নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

এবং তাই অতি অবশ্যই আগামী নির্বাচনে ভুটটা নৌকাতে দেবো

০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:০৫

ক. শেয়ার বাজারের হাহাকারে যখন বিনিয়োগকারী গলায় ফাসঁ দেয়, সারা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, সরকারী টেন্ডার, পাবলিক টয়লেট সহ দখল করার যা যা আছে সব যখন ছাত্রলীগ দখল করে নেয়, হলর্মাকের মত কোম্পানি যখন ব্যাংকগুলোকে চুদে দেয়, আবুল এন্ড গং যখন পদ্মা সেতুকে রেপ করে, দেশের আগা-গোড়া যখন আকন্ঠ চোরদের দখলে, আগামী নির্বাচনে যখন ক্ষমতায় ২০২২২ সাল পর্যন্ত থাকার সব প্ল্যান তৈরি শেষ, ইন্ডিয়াকে বন্দর আর ট্রানজিট বিনামূল্যে দিয়ে যখন তিস্তা আর টিপাইমূখ আর বর্ডার দিয়ে গোয়া মারা খাওয়ার সব এন্তেজাম শেষ--তখন আমরা একটা পূণ্য করেছি। রাজাকারদের বিচার ও ব্যাকড বাই পপুলার ডিমান্ডে হ্যাং আন্টিল ডেথ এর ব্যবস্হা করেছি।



খ. ৫ বছর পর ক্ষমতার পালাবদলে আসলে দলের ও দেশের দীর্ঘমেয়াদি কোন উন্নয়ন করা যায় না। এইজন্য দরকার অন্ততঃ তিন মেয়াদে ক্ষমতায় থাকা। বিরোধী দল শক্তিশালী থাকলে সে সুযোগ হাতছাড়া হয়। আমরা বিরোধী দলের যে হাত -পা ভাঙ্গা ২০০৭ থেকে শুরু হয়েছে--গুম খুন আর মামলার মাধ্যমে সেটাকে একটা লেভেলে আনতে সক্ষম হয়েছি। যে তত্বাবধায়কের জন্য দেশকে পঙ্গু করে ফেলেছিলাম, সে তত্বাবধায়কে আমরা ব্যবহৃত কনডমের মত ছুড়ে ফেলে দিতে সক্ষম হয়েছি। আমরা ভীষণ ২০২০ বাস্তবায়ন করবোই। বিরোধীতা করার মত কোন দলই থাকবে না।



গ. আমরা মিডিয়ার প্রভূত উন্নতি করেছি। চরিত্রহীন সাগর-রুনী হত্যাকারীদের ধরার চেয়ে আমরা ইউটিউব, ফেসবুক এইসব বন্ধ করতে সিদ্ধ হস্ত হয়েছি। বিডিনিউজ, বাংলানিউজ ইত্যাদি মিডিয়া পোর্টাল দিয়ে আমরা কাস্টোমাইজড সংবাদ প্রকাশ করতে পারছি। ব্লগের মালিকদের ধরে হুমকি ধামকি দিয়ে আমরা "মডারেটেড" পোষ্ট প্রকাশ করতে পেরেছি। তরুণদের ইমপ‌্যালসকে শাহবাগে আমরা আওয়ামী করণ করতে পেরেছি।



ঘ. আগামী নিবার্চন সহ পরবর্তী তিন নির্বাচনে জয় আমাদের সুনিশ্চিত। একমাত্র নৌকার জয়ই পারে একটি স্বনির্ভর বাংলাদেশ তৈরি করতে। এই ব্যাপারে আমাদের ভাবী নেতা বিশিষ্ট পাওয়ার পয়েন্ট স্পেশালিস্ট জয় আমেরিকা থেকে নিরলস কাজ করে যাচ্ছেন। "উই উইল ক্র্যাশ দেম" এই নীতিতে আমরা দেশ শাসন করে যাবো।



তাই সবাই নৌকায় ভোট দিন। নৌকাকে জয়যুক্ত করুন।

মন্তব্য ৬৭ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:১০

সানড্যান্স বলেছেন: যাহ !!! এভাবে বলতে নেই, বিটিসিএল কিন্তু আবার ধরবে!!!

