নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন ও বাস্তবতাকে পাশাপাশি নিয়ে চলা নিতান্তই সাধারন একজন মানুষ।

ফাহাদ জুয়েল

ফাহাদ জুয়েল › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউ।। রিটার্ন অফ শী - হেনরি রাইডার হ্যাগার্ড

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮


বইঃ রিটার্ন অফ শী
লেখকঃ হেনরি রাইডার হ্যাগার্ড
অনুবাদকঃ নিয়াজ মোরশেদ
প্রকাশনীঃ সেবা প্রকাশনী

“আমি মরবোনা,আমি আবার আসব,
অন্তত আর একবার আমি সুন্দর হবো,
শপথ করে বলছি!”

মৃত্যুর আগ মুহূর্তে এ কথা গুলোই বলে গিয়েছিল আয়েশা।এর পর কেটে গিয়েছে ২০ টি বছর; ভয়ানক, হৃদয় ক্ষতবিক্ষত করা ২০ টি বছর।কিন্তু এখন পর্যন্ত তো দেখা হলোনা আয়েশার সাথে!

হঠাৎ একদিন লিও স্বপ্ন দেখলো আয়েশা তাকে সংকেত দিচ্ছে সে কোথায় আছে।আর তাতেই সে পাগলের মত হয়ে গেল। যত কষ্টই হোক, যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ লিও। এ ব্যাপারে লিওর বাবা প্রথমে কিছুটা অমত করলেও শেষে রাজি হয় লিওর সাথে যাওয়ার। এতদিন একসাথে থেকে আজ তাকে একা ছেড়ে দিতে পারেনা বি-পিতা হোরেস হলি।

দুর্গম পর্বতমালা, দুস্তর মরুভূমি পেরিয়ে আয়েশার খোজে এশিয়ার পথে রওনা হল লিও ও হলি।লিওর বিশ্বাস আয়েশা এশিয়ার কোন এক বরফ ঘেরা উপত্যকাতে আছে, শাসন করছে অজানা কোন এক রাজ্য।

খোঁজে বেরিয়েছে ১৬ টি বছর কিন্তু কই আয়েশার সেই স্বপ্নে দেখানো উপত্যকা?

হেটে হেটে,না খেয়ে এক সময় দুজনের মরার উপক্রম হল।আর তখনই যেন ভাগ্য দেবতা হাত বাড়িয়ে দিলেন!তারা খুজে পেল একটি পৌরাণিক মঠ।সেখানে থাকা সাধুদের সাহায্যে সুস্থ হয়ে উঠলো দুজন।তাদের ভ্রমন যাত্রার উদ্দেশ্য শুনে এক সাধু বলল, এমন এক উপত্যকা আছে, কিন্তু সেখানে যাওয়া মোটেও সহজ নয়।

কিন্তু জীবনের রহস্য অনুসন্ধান আর ভালোবাসার টানে যারা বেরিয়েছে, তারা কি কোন বাধা মানবে!

অবশেষে পাওয়া গেল সেই উপত্যকার খোজ আর সেখানে এবার তাদের প্রান বাঁচালো আতেন খানিয়া নামে এক রানী। সেই খানিয়া বিশ্বাস করে লিও তার স্বপ্নে দেখা রাজপুত্র! সে কিছুতেই লিওকে আয়েশার কাছে যেতে দিবেনা। লিওকে আতেন খানিয়া তার কাছে আটকে রাখবে যেকোন কিছুর বিনিময়ে। আর লিও সেটা ভাল করেই জানে খানিয়া তাকে ভালবাসে সে কিছুতেই তাকে যেতে দিবেনা আয়শার কাছে। কিন্তু লিওর যে যেতেই হবে সেই ভয়াল অগ্নি-পর্বতে।

অবশেষে একদিন পালিয়ে গেল খানিয়ার কালুন রাজ্য থেকে। আয়েশার সাথে দেখা করার আশায় সেই অগ্নি পর্বতের দিকে।

শেষ পর্যন্ত কি সত্যিই আয়েশার দেখা পেয়েছিল লিও? কিংবা পূর্বজন্মে খানিয়ার সাথে কি সম্পর্ক ছিল লিওর?
কিংবা শেষ পর্যন্ত কি পরিনতি হয়েছিল লিওর?

জানতে হলে হ্যাগার্ডের এই অমর বইটি পড়ার আমন্ত্রন রইল!

