![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
এইরকম ডিস্টার্বিং-শকিং নিউজ আগে পড়েছি বলে মনে হয় না। ঘটনাটি নাইজেরিয়ার লাগোস প্রদেশের মাইল ১২ শহরের। ঘটনাটির মেয়েটির স্কুল শিক্ষকে সাম্প্রতিক কিছু কর্মকান্ডে মেয়েটিকে সন্দেহ করে জেরা করলে বের হয়ে আসে এই ঘটনা।
মা-বাবা হারা এই মেয়েটি ৭ বছর বয়সে তার খালার সাথে থাকার জন্য আসে মাইল ১২ শহরে। এই সময়ে প্রতিবেশী এক মধ্যবয়সী পশুর লালসার স্বীকার হয়। নিয়মিত যৌন নীপিড়নের এক পর্যায়ে ওই লোকটি যৌন সম্পর্ক স্হাপন করে। বছর খানেক পর ওই লোক ওই এলাকা ছেড়ে চলে যায়। কিন্তু বাচ্চা মেয়েটির মনে রেখে যায় গভীর শারীরিক-মানসিক বৈকল্য। মেয়েটি যৌন কর্ম করা ছাড়া এখন আর থাকতে পারে না। সে নিজেই প্রতিবেশীদের মধ্যে থেকে খুজে নেয় নানান বয়সী সংগী। যখন কাউকে পায় না তখন নিকটস্হ এক ব্রীজের নীচে যেয়ে পুরুষদের কাছে আক্ষরিক অর্থেই ভিক্ষা করে তার সাথে যৌন কর্ম করার জন্য।
অর্থনৈতিক ভাবে দরিদ্র এই এলাকার একটি এনজিও এর তত্ত্বাবধানে মেয়েটিকে এখন রিহ্যাব দেয়া হচ্ছে।
অপরিণত বয়সে যৌন নীপিড়ন কিভাবে একটা শিশুর মানসিকতার পরিবর্তন করে দেয় তার একটি বড় উদহারণ এটা। কিছুদিন আগে ব্লগার নাজনীন১ এই বিষয়ে একটি পোষ্ট দিয়েছিলেনঃ শিশু যৌন হয়রানি/ ইনসেস্ট/ পেডোফিলিয়া -- সামাজিক প্রতিকার কিরূপে?। তাই সবাই সচেতন হোন।
মূল খবর
০৮ ই জুন, ২০১২ রাত ১২:০১
বিডি আইডল বলেছেন: খবরটা পড়ার সময় আপনার পোষ্টটার কথা মনে হচ্ছিলো....এই ভাইরাস যেভাবে ছড়িয়েছে...সেভাবে কোন প্রচার-সচেতনতা তৈরি হয় নি
২| ০৭ ই জুন, ২০১২ রাত ১১:৪৩
নাজনীন১ বলেছেন: ফেইসবুকের 'নারী' গ্রুপে সবাইকে এড হবার জন্য আমি নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে অনুরোধ জানাচ্ছি। আসুন সবাই মিলে অল্প করে হলেও নিজে, নিজের পরিবারকে, পরিচিতজনকে সচেতন করে তুলি। কারো পক্ষে যদি এর চেয়েও বেশি করা সম্ভব, লেখালেখি, সচেতনমূলক ভিডিও, কার্টুন তৈরী, কোন ফিচার তৈরী, সেমিনার, বা বিভিন্ন শিশুদের স্কুলে গিয়ে তাদেরকে সচেতন করা---- যার পক্ষে যাই-ই সম্ভব হয়, তাই যেন করি...
আপনার লেখাটা আমি গ্রুপে শেয়ার করছি।
০৮ ই জুন, ২০১২ রাত ১২:০১
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই জুন, ২০১২ রাত ১১:৪৪
নাজনীন১ বলেছেন: গ্রুপের লিন্ক,
Click This Link
৪| ০৭ ই জুন, ২০১২ রাত ১১:৪৭
Eisenheim বলেছেন: ভয়াবহ নিজের সামান্য সময়ের লালসা চরিতার্থ করার জন্যে কিভাবে একটা শিশুর শৈশবকে নষ্ট করে দিলো নরপিশাচটা..
০৯ ই জুন, ২০১২ রাত ১:৪৮
বিডি আইডল বলেছেন: ভয়ের বিষয় হচ্ছে এই ঘটনা আমাদের সমাজেও হচ্ছে
৫| ০৭ ই জুন, ২০১২ রাত ১১:৫০
নিশাচর নাইম বলেছেন: ভয়াবহ অবস্থা দেখি...
৬| ০৭ ই জুন, ২০১২ রাত ১১:৫২
লিন্কিন পার্ক বলেছেন:
আহারে !!
৭| ০৭ ই জুন, ২০১২ রাত ১১:৫৭
ফাহাদরক্স বলেছেন: হায় হায় রে! আমার তো লাগোসে একটা ফ্রেন্ড আছে, ওর কি অবস্থা জানি!
৮| ০৭ ই জুন, ২০১২ রাত ১১:৫৯
পিওর গাধা বলেছেন:
৯| ০৮ ই জুন, ২০১২ রাত ১২:০৫
সাজিদ ঢাকা বলেছেন:
১০| ০৮ ই জুন, ২০১২ রাত ১২:৩৬
শাহ মো. আরিফুল আবেদ বলেছেন:
১১| ০৮ ই জুন, ২০১২ ভোর ৪:১২
মুনসী১৬১২ বলেছেন:
১২| ০৯ ই জুন, ২০১২ রাত ১২:৪৫
আমি তুমি আমরা বলেছেন: পুরা বেকুব হয়ে গেলাম
১৩| ০৯ ই জুন, ২০১২ রাত ১০:৪২
রোদঁশী বলেছেন: ক্রাইম পেট্রোলে এমন একটা ঘটনা দেখেছি।মেয়েটি ১২বছরের ছিলো আর প্রতিবেশি ছিলো তার বাবার বন্ধু।মেয়েটি ঠিক বুঝতেও পারতো না কাকা রূপী নরপিশাচ টা কি করছে তার সাথে।প্রতিনিয়ত যৌন নিপিড়নের ফলে মেয়েটির পেটে খুব ব্যাথা হয়,মেয়েটি মনে করে যে তার পেটে বাচ্চা।এতটুকু বোঝার বয়সও তার হয়নি যে সে পেটে বাচ্চা ধারন করার বয়স তার হয়নি।মেয়েটির বাবা সব ঘটনা জানতে পেরে সেই প্রতিবেশি নরপিশাচ টার বিরুদ্ধে কোন স্টেপ না নিয়ে উল্টো তাকে অনুরোধ করে কাউকে কিছু না বলার জন্য।পুলিশ সব জেনেও কিছু করতে পারে না কারণ মেয়েটির বাবা কোন কারো বিরুদ্ধে কোন কেস করতে রাজি হয়নি।এভাবেই থেকে যায় ঘটনা টা,শুধু মেয়েটির জীবনে রেখে যায় এমন কিছু যা হয়তো চাইলেও সে ভুলতে পারবে না।
১৪| ০৬ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৯
digitalpagla বলেছেন: @রোদঁশী শুধু ইন্ডিয়া -পাকিস্তানেই এর অবস্থা ভয়াবহ নয়....
বাংলাদেশ এর অবস্থাও খারাপের দিকে।
সনি টিভিতে হরমামেশাই দেখছি এসব
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১২ রাত ১১:৩৮
নাজনীন১ বলেছেন: ভয়াবহ অবস্থা!