘোষণা হওয়ার আগে কাউকে জানানো যাবে না।

বিশেষ দূত: মামলার রায় না, আপনার রায় কি? জান বাচিয়ে বিদেশ যাবেন? নাকি সারা জীবন জেলে থাকবেন?

বিচারক: লা হাওলা ওলা কু আ তা ইল্লা বিল্লা... দূত বাইয়া, আপ্নাদের রায় এক্টু এডিট করা যায় না??

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লা হাওলা ওলা কু আ তা ইল্লা বিল্লা... B-)

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

শাহিন-৯৯ বলেছেন: তারেক রহমানের খালাস দেওয়া বিচারক মালয়েশিয়া পালিয়ে গিয়েছিলেন।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: :-B

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সামিউল ইসলাম বাবু বলেছেন: B:-)

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: লা হাওলা ................................ :(

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

আবু তালেব শেখ বলেছেন: কৌতুক। আমাদের দেশে এমন ঘটনা হয়েছে নাকি?

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০১

তারেক_মাহমুদ বলেছেন: লা হাউলা....

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: হচ্ছে তো রোজ-
রায় এডিট হইবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.