এই সিরিজ এর প্রথম বই "শী" এর রিভিউ পড়ার জন্য - Click This Link

হ্যাপি রিডিং! :)

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭

অঞ্জন ঝনঝন বলেছেন: কালকেই বইটা দেইখা ভাবছিলাম নিমু নাকি নিমু না। আজকেই আপনার পোস্ট দেখলাম। অনুবাদ কেমন লাগছে?

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

ফাহাদ জুয়েল বলেছেন: নিঃসন্দেহে নিতে পারেন, অনুবাদের মান খুব ভালো।
আশা করি ভালোই লাগবে।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বহুবার বহুজায়গায় শী আর রিটার্ন অফ শী এর রিভিউ পড়েছি। এবার মনে হয় কিনতেই হবে। পড়া হয়ে উঠেনি এখনো।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

ফাহাদ জুয়েল বলেছেন: পড়ে ফেলুন,আশা করি নিরাশ হবেন না।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

নোমান প্রধান বলেছেন: এটা বই না! এটা স্যার হেনরীর তৈরি অতিশক্তিশালী কাগুজে বোম

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৭

ফাহাদ জুয়েল বলেছেন: "এটা বই না! এটা স্যার হেনরীর তৈরি অতিশক্তিশালী কাগুজে বোম"
ভালো লাগলো কথাটা। :)

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

অপু তানভীর বলেছেন: শী আর রিটার্ন অফ শী দুইটাই চমৎকার ।
একবার পড়া শুরু করলে শেষ না করে উঠার উপায় নেই !

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৯

ফাহাদ জুয়েল বলেছেন: সত্যিই তাই!

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১১

রাশেদ সিমান্ত বলেছেন: শী আর রিটার্ন অফ শী দুইটা বই-ই চমৎকার ।
একবার পড়া শুরু করলে শেষ না করে উঠার উপায় নেই !
প্রিয় পাঠক আরো মজার মজার ভিডিও দেখতে ক্লিক করুন
Bangla Funny Video রিক্সাওয়ালা

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩০

ফাহাদ জুয়েল বলেছেন: :)

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৯

পুলহ বলেছেন: পড়তে হবে। ভালো লাগলো আপনার সংক্ষিপ্ত বই পরিচিতি
++++

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩২

ফাহাদ জুয়েল বলেছেন: হ্যাপি রিডিং!
মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৬

রক্তিম দিগন্ত বলেছেন:



শী এবং রিটার্ন অফ শী দুটোই অস্থির মাপের বই। তবে, রিটার্ন অফ শী বেশি ভাল লেগেছিল আমার। অ্যাডভেঞ্চারটাই ছিল মুগ্ধ করার মত। এই বই শুরু করার পর শেষ না করা পর্যন্ত উঠতে পারিনি। চুম্বকের মত আঁটকে রেখেছিল যেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৪

ফাহাদ জুয়েল বলেছেন: হেনরি রাইডার হ্যাগার্ড এর বই মানেই অ্যাডভেঞ্চারের নতুন জগতে প্রবেশ করা।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৮

মাদিহা মৌ বলেছেন: বাইরের লেখকদের মধ্যে হ্যাগার্ড আমার সবচেয়ে প্রিয় লেখক। উনার বইগুলি এত বেশি অন্যরকম যে চুম্বকের মত আটকে রাখে। নিঃসন্দেহে এই বইটা তার সেরা বইগুলির একটা …

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫

ফাহাদ জুয়েল বলেছেন: সহমত পোষণ করছি।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

চন্দ্রনিবাস বলেছেন: বাহ দারুণ।

নাহ হচ্ছে না রহস্যের সমাধানের জন্য বইটা হাতে না নিয়ে পারছি না। ধন্যবাদ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

ফাহাদ জুয়েল বলেছেন: করেই ফেলুন না রহস্যের সমাধান,শুভ কামনা রইল! :)

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

মোস্তফা সোহেল বলেছেন: হেনরি রাইডার হ্যাগার্ড আমার প্রিয় লেখক

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

ফাহাদ জুয়েল বলেছেন: আপনার মত অনেকেরই প্রিয় লেখক উনি।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩

ইমরান আল হাদী বলেছেন: এত সুন্দর রিভিউ এর পর না পড়লে সেটা অপরাধেনন সামিল। আর মন্তব্য গুলি পড়ার পর মনে হচ্ছে দুইটি বই পড়তে হবে।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

ফাহাদ জুয়েল বলেছেন: পড়ে ফেলুন! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.