নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

ব্লগার থাবা-বাবাকে খুনের ইন্ধন দেয়া সোনার বাংলা ব্লগ থেকে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

সোনার বাংলা ব্লগ সাইটটে সম্ভবত এখন ঢুকতে পারবেন না। নীচে ১১ই ফেব্রুয়ারীর একটি পোষ্টের ডাউনলোড লিংক দিলাম মিডিয়াফায়ারে। পোষ্টটি পড়লেই বুঝবেন এই খুনের ইন্ধনদাতাদের।



http://www.mediafire.com/?ycsyrn4auinbqc7

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

কোডনেম ৬৬৬ বলেছেন:
সবাইকে বলতেছি- উস্কানি দেয়া পোস্টের লেখকের ব্লগ আইডি tanimaust।কে এই tanimaust? আহসানউল্লাহতে পড়ে এমন ব্লগাররা তানিম নামক এই ছাগুর বাচ্চাকে চিহ্নিত করেন।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহু তুমিই এর বিচার কর্তা

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

রাফােয়ল িসদ্‌িদক বলেছেন: জামাত শিবির কি তালেবান নাকি যে সবাইকে জানিয়ে খুন করে নাকি? জানতাম না তো। নাকি এর অন্য কোন কারন আছে।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

ভুদাই বলেছেন: হাস্যকর পোষ্ট

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

বিডি আইডল বলেছেন: জ্বী এলা হাসতে থাকেন

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

এডওয়ার্ড মায়া বলেছেন: থাবা_বাবা র লেখা গুলো ভাল লাগে নাই।তাই বলে কারও এমন মৃত্য আশা করি না।
বিচার চাই ?

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

ভুদাই বলেছেন: হাস্যকর পোষ্ট

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

বিডি আইডল বলেছেন: জ্বী এলা হাসতে থাকেন

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

ফায়ারম্যান বলেছেন: কোডনেম ৬৬৬ বলেছেন: সবাইকে বলতেছি- উস্কানি দেয়া পোস্টের লেখকের ব্লগ আইডি tanimaust।কে এই tanimaust? আহসানউল্লাহতে পড়ে এমন ব্লগাররা তানিম নামক এই ছাগুর বাচ্চাকে চিহ্নিত করেন।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ১৬ই ডিসেম্বর এর আগে কিন্তু ১৪ই ডিসেম্বর আসে... সময় এসেছে প্রত্যয়টাকে আরও দৃঢ়ও করার..

জয় আমাদের হবেই হবে.।.।.।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: গুগল চেস থেকে থাবা বাবার পোস্ট গুলা দেখার চেস্টা করলাম । তাতেই বুঝলাম ক্যান মারা হল তাকে । সেইরকমের নাস্তিক ছিল । তবে এর জন্য গলা কাটতে হবে এটাও নৃশংসতা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

বিডি আইডল বলেছেন: গুগুল চেস বলে কোন জিনিষ গুগুল বানায়নি। শব্দটা ক্যাশ।

ধারণা করছি আপনি আস্তিক। সিরিয়াস রকমের। একজন নাস্তিককে গলাকেটে হত্যা করতে হবে এই বিষয়ক ইসলামী রেফারেন্স দেখাতে পারবেন??

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ব্লগ লিখতে গিয়ে এইভাবে মানুষদের খুন হতে হয়, তাহলে ব্লগ লিখে লাভ কি?? বিচার করার অধিকার শুধু আল্লাহ অ্যান্ড দেশের বিচার বিভাগের। একজন সাধারণ মানুষের বিচার ক্ষমতা আল্লাহ দেন নাই। প্লিজ আপনারা যারা আছেন তাদের বলছি দয়া করে গালাগালি, ঝগড়াঝাঁটি, খুনাখুনি বাদ দিয়ে সুস্থ ব্লগ চর্চা করি এবং যুক্তি ও বিবেক দিয়ে তা খণ্ডন করি। মানুষ খুন করার চেয়ে বড় অপরাধ আর নেয়।
আল্লাহ সবাই কে হেদায়েত করুন :(

