![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
ক. ব্লগে এবং ফেসবুকের অপরিচিত মুখ "ব্লগার" ইমরান অবশেষে কার্যত শাহবাগের কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করলেন। বিকেল ৩টা থেকে মাঝে মাঝে "পিকনিক" মুডে লোকজন জড়ো হবার ঘোষণা দিয়ে তিনি এই কর্মসূচীর ঘোষণা করেন। অনলাইন থেকে শুরু হওয়া এই কর্মসূচীর সকল বিষয়, মতামত ব্লগ ও ফেসবুকের মাধ্যমে করা হয়েছিলো বলে তিনি দাবী করেছেন। এই সময় জামাত-শিবির পন্হী একটি মিডিয়ার সাংবাদিক তার কাছে জানতে চান কোন ব্লগে বা ফেসবুকের কোন পেজে এইসব কর্মসূচী নিয়ে ব্লগার/ফেসবুকারদের মতামত জানতে চাওয়া হয়েছিলো। ইমরান আমতা আমতা করে তার হাতে একটি ঠান্ডা পানির বোতল ও এক প্যাকেট বিরিয়ানী ধরিয়ে দেন।
খ. সরকারী ভাবো এলিট ঘোষিত ১৯ জন ব্লগারের ব্যাপারে অনেকেরই কৌতুহল তৈরি হয়েছিলো স্বাভাবিক ভাবেই। এরা কোথায় ব্লগিং করেন, কি লিখেন ইত্যাদি। ব্লগে ব্লগে এবং ফেসবুকে-ফেসবুকে হারিকেন দিয়ে সামু ব্লগের একজন এদের খুজে বেড়িয়ে সাকুল্যে ৩ জনকে খুজে পান--অমি পিয়াল, আরিফ জেবতিক আর স্বপ্নকথক/মুন্সী। বাকীরাও নিশ্চয়ই পাচঁ ওয়াক্ত নামাজী (তার বাবার ভাষ্য অনুযায়ী) রাজবী/থাবা_বাবার মত ছদ্মনামে এখানে সেখানে লিখে থাকেন।
গ. পিজি হাসপাতালের প্রিজন সেলে গো. আযম অনেকদিন ধরেই আছেন। সেখানে তিনি ৪ বেলা মুরগীল স্যুপ, ডিম, বাসমতী চালের ভাত, মিষ্টি আচার, ছোট মুরগী, দেশী মাছ ইত্যাদি দিয়ে রসনা তৃপ্ত করছেন।
ঘ. শাহবাগের প্রজন্ম চত্বর থেকে পিজি হাসপাতালের দূরত্ব কয় পা?? প্রিজন সেল থেকে গো. আযমকে ধরে নিয়ে এসে প্রজন্ম চত্ত্বরে এনে ফেলা যেত না??
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২
বিডি আইডল বলেছেন: did you even understand what I wrote??
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
মৃন্ময় বলেছেন: ম্যা বি নট...........
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
বুইড়া মাস্তান বলেছেন: আরিফ জেবতিক ব্লগে , নিউজে সম্পাদকীয়তে এত লাফাইতে পারে কিন্তু শাহবাগ গিয়া নিজে এইসব ঘোষনা দেয় না কেন? ব্লগাদের মধ্যে উনার জনপ্রিয়তাই তো সবচেয়ে বেশী... নাকি খালি লাইমলাইটে থাকার জন্য এই ধরনের লিখেই কাজ সম্পাদন...
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫
হাবিব০৪২০০২ বলেছেন: রাজীব হায়দারকে কারা খুন করেছে তাদের নাম তো পুলিশের জানা নাই, পুলিশ তদন্তের পরেই কেবল বের করতে পারবে অথচ রাজাকারদের নামের লিস্ট সরকারি নথিতেই আছে, এরপরও গ্রেফতার করার কোন আলটিমেটাম নাই
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
বিডি আইডল বলেছেন: রাজীবের খুনীদের ধরা এই সরকারের কাজ নয়....পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে মখার নির্দেশের অপেক্ষায়
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
দ্যা ইনফেমাস বলেছেন: ইমরান একটা ালের ব্লগার , সাথে নিসে এমন এক গাঞ্জুটিরে যে কিনা গানবাজনা্র নামে / সাহায্যের নামে টাকা সংগ্রহ করে আর সেই টাকা মাইরা দিয়ে গাঞ্জা খায়
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০
ইউনুস খান বলেছেন: অনলাইন থেকে শুরু হওয়া এই কর্মসূচীর সকল বিষয়, মতামত ব্লগ ও ফেসবুকের মাধ্যমে করা হয়েছিলো বলে তিনি দাবী করেছেন। এই সময় জামাত-শিবির পন্হী একটি মিডিয়ার সাংবাদিক তার কাছে জানতে চান কোন ব্লগে বা ফেসবুকের কোন পেজে এইসব কর্মসূচী নিয়ে ব্লগার/ফেসবুকারদের মতামত জানতে চাওয়া হয়েছিলো। ইমরান আমতা আমতা করে তার হাতে একটি ঠান্ডা পানির বোতল ও এক প্যাকেট বিরিয়ানী ধরিয়ে দেন।
আন্দোলনের ২য় দিনেই ড. ইমরানের ফেসবুকে গিয়ে দেখি উনি জিয়ারে রাজাকার সম্বোধন করেছে। তখনি বুঝছি হালায় রাজাকার কি জিনিস এইটা সম্পর্কেই ধারণা নাই। তখনি সন্দেহ হইছে স্বাচিপের এ নেতা আওয়ামীলীগের বুলডেজার।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
তাইনূর বলেছেন: they will make fan page & war criminal will be free ,would Jamath think this .Organizer r not fool at all .