বিশ্বজীত আর ছাত্রলীগ বাদ গেছে।

কিচ্ছু ভুলিনাই, দেখা যাক!!

০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:১১

বিডি আইডল বলেছেন: বিশ্বজিৎতের ঘটনা দিয়া আমার নৌকার ভুট কেউ দাবাইয়া রাখতে পারবে না

২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:১১

জাহাঁপনা। বলেছেন: GOTOBAR disilam , eibar ar vul korbo na ...

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১১

বিডি আইডল বলেছেন: ইউ আর রাজাকার

৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:১৪

তিলন বলেছেন: আমি কিন্তু আমার ভোটটা বিএনপি কেই দিবো। গোলাপি আপার জামাই মুক্তিযোদ্ধা থাকার পরেও উনি জামাতের সাথে মিলে সুন্দর হরতাল হরতাল খেলা খেলে যে মহানুভবতা প্রধর্ষণ করেছেন তাতে আমি মুগ্ধ।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:১৫

বিডি আইডল বলেছেন: আপনি রাজাকারের দোষর....আপ্নি ফাকড আপ হইতে হইতেও নৌকারে ভুট দিতে চান না

৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:১৫

পরীবানু বলেছেন: আশ্চর্য!! এতকিছু বয়ান করলেন অথচ চাইদী ছাহেবের এসলাম, তালেবানমন্ত্র এবং আসমানী সুখ/পুলক নিয়ে এক্কেবারে নিরব কেন? হাজার হলেও জামাতী পিছলাম বলে একটা কথা আছে না???

০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:১১

বিডি আইডল বলেছেন: আপ্নে সাইডা যাইয়া আমার আগের পোষ্ট পইড়া আসেন..এলা বিজি আছি

৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:১৬

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: এখন একটাই উদ্দেশ্য হওয়া উচিত, যেকোনো উপায়ে বাকশালী কুকুরদের প্রতিরোধ করা।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১১

বিডি আইডল বলেছেন: ইউ আর রাজাকার

৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:১৮

লনলি নয়ন বলেছেন: এইভাবে দোষগুলাকে আপনি চাপা রেখে গেলেন ?? আপনার মেন্টালি কোনো সমস্যা আছে । হয়তো চোখে টিনের চশমা পিন্দা হাটেন .... ফাক ইউ আওয়ামী কুত্তাস..

০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:১২

বিডি আইডল বলেছেন: এইসব গালাগালি দিয়া আমার নৌকার ভুট কেউ দাবাইয়া রাখতে পারবে না

৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:২১

মিনেসোটা বলেছেন: বিদেশে বসবাস করেও বাংলাদেশের পঁচে যাওয়া রাজনীতিকদের প্রতি আপনার অন্ধ ভক্তি দেখে রাজারবাগের পীরের মুরিদদের কথা মনে আসে

০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:১৩

বিডি আইডল বলেছেন: এই পচেঁ যাওয়া দেশেই আমার বাবা-মা, বোনরা আছে। থাকবে। আমি বিদেশে এসে আরামের লাইফ লিড করছি বলে যে মা, যে দেশ তাকে ভুলে যাবো??

৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:২২

রাজুবিডি বলেছেন: কারে ভোট দিব? সরকারের এত ব্যার্থতা কিন্তু দায়িত্বশিল কোন বিরোধীদল ও নেই, যেগুলো আছে মাথায় গোবর নিয়ে হাটে আর ভাবে পাব্লিক হল বড় বেকুব। এক ক্যাসেট সারা বছর বাজায় ফ্যসিবাদি, বাকসাল ... ধুরররর

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১১

বিডি আইডল বলেছেন: মঈন ইউ রে

৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:২২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: নৌকা মার্কায় ভোট দিমু,
৫ টাকা কেজি চাউল খামু! B-))

১০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:২৪

সাউন্ডবক্স বলেছেন: আপ্নে তারাতারি এই পোস্ট ডিলিট মারেন নয়তো রাজাকার বানিয়ে ফেলবে দালাল রা আপনাকে।।

১১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:২৫

সুমনদেশ বলেছেন: অসাধারণ পোস্ট!

