![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- বিয়ে করেছেন?
- উহু
- কারো জন্য অপেক্ষায় আছেন?
- কার জন্য থাকবো?
- কেন, প্রেম করেন না?
- না
- এখনো তাহলে আগের মত 'গুডবয়' হয়েই আছেন। আপনি বেশি ভালো মানুষ। এই টাইপের মানুষের ভাগ্যে প্রেম জুটে না। তবে সুন্দর মনের একটা বউ পাবেন, দেখে নিয়েন।
- :-)
- আজকে একটা সত্যি কথা বলি?
- হুম
- আপনি যতবার আমার সামনে আসতেন, আমি শুধু ভাবতাম, আপনি কেন আমাকে কিছু বলছেন না। আমি চাইতাম আপনি আমাকে কিছু বলুন।
- কিছু বলার মত সাহস ছিল না আমার
- আপনি যদি একটু সাহস করে বলে ফেলতেন তখন..
- যেদিন চলে গিয়েছে তা নিয়ে আর ভাবি না
- আরেকটা কথা বলি?
- হুম
- আপনাকে আমার প্রায়ই মনে পড়ে। আচ্ছা, আমাকে মনে পড়ে আপনার?
- কী মনে হয়?
- অনেক কিছুই মনে হয়।
- :-)
২| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০১
তানভীর আহমেদ শৈশব বলেছেন: অনেক কিছই মনে হয়?
:-)
কি কি?
- তা মনে নেই
-)
.......
৩| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো ।
৪| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০০
আখেনাটেন বলেছেন: আক্ষেপ......না পাওয়ার বেদনা......এ ভাবেই চলবে জগৎ সংসার।