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

ফোকাস-০০৭ বলেছেন: দেশে এই রকম হানাহানি চলতে থাকলে পরিস্থিতি আরো খারাপ হবে,গঠনাটা দুঃখ জনন হলে ও একজন নাস্তিকের জন্য দোয়া করার কিছু নাই, ;) ;) যে যার কর্মের ফল ভোগ করবে, :( :(

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

shomoyerdam বলেছেন: এত দিনে বুঝলাম পাবলিল তুমারে বিচি আইডল কেন কয়,
তোমার মাথায় ঘিলু নাই, আছে খালি বিচি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

বিডি আইডল বলেছেন: তোর বিচি দুইটা আছে তো ঠিকমত? না সেইগুলা গু আযমরে ভাইজা খাওয়াইছোস?

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

হামিম ঢাকা বলেছেন: বিচি আইডল আস্তিক নাস্তিক................. কি শুরু হলো??
ওই লোকটার আইডি তে গিয়ে দেখলাম অদ্ভূত সব বাজে বাজে লেখা রাসূল স: কে নিয়ে ।
আর সোনার বাংলা উস্কানী দাতা, ফাও কথা প্রমান করেন।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

নাইট রিডার বলেছেন: ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: গুগল চেস থেকে থাবা বাবার পোস্ট গুলা দেখার চেস্টা করলাম । তাতেই বুঝলাম ক্যান মারা হল তাকে । সেইরকমের নাস্তিক ছিল । তবে এর জন্য গলা কাটতে হবে এটাও নৃশংসতা


ভাই আমি ও আস্তিক, আপনার চেয়ে বেশী না হলেও কম না আমার ধর্মিয় অনুভুতি। কিন্তু এইজন্য আমি কোন নাস্তিক কে খুন তো দূরের কথা তাদের কে মৃদু আঘাত করাকেও সাপোর্ট করব না, আর এই শিক্ষা আমি পেয়েছি ইসলাম থেকে, সবচেয়ে বড় মুসলমান থেকে, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ (সাঃ)। তার জিবনে তিনি যত নাস্তিক আর পৌত্তলিক দ্বারা নির্যাতিত হয়েছেন,তাদের কাউকে তিনি আঘাত করেন নি মেরে ফেলা দূরের কথা, যুদ্ধের ময়দান ছাড়া তিনি কোন ও অমুসলিমকে য়াঘাত করার কথই।চিন্তাতেও আনেন নি।এখন আপনি বলেন আপনি এর চেয়ে বড় মুসলমান আর কাকে পেয়েছেন যে আপনাকে একটি হত্যাকান্ডকে সমর্থন করতে শিক্ষা দিয়েছেন।

আপনার মত এইসব বক ধার্মিকদের জন্য আজ মুসলমানদের এত দুর্নাম।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

বিডি আইডল বলেছেন: হযরত মুহাম্মদ (সাঃ) অন্য ধর্মের ব্যাপারে বা ইসলাম ধর্ম বিদ্ধেষীদের ব্যাপারে বহুবারই বহুরকম সহনশীলতার পরিচয় দিয়েছিলেন। ইসলাম ধর্মের প্রসার হয়েছিলো তাঁর সেইরকম আচরণের কারণেই, কোনরকম এক্সট্রিমিজম দিয়ে নয়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: ভুদাইয়ের সাথে সোনাব্লগের কোন সম্পর্ক আছে কি?

