![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই: থ্রি এএম
লেখক: নিক পিরোগ
অনুবাদ: সালমান হক
প্রকাশনী: বাতিঘর প্রকাশনী
থ্রি এএম গল্পটা হেনরি বিনস নামক একজনকে নিয়ে । যে কিনা অদ্ভুত এক মেডিকেল কন্ডিশনে ভুগছে । যে রোগে আক্রান্ত মানুষ সারাদিনে মাত্র ১ ঘণ্টা জেগে থাকতে পারে,এবং বাকি ২৩ ঘন্টা কাটিয়ে দেয় ঘুমিয়ে। সারা পৃথিবীতে এরকম রোগীর সংখ্যা মাত্র তিন জন।আর তার মাঝেই প্রথম এই রোগটি শনাক্ত হওয়ায় “হেনরি বিনস” নামেই নামকরন করা হয় এ রোগের।
“আমি হেনরি বিনস আর আমার হেনরি বিনস আছে!” এভাবেই নিজের পরিচয় তুলে ধরেছেন আমাদের গল্পের নায়ক!
জেগে থাকার এক ঘণ্টা সময়ের মাঝেই তার সবকিছু করতে হয়। গোসল, খাওয়া-দাওয়া, ব্যায়াম, শেয়ার ব্যবসার দেখাশোনা, পড়া, গেইমস অব থ্রোন দেখা... সব করতে হয়। জীবন নিয়ে তার আফসোস নেই, মানিয়ে নিয়েছিলও সব।
এমন ভাবেই তার জীবন চলে আসছিলো এতদিন ।কিন্তু হঠাৎ একটি ঘটনা তার নিস্তরঙ্গ জীবনে নিয়ে আসে ভিন্ন ধর্মী এক উত্তেজনা।তার বাসার ঠিক বিপরীত বাসা থেকে ভেসে আসে এক নারীর চিৎকার ।খুন হয় একটা মেয়ে।হেনরি বিনস জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখে একজন লোক সেই বাসা থেকে বের হয়ে আসছে । এবং সেই বের হওয়া মানুষটা আর কেউ নন, স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট !
এর একমাত্র সাক্ষী হেনরি বিনস। ততক্ষনে ৪ টা বেজে গেছে, আর সেও ঢলে পড়ে ঘুমের রাজ্যে!পরদিন রাত তিনটায় আবার তার ঘুম ভাঙ্গে, ইন্টারনেট এ খোজ নিয়ে দেখে কোন খবর বেরিয়েছে কিনা এ নিয়ে।কিন্তু না কোন কিছুই বের হয়নি।
জগিং করতে গিয়ে কৌতূহলবশত সে নিজেই ঢুকে পড়ে ঐ বাড়িতে,এবং মৃতদেহ আবিস্কার করে।সাথে পায় মেয়েটির মোবাইল ফোন আর পোষা বিড়াল। এদিকে তার ঘুমের সময় চলে এসেছে।হাতে যে সময় আছে এই সময়ে সে তার বাসায় ফিরতে পারবেনা!তাহলে,কি করবে হেনরি? পুলিশ এসে যদি লাশের সঙ্গে তাকেও উদ্ধার করে??
কেসটির সঙ্গে জড়িয়ে যায় সে। সত্যিই কি প্রেসিডেন্ট নিজেই মেয়েটিকে খুন করেছেন? নাকি অন্য কেউ? দিনে মাত্র ১ ঘণ্টা জেগে থাকা হেনরি বিনস কি পারবে সত্যিকারের খুনি কে, তা বের করতে?
যদি আগে পড়া না থাকে, প্রতিটি পৃষ্ঠায় টান টান উত্তেজনা ও টুইস্টে ভরপুর এ থ্রিলারটি পড়ে নিজেই জেনে নিন উত্তরগুলো!
আর সবশেষে অনুবাদক সালমান হক কে ধন্যবাদ দিতেই হয়,এমন সহজ,সরল,সাবলীল অনুবাদের জন্য।
বই পড়া শুভ হোক!
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৫
ফাহাদ জুয়েল বলেছেন: যেহেতেু নতুন বই,তাই প্রকাশকের র্স্বাথেই পিডিএফ লিন্ক দিচ্ছি না।
বই কিনে নিন,দাম খুব বেশি না। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: লিংক দেন।