নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

১৯ ব্লগারের নিরাপত্তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ--দেখে নিন আপ্নে সরকারী সুনজরে আছেন কিনা!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬



(তালিকার বাইরের ব্লগারঃ ব্লগার এক্স। গোপনীয়তার স্বার্থে যার নাম তালিকায় রাখা হয়নি)



ডা. ইমরান সরকার

অমি রহমান পিয়াল

আরিফ জেবতিক

প্রীতম আহমেদ

আসিফ মহিউদ্দিন

কামাল পাশা চৌধুরী

মাহবুব রশিদ

লাকি আক্তার

মুক্তা বাড়ৈ

শাকিল আহমেদ অরণ্য

মাহমুদুল হক মুন্সী

আলামিন বাবু

গোলাম রসুল মারুফ

কানিস আলমাস সুলতানা কিনু

জাকির আহমেদ রনি

মোরসালিন মিজান

ডা. রাশেদুল হাসান

পলাশ আহমেদ ও

রাকিবুল বাশার রাকিব



এদের মধ্যে কারো মেয়েঘটিত/পরকীয়া আছে কিনা, সেই বিষয়ে আশু তদন্ত সম্পন্ন করা প্রয়োজন।

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

সাফাত আল মামুন রণ বলেছেন: সরকার কে সাধুবাদ জানাই

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

তাসজিদ বলেছেন: list kothay pelen. ar evabe list deya ki thik?????????????

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

বিডি আইডল বলেছেন: Click This Link

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

ছোট্ট রাজকণ্যা বলেছেন: :|

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

এক্সপেরিয়া বলেছেন: সূত্রটা যদি দিতেন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

বিডি আইডল বলেছেন: Click This Link

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

আশিক মাসুম বলেছেন: আইচ্ছা!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

বিডি আইডল বলেছেন: ঠিকাছে

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

আশফাকুল তাপস বলেছেন: প্রীতম আহমেদ কি গায়ক প্রীতম?

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

আশফাকুল তাপস বলেছেন: যারা সুত্র চাচ্ছেন তাদের বলছি।এই খবরটা আজকের ইত্তেফাকে ছাপা হয়েছে।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

ফোকাস-০০৭ বলেছেন: amar name ta koi gelo list tikka :D :P :D :D amago life er dam ki panir lahan naki X( X( abar andolon hopeee X((

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

বিডি আইডল বলেছেন: আপ্নেই কি ব্লগার "এক্স"? ;)

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

জনি ইয়াহইয়া বলেছেন: এদের রক্কা করা অবশ্যই সরকারের দায়িত্ব।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: আমার নাম তালিকা থেকে বাদ দিয়ে দিল X((/:)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

বিডি আইডল বলেছেন: আপ্নেই কি ব্লগার "এক্স"? ;)

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

তামীম বলছি বলেছেন: এদের মধ্যে কারো মেয়েঘটিত/পরকীয়া আছে কিনা, সেই বিষয়ে আশু তদন্ত সম্পন্ন করা প্রয়োজন।

:P

তবে নামের সাথে ব্লগনিকগুলি দিলে খুনিদের আরেকটু সুবিধা হইত না নতুন লিস্ট করার?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

বিডি আইডল বলেছেন: এরা বিভিন্ন নিকে বিভিন্ন ব্লগে লিখে। অনেকেই আদৌ "ব্লগার" ক্যাটাগরিতেই পড়েন না।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

মোহামমদ মশিউর রহমান বলেছেন: এদের দায়িত্ত নিতেই হবে কেননা আরিফ জেবতিক ছাড়া আর কাউকে পেলাম না জে জনগনের কথা লিখতেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

বিডি আইডল বলেছেন: কবি নীরব

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

অপু ওপি বলেছেন: এদের লেখা কোন দিকে যায়?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

বিডি আইডল বলেছেন: ইন্টারনেটের দিকে!

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

বটতলার টারজান বলেছেন: মডুরা নিজেদের নাম না দেখলে পোস্ট হাওয়া করে দিবে ! ;) ;)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

বিডি আইডল বলেছেন: মডু তো কোন ছার?! জেজের এডমিন তক আছে!

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

প্রচুর বলেছেন: আমার একখানা পরকিয়ার খায়েস আছিল। কাজ হবে তাতে?

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

এম ই জাভেদ বলেছেন: কে কোন ব্লগের ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

বিডি আইডল বলেছেন: এদের অনেকেরই ব্লগিং হাতেখড়ি সামু ব্লগে হয়েছিলো। তবে বর্তমানে সম্ভবত দু'জন এখনও লিখালিখি করেন এখানে। বাকীরা আমার ব্লগ ও নাগরিক ব্লগে আছেন মূলতঃ।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০

তামীম বলছি বলেছেন: দেখলাম আপনি Click This Link এই পোষ্টে কমেন্ট করেছেন। গতকাল আমি ঐ ব্লগারের একই পোষ্টে [গতকালেও উনি একই পোষ্ট দিয়েছিলেন- এবং কিছুক্ষণ পর পর একই পোষ্ট দিতেই আছেন] কমেন্ট করার পরে আমার অবস্থা কি হয়েছে সেটা জানতে আমার এই পোষ্টের ৪ নং উত্তরটা দেখুন।

