![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকান লাইব্রেরি অফ কংগ্রেস।
পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরী । সুবিশাল এই লাইব্রেরীর সংগ্রহে আছে সর্বাধিক সংখ্যক বই, রেকর্ডিংস ,মানচিত্র ও পাণ্ডুলিপি । এগুলো সংখ্যায় ৩৩,০১২,৭৫০ টি । এটি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং আমেরিকার সব থেকে পুরোনো লাইব্রেরী । আমেরিকান লাইব্রেরী অব কংগ্রেস স্থাপিত হয়েছিল ১৮০০ সালে । প্রেসিডেন্ট জন অ্যাডামস যখন সরকারী কার্যাবলী ফিলাডেলফিয়া থেকে ওয়াশিংটন এ স্থানান্তর করেন তখন থেকে এর যাত্রা শুরু ।
বিস্ময়কর ব্যাপার হল, এতে ৫৪০ মাইল দীর্ঘ সেলফ রয়েছে যাতে ৯০ মিলিয়ন বই কিংবা অন্যান্য জিনিসপত্র রাখা যাবে। এই লাইব্রেরিতে রয়েছে বিভিন্ন দেশের পত্রপত্রিকা, ছবি, হাতে লেখা বই, মানচিত্রসহ অবাক করার মতো অনেক কিছু। রয়েছে চীন, জাপান, রাশিয়া সহ বিভিন্ন দেশের বই। বইগুলো অধিকাংশ বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, বিভিন্ন দেশের আইনসহ বিভিন্ন বিষয়ের ওপর রচিত। এখানে রয়েছে হস্তলিখিত বইয়ের বিরাট সংগ্রহশালা।
লাইব্রেরির স্থপতি হলেন পেয়ারসন এবং ইউলসন। লাইব্রেরি পরিচালনার খরচে টাকা জোগাড় করতে ট্রাস্টি ফান্ড গঠন করা হয়। এরপর আমেরিকার অনেকে স্বপ্রণোদিত হয়ে ওই ফান্ডে টাকা জমা দেয়া শুরু করেন। অনেকই দেন বিভিন্ন বই এবং পত্রপত্রিকা।
২| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮
এপিস বলেছেন: বাংলাদেশে যদি এমন লাইব্রেরী প্রতিষ্ঠিত হতো!
৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই লাইব্রেরীতে যাওয়ার লোভ হয়।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
নিভৃতচারীর ডায়েরী বলেছেন: ভালো পোস্ট ।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭
কানিজ রিনা বলেছেন: ভিষন কৌতুহল, যদি লাইব্রেরীটা হাতের
কাছে পেতাম। শুনেছি ওখানে সাধারন
মানুষের প্রবেশ নিশেধ। ধন্যবাদ।