নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন ও বাস্তবতাকে পাশাপাশি নিয়ে চলা নিতান্তই সাধারন একজন মানুষ।

ফাহাদ জুয়েল

ফাহাদ জুয়েল › বিস্তারিত পোস্টঃ

জার্মান মুভি ‘Das Boot’

২৮ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫২



জার্মান শব্দ ‘Das Boot’ অর্থ নৌকা।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় U-Boot খ্যাত
জার্মান সাব-মেরিন গুলো সীমান্ত পাহারা ও শত্রু বাহিনীর পন্যবাহী জাহাজগুলো ধ্বংস করতে ব্যবহৃত হতো।

‘Battle of Atlantic’ খ্যাত এ মিশনে প্রায় ৪০,০০০ নাবিক পাঠানো হয়েছিল,
যাদের মধ্যে প্রায় ৩০,০০০ নাবিকই ঘরে ফিরে যেতে পারেনি।

U-96 নামে এক সাবমেরিনে ছিল জার্মান সাংবাদিক ও লেখক Lothar-Günther Buchheim.

সাবমেরিনে থাকাকালীন তার অভিজ্ঞতা নিয়ে লেখা বেস্টসেলার বুক ‘Das Boot’ কে ভিত্তি করে
নির্মিত এ মুভিটি কে “One Of The greatest of all German Films” হিসেবে অভিহিত করা হয়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫২

রেজাউলকরিমবাবলু বলেছেন: বাহ, খুবি ভালো পোষ্ট । বইটির অনুবাদ পড়েছি ।ডাউনলোড লিঙ্ক দিলে দারুন হত।

২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫০

ফাহাদ জুয়েল বলেছেন: মন্তব্যের জন্য,ধন্যবাদ। টরেন্ট সাইটে পাবেন।
https://1337x.to/torrent/1134474/Das-Boot-1981-720p-DC-BluRay-x264-German-AAC-Ozlem/

২| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৯

হাসান মাহবুব বলেছেন: পুস্ট শ্যাষ? /:)

২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫১

ফাহাদ জুয়েল বলেছেন: শ্যাষ ! ;)

৩| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫১

তিক্তভাষী বলেছেন: বেশ আগে এ কাহিনী নিয়ে একটি টিভি সিরিজ বিটিভিতে দেখানো হয়েছিলো।

২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫৩

ফাহাদ জুয়েল বলেছেন: তাই নাকি ? আগে জানতাম না,জেনে ভালো লাগলো!

৪| ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৮

অশ্রুকারিগর বলেছেন: হাসান মাহবুব বলেছেন: পুস্ট শ্যাষ? /:)

মুভিটা দেখেছি। ডিরেক্টরস কাট অনেক লম্বা।

২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০০

ফাহাদ জুয়েল বলেছেন: হুম,বেশ লম্বা। ০৩ ঘন্টা ২৮ মিনিট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.