নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন ও বাস্তবতাকে পাশাপাশি নিয়ে চলা নিতান্তই সাধারন একজন মানুষ।

ফাহাদ জুয়েল

ফাহাদ জুয়েল › বিস্তারিত পোস্টঃ

গত কয়েক দিনে দেখা ৬ টি অসাধারণ সিনেমা !

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১১


1. Fetih 1453 :
(ইংরেজী:The conquest 1453) হল একটি ঐতিহাসিক ঘটনাভিত্তিক তুর্কী চলচ্চিত্র যা ২০১২ সালের ১৬ই ফেব্রুয়ারি মুক্তি পায়। এর পটভুমি ও কাহিনী পঞ্চদশ শতাব্দীর উসমানীয় সম্রাট দ্বিতীয় মুহাম্মদের (মুহাম্মদ বিন ফাতিহ) রাজত্বকালে উসমানীয়দের দ্বারা কন্সটান্টিনোপল বিজয়ের ঘটনাসমুহের উপর ভিত্তি করে করা হয়েছে। ছবিটি মুক্তি দেয়ার আঠারো দিনের মাথায় এটি তুরস্কের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্রের রেকর্ডকে ভেঙে ফেলে। বর্তমানে এটি তুর্কী ভাষার সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র।

2. Forrest Gump :
১৯৯৪ সালে মুক্তি পাওয়া একটি মার্কিন চলচ্চিত্র। এই চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য Tom Hanks সেরা অভিনেতা হিসেবে ৬৭ তম অস্কার পুরস্কার লাভ করেন। উইন্সটন গ্রুমের লেখা উপন্যাস ফরেস্ট গাম্প অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি ১৯৯৫ সালের অস্কার প্রতিযোগিতায় সর্বমোট ১৪ টি বিভাগে মনোনয়ন পায় এবং ৬ টি বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করে।

3. Downfall ,(জার্মান: Der Untergang) :
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি অস্ট্রীয়/জার্মান চলচ্চিত্র। আডল্ফ হিটলারের জীবনের শেষ দশ দিনের ঘটনা নিয়ে ছবির কাহিনী গড়ে উঠেছে। বার্লিনে হিটলারের বাংকারের ঘটনার সাথে ১৯৪৫ সালে নাৎসি জার্মানির অবস্থাও এতে উঠে এসেছে। ইতিহাসবিদ Joachim Fest রচিত Inside Hitler's Bunker বইয়ের কাহিনী অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি।

4. Pulp Fiction :
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নির্দেশক কুয়েন্টিন টারান্টিনোর অস্কার পুরস্কার বিজয়ী একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটির অনন্য ও নজর কাড়া বৈশিষ্ট্য এর মধ্য রয়েছে ভগ্ন ঘটনাপ্রবাহ,ব্যতিক্রমী চরিত্র-চারণ,পরিহাস আর ব্যঙ্গার্থক অবস্থার চতুর সমন্বয়। ৮.৯ পয়েন্ট নিয়ে IMDb এর সেরা ২৫০ সিনেমার তালিকায় ৭ নম্বরে আছে এ সিনেমাটি ।

5. The Great Dictator Movie :
১৯৪০ সালের আমেরিকান বিদ্রুপাত্মক রাজনৈতিক কমেডি-নাট্য-চলচ্চিত্র। এটি চার্লি চ্যাপলিন কর্তৃক রচিত, পরিচালিত এবং অভিনীত প্রথম সবাক এবং ব্যাবসাসফল চলচ্চিত্র।

6. The Battle of Algiers (film) :
১৯৫৪-৬২ সালে উত্তর আফ্রিকার আলজেরিয়াতে দখলদার ফ্রান্স সরকারের বিরুদ্ধে স্বাধীনতাকামী জনগণের গেরিলা যুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনের উপর ভিত্তি করে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন Gillo Pontecorvo ।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৫

নোমান প্রধান বলেছেন: ধন্যবাদ

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২১

ফাহাদ জুয়েল বলেছেন: :)

২| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০০

আকদেনিজ বলেছেন: Fetih 1453 দেখেছি

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২২

ফাহাদ জুয়েল বলেছেন: কেমন লাগলো?

৩| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৫

সব জান্তা বলেছেন: কয়েকটা চরম দুঃখের মুভির তালিকা দেন , প্লীজ । কাজে লাগবে। ভীর জারা, তেরে নাম, এগুলার মতো।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৬

ফাহাদ জুয়েল বলেছেন: এত দুঃখ কেন,ভাই?

৪| ২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

আমি তুমি আমরা বলেছেন: শুধু ফরেস্ট গাম্প দেখা।

The conquest 1453 মনে হয় বছর দুয়েক ধরে হার্দ ডিস্কে পরে আছে। দেখা হচ্ছে না। এবার দেখে ফেলতে হবে।

পোস্টে ভাল লাগা :)

১১ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

ফাহাদ জুয়েল বলেছেন: :)

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

উ এ মং বলেছেন: :| :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.