![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
আজকের বিডিনিউজে একটি নিউজ পড়ে থাকবেন বোধহয় সবাই। বিটিআরসির সাইবার ক্রাইম প্রতিরোধে বিশেষ টিম (বিডি-সিএসআইআরটি) ১২টি ব্লগ ও ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে । যদিও তারা মাত্র ৩ টির নাম দিয়েছেঃ সোনার বাংলা, ধর্মকারী ও বাশেঁর কেল্লা ফেসবুক পেজ। এই CSIRT টিমটি কিভাবে আমার পুরাতন ফেসবুক আইডি "বিডি আইডল" এর পিছনে লেগেছিলো তার ক্ষানিক ইতিহাস বলবো আজকে।
ফেসবুকে যারা আমার বন্ধু তালিকায় এবং সাবস্ক্রাইবার হিসেবে ছিলেন (সংখ্যাটি মোট ৮,০০০ এর মত ছিলো) তারা জানতেন ফেসবুকে আমি বাংলাদেশের সমকালীন রাজনীতি নিয়ে প্রচুর কোলাজ ছবি/কার্টুন প্রকাশ করতাম। স্যাটায়ার ধর্মী এইসব ছবির প্রায় ৯৫% ভাগই ছিলো আমার তৈরি করা। ফেসবুকের সেই আইডিতে আমার আপলোড করা ছবির সংখ্যা ছিলো ৪৫০০ এর মত, যার একটা বড় অংশ ধরেই থাকতো এইসব স্যাটায়ার।
গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে হঠাৎ একদিন দেখি একটি ছবি সরিয়ে ফেলার জন্য মেসেজ এসেছে। অনুরোধটা এসেছে সিএসআইআরটি এই আইডি থেকে। ছবিটা ছিলো শেখ হাসিনার সাথে মনমোহন সিংয়ের একটি ছবি। বাংলাদেশে আজকে কেউ পাদ দিয়ে মারা গেলে কালকে তার নামে ফেসবুকে আইডি/ফ্যানপেজ খোলা হয়, আমিও ভাবলাম এইরকম কিছু। ইগনোর করলাম। এর সপ্তাহ দুই পরে আবার রিকুয়েস্ট আসলো আর একটি ছবি সরানোর। সেটাও শেখ হাসিনার। বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা চলাকালীন স্টেডিয়ামে গিয়েছিলেন, তার একটি স্যাটায়ার। এইবার ওই নিককে একটা মেসেজ দিলাম। আপ্নারা কারা ভাই এবং এইসব ছবি সরানোর অনুরোধ করছেন কেন?
রিপ্লাইটা এই মূহুর্তে হুবুহু মনে নাই, তবে মোটামুটি যা বলেছিলো, তারা সরকারবিরোধী কর্মকান্ড মনিটর করে অনলাইনে এবং সেই অনুযায়ী অভিযোগ করে। স্বাভাবিক ভাবেই এই হরিদাস পাল আইডিরে সেই সময় ব্লক করে দেই।
এর প্রায় ২/৩ সপ্তাহ পর ফেসবকু আমার সেই আইডিটি ব্লক করে দেয়। জানতে চায় আমি আমার আসল নাম ব্যবহার করছি কিনা, করলে প্রমাণ দেও ইত্যাদি ইত্যাদি। আমার নাম-ঠিকানার সব প্রমাণই আমি দিলাম, সাথে বললাম আমি ছদ্মনাম ব্যবহার করি এবং নিজেকে নিরাপদে রাখার জন্যই করি। সাথে এও জানালাম আমার সাথে সংযুক্ত ৮০০০ ফ্রেন্ড এর মধ্যে ৮০% ভাগই ছদ্মনাম ব্যবহার করে।
অতি তড়িৎ জবাবে তারা যা জানালো তা মোটামুটি এইরকমঃ তাদের পলিসি ছদ্মনাম সাপোর্ট করে না এবং তারা আমার এই আইডির বিরুদ্ধে একটি সরকারী সংস্হার কাছ থেকে অভিযোগ পেয়েছে। তারা অত্যন্ত দুঃখিত কিন্তু আমার সেই আইডি তারা আর ফেরৎ দিবে না।
CSIRT দলে কারা আছে, তাদের কর্মপরিধি কি এবং তারা আসলে কি করে, এটা সবাইকে জানানোর সময় এসেছে বোধ হয়। বিটিআরসি আশা করি আপনারা এই বিষয়ে বিবৃতি দিয়ে পরিস্কার করবেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
বিডি আইডল বলেছেন: এই ছাগলটা আবার নতুন নিক নিয়া আসছোস??
