![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কন্ঠঃ হেমন্ত মুখোপাধ্যায়
চলচিত্রঃ শেষ পর্যন্ত
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ,
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ৷
যুঁথি বনে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া,
যুঁথি বনে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া,
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ৷
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ৷
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন,
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন,
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন,
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন৷
আজ আমি ক্ষণে ক্ষণে
কিযে ভাবি আনমনে,
আজ আমি ক্ষণে ক্ষণে
কিযে ভাবি আনমনে,
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ৷
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
যুঁথি বনে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া,
যুঁথি বনে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া,
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ৷
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ৷
২| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:০১
সিগনেচার নসিব বলেছেন: ধন্যবাদ ভাই
দারুন কবিতা
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
মোটা ফ্রেমের চশমা বলেছেন: মেঘলা বিকেলের মেঘলা গান। প্লাস।