আরে তাই তো, এখন থেকে শাহবাগী হতে হবে, ধরে ধরে বিরোধীদের জবাই করতে হবে আর বলতে হবে জয় হাসিনা, জয়বাংলা, জয়হিন্দ।

আসুন সবাই শেখ হাসিনাকে ভারতে নতুন করদ রাজ্যের মুখ্যমন্ত্রী করার আন্দোলনে যোগ দিতে শাহবাগে যাই।


১২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:২৭

রনী মুরাদ বলেছেন: মাননীয় লেখক, আপনার উল্লেখিত সমস্যা ক,খ, গ বিগত কোন সরকারের আমলে ছিলোনা দয়া করে বলবেন কি?

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৩

বিডি আইডল বলেছেন: সেইজন্যই তো নৌকায় ভুট দিমু...সমস্যা যদি কেউ পরিবর্তনই করতে না পারে তাইলে সরকার পাল্টাইয়া লাভ কি??

আর নৌকার সরকারের মত বাংলাদেশরে চুদতে আর কোন সরকার পারবে না

১৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:২৭

সাউন্ডবক্স বলেছেন: লনলি নয়ন বলেছেন: এইভাবে দোষগুলাকে আপনি চাপা রেখে গেলেন ?? আপনার মেন্টালি কোনো সমস্যা আছে । হয়তো চোখে টিনের চশমা পিন্দা হাটেন .... ফাক ইউ আওয়ামী কুত্তাস.. =p~ =p~ =p~

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৩

বিডি আইডল বলেছেন: ইউ আর রাজাকার

১৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:২৮

মিতক্ষরা বলেছেন: লেখা ভাল। তবে বিএনপির এখন একক ভাবে এগোনো উচিত। জংগিবাদিতার কোন রকম দায়ভার দলটির ঘাড়ে নেয়া ঠিক হবে না।

১৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৩০

অপু ওপি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৩৩

সুমনদেশ বলেছেন: আসুন সবাই শেখ হাসিনাকে ভারতের নতুন করদ রাজ্যের মুখ্যমন্ত্রী করার আন্দোলনে যোগ দিতে শাহবাগে যাই। সেখানে হাসিনার ব্যবস্থাপনায় সকল প্রকার আনন্দ-বিনোদনের ব্যবস্থা থাকবে। থাকবে বিনা পয়সায় থাকা-খাওয়ার সুব্যবস্থা। ভয়ের কিছু নেই, সেখানে হাসিনা ৩/৪ স্তরের পুলিশ, বিজিব, সোয়াত বাহিনী, র‌্যাব বাহিনীর নিরাপত্তা দিবে আপনাকে। যত খুশি নর্তন-কুর্দন করুন, জবাই কর-জবাই কর বলুন কেউ কিচ্ছুটি বলবে না।

১৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৩৭

ইকবাল পারভেজ বলেছেন: দাদা, আমি দাদাবাবুদের কথা মুখে না নিয়ে কখনও ভাতও খাই না।
নৌকায় তো আমি অবশ্যই ভোট দিব।

১৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪১

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

১৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪৮

অসামাজিক শাহেদ বলেছেন: এতো সুন্দর প্ল্যান করলো .... ভোট তো কোপাইয়া দিমু

২০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৫৬

আমি মোঃ চয়ন বলেছেন: আপনার পোস্টে ব্যাপুক অনুপ্রানিত হইলাম। আগেই ঠিক করছিলাম নৌকায় ভোট দিমু। এখন তো ভাবতাছি আসল ভোটের সাথে ২ টা জল ভোটও দিমু।

সজিব ওয়াজেদ(জয়) বাংলা !