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

ঘুমকাতুর বলেছেন: একটা মানুষ হত্যা করা হইছে যে কিনা রাজাকার মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখতো। এখন তারে নিয়া যারা বাজে মন্তব্য করতাছে তাদের লেঞ্জা কিন্তু ঠিকই দেখা যাইতাছে

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আস্তিক নাস্তিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই বাংলাদেশি। প্রজন্ম চত্তরের আন্দোলনে সকলেরই অধিকার আছে শরিক হবার। ধর্মতত্ত্ব আর রাজনীতি একত্র করবেন না। বাংলাদেশ ধর্মীয় কারণে স্বাধীন হয় নি - হয়েছে রাজনৈতিক একতার কারণে। চলমান আন্দোলনকে ধর্মীয় আলোচনা দিয়ে নষ্ট না করার অনুরোধ রইলো।

এ হত্যায় যেন আমাদের চেতনা নিহত না হয়। চলুন গণজাগরণকে সফলতার দিকে নিয়ে যাই।

নাস্তিকের সাফায়েত পাওয়া আরও জরুরি। চলুন জানাজায় মিলিত হই শাহবাগে গিয়ে!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

বিডি আইডল বলেছেন: আপনান চিন্তা ভাবনার প্রতি শ্রদ্ধা জানালাম

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

রোবোট বলেছেন: সামুতে আসিনা বললেই চলে। তোমার পোস্ট দেখে ভালো লাগলো। শাহবাগের আন্দোলন বিএনপির বিরুদ্ধে না, আওয়ামী লীগের পক্ষে না। এটা নারী-পুরুষ, উদার-রক্ষণশীল, নাস্তিক-আস্তিক সবার অংশগ্রহণ করা আন্দোলন। তুমি ঘোষণা দেয়া বিএনপি সমর্থক, এখন তোমার পোস্ট দেখে যদি কোন উজবুকের মতি ফেরে।

(২০০৯-১০এ বোধ হয় তুমি করেই বলতাম তোমাকে)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

বিডি আইডল বলেছেন: বিএনপি পন্হীদের একটা বড় অংশই জামাতকে ঘৃণা করে। সমস্যা হলো জামাতকে নিয়ে রাজনীতিকরণ। এই রাজনীতির কারণে শেখ হাসিনা আগে জামাতের সাথে আতাতঁ করেছে, এখনও জামাতকে নিষিদ্ধ করবে না আর বিএনপির নেতৃত্ব এই বিষয়ে চুপচাপ থাকবে, সরকার-জামাত সম্ভাব্য আতাঁতের গুন্জনে।

জ্বী তুমিই বলতেন...বয়সে আপনার অনেক ছোট হবার কথা আমার।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

htusar বলেছেন: নাইট রিডার বলেছেন: ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: গুগল চেস থেকে থাবা বাবার পোস্ট গুলা দেখার চেস্টা করলাম । তাতেই বুঝলাম ক্যান মারা হল তাকে । সেইরকমের নাস্তিক ছিল । তবে এর জন্য গলা কাটতে হবে এটাও নৃশংসতা


ভাই আমি ও আস্তিক, আপনার চেয়ে বেশী না হলেও কম না আমার ধর্মিয় অনুভুতি। কিন্তু এইজন্য আমি কোন নাস্তিক কে খুন তো দূরের কথা তাদের কে মৃদু আঘাত করাকেও সাপোর্ট করব না, আর এই শিক্ষা আমি পেয়েছি ইসলাম থেকে, সবচেয়ে বড় মুসলমান থেকে, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ (সাঃ)। তার জিবনে তিনি যত নাস্তিক আর পৌত্তলিক দ্বারা নির্যাতিত হয়েছেন,তাদের কাউকে তিনি আঘাত করেন নি মেরে ফেলা দূরের কথা, যুদ্ধের ময়দান ছাড়া তিনি কোন ও অমুসলিমকে য়াঘাত করার কথই।চিন্তাতেও আনেন নি।এখন আপনি বলেন আপনি এর চেয়ে বড় মুসলমান আর কাকে পেয়েছেন যে আপনাকে একটি হত্যাকান্ডকে সমর্থন করতে শিক্ষা দিয়েছেন।

আপনার মত এইসব বক ধার্মিকদের জন্য আজ মুসলমানদের এত দুর্নাম।


সহমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.