এখন তথ্য সন্ত্রাসের সময় চলছে।

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: তালিকায় সবার ব্যাপারে দ্বিমত না থাকলেও কতিপয় ব্লগার নামধারী লেখাচোর আর চটিলেখকদের ব্লগার মর্যাদা দেয়ার পক্ষপাতি আমি নই। মালালাপ্রেমী, তসলিমা নাসরিন ভক্তগণ সমাজে বিকৃত রুচির কিছু উপন্যাস ছাড়া কি রচনা করেছেন যে এই তালিকায় তাদের মত নিম্ন রুচিসম্পন্ন চটিলেখকদের স্থান দিতে হবে? ব্লগারদের নিরাপত্তায় আশু ব্যবস্থা নেয়ার জন্য সরকারকে সাদুবাদ জানাই। তবে সরকারকে অনুরোধ করব দেশের পক্ষে সর্ব​দা আওয়াজ তোলা মানসম্পন্ন ব্লগারদের তালিকায় স্থান দিন আর দ​য়া করে চটি লেখকদের বাদ দিন।

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

ঘুমকাতুর বলেছেন: এদের মধ্যে কারো মেয়েঘটিত/পরকীয়া আছে কিনা ?

ইয়ে মুন্সী নাম আছে দেখতাছি :P

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

করাত বলেছেন: ব্লগার X , ভাই আমার গোপন নাম আপনি জানলেন কেমনে? B-)) B-)) B-)) B-)) B-)) B-))

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

েরদওয়ান রহমান বলেছেন: এরে ও বিডি আইডল ভাইসাব আমার নাম নাই কেনে?ইতা কি জাত লিস্টি?বড়ও বেজার অইলাম ভাইসাব...............

২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

টয় বয় বলেছেন: -

এখন প্রমান হইলো শাহ বাগ আসলেই কোন দলের ইশারার আন্দোলন না :):):):)

২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ইনারা কারা? নামের পাশে উনাদের ব্লগীয় নিকগুলাও দিয়া দিলে চিনতে সুবিধা হইতো।

২৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

রাসেল ভাই বলেছেন: অমি রহমান পিয়াল
আরিফ জেবতিক
আসিফ মহিউদ্দিন
মাহমুদুল হক মুন্সী

এরা ছাড়া আর গুলারে তো চিনতাছি না । নিরাপত্তার এই কৌটার নাম কি ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

বিডি আইডল বলেছেন: ব্লগার বাঙাল এর পেজের একটা কমেন্টঃ

১৯ জন এলিট ব্লগারকে গানম্যানের শুভেচ্ছা, রাষ্ট্রীয় নিরাপত্তার মোবারকবাদ। অতঃপর আপনারা গণভবনের কোন নিয়ামতকে অস্বীকার করবেন?

জনতার মঞ্চে দাড়ায়ে আপনারা জনবিচ্ছিন্নতার যে অবতার সেজেছেন তা রাজনীতিবিদদের জন্য প্রাতঃস্মরণীয় হয়ে থাকবে। কাদের মোল্লার ফাঁসির দাবি নিয়ে আসা শাহবাগি জনতাকে ছাগু নিধনে লাগিয়ে দিয়ে এখন বিচারের কথা ভুলে গেলেন? কোথায় সাঈদীর রায়- প্রশ্ন করতে পারেন? গতবছরের ডিসেম্বর থেকে অপেক্ষায় আছে আইজুদ্দিনরা।

আপনারা অনলাইন এক্টিভিস্ট পীর, গণতন্ত্র চাবকান টকশোতে- কোথায় সেই গণতন্ত্র থাকে যখন নিজেরা দাবি দাওয়া পেশ করেন? কখনও অনলাইনে পোষ্ট করে জেনে নিয়েছিলেন, কতজন ৭ঘন্টা আন্দোলনের পক্ষে ছিল? গেল ১২দিনে কোন দাবিটা অনলাইনে পোষ্ট করসেন? রাজীবের লাশ আপনাদের ভাড়ামি দেখা থেকে জনগঙ্কে বঞ্চিত করেছে। নইলে আজকে ৭ঘন্টার প্যাকেজ আন্দোলন দেখতে হতো।

জামাত নিষিদ্ধ করার বিল দাবি করেছেন, পেয়েছেন ট্রাইব্যুনাল এক্টের সংশোধনী। তালিয়া দেন। ওই প্রসিকিউশন ওই ট্রাইবুনালেই করবে জামাতের প্রাতিষ্ঠানিক গনহত্যার বিচার- যারা কাদের মোল্লার ফাঁসি দিতে পারে নাই। রাষ্ট্রপক্ষের প্রসিকিশনের ব্যর্থতাকে প্রশ্নবিদ্ধ করার সৎসাহস আছে?

জয় প্রশ্নহীন ব্লগিং। জয় বাংলা। জয় সজীব। জয় প্রশ্নহীন জনতা।

২৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল।

২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

হাছুইন্যা বলেছেন: লিষ্টের কয়েকজন আগে থেকেই আওয়ামী পেইড ব্লগার, বাকীদের টানার জন্যই এই নাটক। আর ২জনের নামে মেয়েঘটিত ঘটনা শুনা যায় /:) /:)

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ওয়াহ সেলুকাস...... =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.