নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন ও বাস্তবতাকে পাশাপাশি নিয়ে চলা নিতান্তই সাধারন একজন মানুষ।

ফাহাদ জুয়েল

ফাহাদ জুয়েল › বিস্তারিত পোস্টঃ

আজ ইংরেজ লেখিকা জেন অস্টেন এর মৃত্যু দিবস

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৭



বিশ্বসাহিত্যের সেরা প্রেমের উপন্যাসগুলোর মধ্যে জেন অস্টেন এর "প্রাইড অ্যান্ড প্রেজুডিস" এর অবস্থান প্রথম দিকেই। খুব সম্ভবত রকমারি থেকে পাওয়া একটি মেইলে পড়েছিলাম- বিশ্বসাহিত্যের সেরা দুটি প্রেমের উপন্যাস হচ্ছে- "প্রাইড অ্যান্ড প্রেজুডিস" এবং "আন্না কারেনিনা"। যা হোক, স্মৃতিশক্তি খুব বেশি ভালো না বলে এটা নিশ্চিত করছি না!

১৮১৩ ইং সালে প্রকাশিত প্রাইড অ্যান্ড প্রেজুডিস বইটি আধুনিক পাঠক সমাজের নিকটও সমানভাবে জনপ্রিয়।

তার লেখা এই একটা বই-ই আমি পড়েছিলাম, আর এই একটা বই-ই আমার পড়া সেরা বইয়ের তালিকার প্রথম দিকেই অবস্থান করছে।

জীবদ্দশায় তিনি লেখক হিসেবে প্রতিষ্ঠা পেলেও খ্যাতি অর্জন করতে পারেন নি। তবে ১৮৬৯ ইং সালে "আ মেমোয়ার অফ জেন অস্টিন" নামে একটি বই প্রকাশিত হওয়ার পর তার জনপ্রিয়তা বেড়ে যায়, এবং তাকে নিয়ে নতুনভাবে আলোচনা ও গবেষনা হতে থাকে। এবং একটি জেনীয় অনুরাগী সংস্কৃতি গড়ে ওঠে। তার প্রধান রচনাশৈলী রোমান্টিক কথাসাহিত্য। কথার জাদুকর তিনি, মাত্র ছটি উপন্যাসের মাধ্যমে কথার শিল্পে তিনি আজো মন্ত্রমুগ্ধ করে রেখেছেন সারা বিশ্বের লাখো কোটি পাঠককে।

ইংরেজি সাহিত্যের সর্বাপেক্ষা বহুপঠিত লেখকদের সারিতে স্থান পাওয়া জেন অস্টেন ১৮১৭ ইং সালের আজকের এদিনে মৃত্যবরন করেন।

প্রয়াণ দিবসে লেখিকার জন্য রইল গভীর শ্রদ্ধা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৫

মনিরা সুলতানা বলেছেন: আমার প্রিয় লেখক !!
গভীর শ্রদ্ধা লেখকের জন্য ;

২| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১:০৬

বেনামি মানুষ বলেছেন: প্রাইড এন্ড প্রেজুডাইস যতোটা না প্রেমের উপন্যাস তার চেয়েও বেশি মানব মনের আভ্যন্তরীন ব্যাপার স্যাপার নিয়ে লেখা উপন্যাস।
মানুষ সম্পর্কে মানুষের বিচার, দর্শন প্রভৃতির এক সুন্দর ব্যাখ্যা এই উপন্যাসে দিয়েছেন জেন অস্টিন।

ধন্যবাদ লেখককে এরকম একজন বিদেশি সাহিত্যিককে স্মরণ করায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.