নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

বাংগালীর মত এত বিপুল সময় খবর দেখার কাজে ব্যায় আর কোন জাতি খরচ করে না

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

ক. চৌধুরী সাহেব ঘুম থেকে উঠলেন একটু বেলা করে। রাতে দেরী করে শুয়ে সকাল-সকাল উঠা হয়ে উঠে না। বিছানায় শুয়ে শুয়ে রান্নাঘর থেকে নাস্তা বানানোর নানান শব্দ শুনতে পাচ্ছেন।

-'এই শুনছো? পেপার দিয়েছে কিনা দেখো তো?'



বৌ এসে দিলো একটা ঝাড়ি। বিছানা থেকে তো উঠো আগে। হাত-মুখ ধোও। বাথরুম করো। বিছানায় শুয়েই পেপার?!



নিতান্ত অনিচ্ছায় চৌধুরী সাহেব ঘুম থেকে উঠলেন। দরজার নীচ দিয়ে পত্রিকার মাথা দেখতে পেলেন। সেটা নিয়েই সোজা বাথরুমে। আজকাল হাই কমোডের প্রচলন হয়ে বেশ সুবিধা হয়েছে। মনে হয় চেয়ারে বসে বসে পেপার পড়ছি।



খ. চৌধুরী সাহেবের ছেলে রাশানও উঠে প্রায় একই সময়ে। শুয়ে শুয়েই আই ফোনে বিডি নিউজ, বাংলা নিউজ, প্রথম আলো আর সামু ব্লগে একটু চোখ বুলিয়ে নেয়। বিশ্বের হাল হকিকত জানার জন্য সিএনএন আর বিবিসির আ্যপগুলোও একটু চেক করে নেয়। এরপর ফেসবুক খুলে দেখে কোন মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সসেপ্ট করেছে কিনা।



"গুড মরনিং ফ্রেন্ড" সকাল ১০ টায় এই স্ট্যাটাস দিয়ে সেও বাথরুমে ঢুকে পড়ে।



গ. চোধুরী সাহেব নাস্তা সেরেছেন। টিভিতে তখন 'আজকের সংবাদপত্র' চলছে। এক চোখ তার পেপারে আর অন্য চোখ আর কান দুটো টিভিতে। অনুষ্ঠানের হোস্ট সহ তিন পত্রিকার তিন সাংবাদিক কে কার চেয়ে জ্ঞানী সেটা জাহিরে ব্যাস্ত। এর পর পরই শুরু হলো সকালের সংবাদ। সেটা শেষ করে অন্য চ্যানেলে চলে গেলেন সেই চ্যানেলের সংবাদ দেখতে।



ঘ. দুপুর বেলা। চৌধুরী সাহেব দুপুরের খবর দেখে খেয়ে দেয়ে একটু ঘুমিয়ে নেন। রাত জাগতে কষ্ট হয় না হলে।



ঙ. রাশানের ক্লাস শেষ। বন্ধুদের সাথে আড্ডা চলছে। এই আড্ডায় স্মার্টনেস দেখানোর একমাত্র উপায় হলো বিশ্বের নানান চিপায় সে সব ঘটনা ঘটে চলেছে সে সম্পর্কে কে কতটুকু জানে।



"জানিস মিলা কুনিস অভিনয় ছেড়ে দিয়েছে!"

"ভ্যাটিক্যানের পোপ স্ক্যান্ডাল এড়াতেই ৬০০ বছরের মধ্যে প্রথম পোপ হিসাবে পদত্যাগ করেছে"



আড্ডার মাঝেই রাশান ফেসবুকে আর একটা স্ট্যটাস দেয় "চা খেতে ইচ্ছা করছে"



চ. সন্ধ্যা বেলা তুমুল উত্তেজনা নিয়ে চৌধুরী সাহেব টিভির রিমোট দখল করে নিয়েছেন। খবর প্রতিযোগিতা শুরু হবে একটু পর চ্যানেলে চ্যানেলে। উত্তেজনায় তার হাত পা কাপঁছে।



ছ. মধ্যরাত। চৌধুরী সাহেবের বৌ ঘুমিয়ে গেছে। বাংলা চ্যানেল গুলোর প্রাইম টাইম এখন। বিশিষ্ট সব "টক শো বিদ" দের চ্যানেলে চ্যানেলে এখন ধরে আনা হবে। কোনটা বাদ দিয়ে কোনটা দেখবেন এটা ঠিক করতে করতেই গুরুত্বপূর্ণ আলোচনা মিস হয়ে যায়। চৌধুরী সাহেব মনে মনে ঠিক করেন আর একটা টিভি কিনবেন।



জ. রাশান নেটে ঘোরাঘুরি করে পরেরদিনের আড্ডার সব রসদ সংগ্রহ করে নেয়। ঘুমাতে যাবার আগে দিনের শেষ স্ট্যাটাসটা ফেসবুকে পোষ্ট করে "গুড নাইট ফ্রেন্ড"।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

ওবায়েদুল আকবর বলেছেন: আমি তো চশমার ফাক দিয়া চৌধুরী সাহেবের জায়গায় আপনারেই দেখতে পাচ্ছি। আর যাই হোক বিডি আইডলের কাছে যে পরিমাণ নিউজ থাকে তা আর কার কাছ থেকে পাওয়া যায় বলেন তো দেখি?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

বিডি আইডল বলেছেন: :) একেবারে খারাপ বলেন নাই

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

মুহাম্মাদ আলী বলেছেন: এতো ভালা কথা
দেশ আরও উন্নত হইতাছে :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

বিডি আইডল বলেছেন: আসলে সময় কাটানোর মত বিনোদনের অভাবই মানুষকে অতিরিক্ত টিভি মুখী করে তুলেছে

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: হিন্দী সিরিয়াল দেখার চেয়ে খবর দেখা অনেক ভাল.....।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

বিডি আইডল বলেছেন: টিভি দেখানোটা কমানো যায় না?? ডিশ আসার আগে মানুষ কি করতো??

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

চৌধুরী_সাহেব বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা! মজা পেলাম! =p~ =p~ =p~

তবে অন্দরের ঘটনা হচ্ছে খাবার সময় ১-২ মিনিট ছাড়া আমার আর টিভি-ই দেখা হয় না! 8-| 8-| 8-|

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

বিডি আইডল বলেছেন: খুবই ভালো...

তবে পোষ্টটা কিন্তু আপ্নারে নিয়া না ;)

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

আমিভূত বলেছেন: আমার কি মনে হয় জানেন ? এই আমরা যদি খবর দেখা ছেড়ে দিতাম দেখতেন খবর অনেক কমে যেত ! আকামের কাম হল খবরের পিছনে ছোঁটা ,অথচ কে যে সত্য বলছে কে যে মিথ্যে বলছে তার মাঝে আমি নিজেই গোলমাল পাকিয়ে ফেলছি দুইরকম খবর শুনে নিজে আরেক্রকম বানিয়ে বলছি !!

উত্তম লিখেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.