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
সানড্যান্স বলেছেন: উই মিস ইউ বিডি!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
বিডি আইডল বলেছেন: আই মিস অল!
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
নিশ্চুপ শরিফ বলেছেন: হে হে আপনারে যে খাইয়া দেয় নাই তাই বেশি। খাইয়া দাইয়া হজম করে কইত জামায়ত শিবির খাইছি। তালিয়া
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
বিডি আইডল বলেছেন:
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
ইকরাম উল্যাহ বলেছেন: সাবস্ক্রাইবার অপশন চালু করেন
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
বিডি আইডল বলেছেন: ওইটা যে বন্ধ আছিলো তাইই তো খেয়াল করি নাই!
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
সাকিল আল মামুন বলেছেন: কপাল
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
বিডি আইডল বলেছেন: হ
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
মোমের মানুষ বলেছেন: ডর ডর করতাছে.....।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
বিডি আইডল বলেছেন: ডরের কি আছে...বড়জোর না হয় গুম হবেন!?
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
ফালতু বালক বলেছেন: ভাইগো, সমবেদনা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ ভ্রাতা...বহুদিনের একটা পুরানা নিকের সাথে কত স্মৃতি বিজড়িত এইটা হারামজাদারা যদি বুঝতো
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
ফারজুল আরেফিন বলেছেন: একদিন ফেবুর হোমপেজ রস-কষ হীন লাগছিলো, খেয়াল করে দেখলাম বিডি আইডল হাওয়া।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
বিডি আইডল বলেছেন:
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
বইয়ের পোকা বলেছেন: ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাইছি। আর যদি না অ্যাকসেপ্ট করেন, সেই ব্যবস্থাও করে রাখছি, আই এম ফলোয়িং ইউ
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
বিডি আইডল বলেছেন:
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
দূর্যোধন বলেছেন: নতুন আইডি থিকা যখন রেক পাঠাইলেন,তখন নিশ্চিত হবার জন্য কিছুদিন ঝুলায়া রাখছিলাম । দুঃখিত ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
বিডি আইডল বলেছেন: নো প্রবলেম ভ্রাতা...আপনারে খুইজা নেয়া সহজ
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
আরজু পনি বলেছেন:
আমি কিন্তু ভাবছিলাম , আমার মেসেজটা দেওয়ার পরপরই কেন আইডি নাই, তাই সেই মেসেজের সুত্র ধরে সন্দেহ করছিলাম, এখনও করি
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
বিডি আইডল বলেছেন: কবি নীরব
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৫
প্রকৌশলী আতিক বলেছেন: আবার শুরু করেন, পরাজয়ে ডরেনা বীর।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
বিডি আইডল বলেছেন: শুরু করছি তো...এইবার একদম আসল নামে
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
শামীম অহাম্মদ মজুমদার বলেছেন: বিডিদা সমবেদনা ছাড়া আর কিছু বলার নাই। নতুন নিক পাইতে একটু দেরি হইছে কিন্তু ঠিকই খুজে নিছি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ ব্রো...
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
চেয়ারম্যান০০৭ বলেছেন:
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
জটিল মেন্টাল বলেছেন: ভাগ্য ভালো সামু থেকে দিলায় নাই... নাই লেতো আপনার অস্তিত্তই বিলীন হয়ে যেত.... আবার এড দিলাম....
১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
অর্ণব আর্ক বলেছেন: তাইতে কই আন্নেরে দেকিনা কিলাই ?
১৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এরই নাম ডিজিবাকশাল
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
বাংলাদেশের আইডল বলেছেন: কেডা রে ?