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৩

বিডি আইডল বলেছেন: জয় হাসিনা

২১| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:০২

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: " আমার বিয়াই রাজাকার হলেও যুদ্ধপরাধী না " এই রকম বিয়াই বেয়ানের মহব্বত কোথাও কি দেখেছেন ?
" আমার নেত্রী জীবনে কখনও মিথ্যা কথা বলেনি " এই রকম সত্যবাদী মানুষ দ্বিতীয়টা কোথাও দেখেছেন ?
" শেখ মুজিব জন্ম নেয়ার সাথে সাথে না কেঁদে জয় বাংলা বলেছেন " এই রকম দেশ প্রেম কোথাও দেখেছেন ?
তাহলে কেন আমি এই রকম একটি মহব্বতে পরিপুর্ণ , সত্যবাদী , দেশ প্রেমিক দল কে ভোট দিব না ??? অবশ্যই দিব ,, কারন তাদের ভদ্র , সুশিক্ষীত , অকুতভয় , সংগ্রামী , দেশ প্রেমিক , ধার্মীক কর্মী বাহিনী আছে :P :P :P

২২| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:০৪

ঘুমকাতুর বলেছেন: জিয়া যে মুক্তিযোদ্ধা ছিলো তা হঠাৎ আইজ মনে পড়ছে

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৩

বিডি আইডল বলেছেন: আপনে গান্জা খাইয়া ঘুমাইতে থাকেন

২৩| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:২১

রাজর্ষী বলেছেন: নাহ বিডি কৈলেই হৈলো নাকি, জামাতের লগে যেহেতুক বেইমানী করে নাই তাই আমাগো ভুট গোলাপী বিবিই পাইবেক।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৪

বিডি আইডল বলেছেন: নৌকায় ভুট দিমু কইছি..নৌকারে চুদমু কই নাই

২৪| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:৩০

কাঠুরে বলেছেন: আমি চুরঞ্জিত রে ভুট দিমু। B-))

২৫| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:৪২

ওবায়েদুল আকবর বলেছেন: আমি না ভোট দিমু থুক্কু ভোট দিতেই যামুনা।

২৬| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:৫৩

আমি-টর্নেডো বলেছেন: চটি আইডল ।আজকে ফেসবুকে কার ফটো আপ্লোড করছো?তুমি তো বাংলাদেশের ভোটারই না।টুমি কেমনে ভোট দিবা?

০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:০৫

বিডি আইডল বলেছেন: তোর বইনের

২৭| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:০৬

সবখানে সবাই আছে বলেছেন: আজকের সংবাদ সন্মেলনে গোলাপী ম্যাডাম যেভাবে জামাত প্রেম দেখিয়েছেন এরপরে কেমনে আবার নৌকায় ভোট দেই।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৪

বিডি আইডল বলেছেন: ইউ আর রাজাকার

২৮| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:০৮

গৃহন্ডুলে বলেছেন: সহমত! (ছাগু কইলে কগা! আদা আর ভাদাদের ঘেউঘেউ এ কিছু আসে যায় না!)

২৯| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:২৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সকাল বিকাল রাজাকার ধর,
আর শেখ হাসিনার বিয়াই কর! ;)

৩০| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:৩৮

লনলি নয়ন বলেছেন: অশ্লীল বিডী...

৩১| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:৩৯

লনলি নয়ন বলেছেন:

৩২| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:৪৫

বাকাট্টা বলেছেন: বিডি একটা খ্রাপ লুক খালি বাল-ভাদাদের পটুতে আগুন ধরায়া দেয় X((

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৪

বিডি আইডল বলেছেন: ইউ আর রাজাকার ;)

৩৩| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:৫১

সোনার বাংলা বলেছেন: অবশ্যই দিবো তবে পিছন দিক দিয়া!

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৪

বিডি আইডল বলেছেন: ইউ আর রাজাকার :)

৩৪| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৭:১৮

প্রকৌশলী আতিক বলেছেন: আহারে এতদিন আন্ধারে আছিলাম, আপনের পোষ্ট চক্ষু খুইলা দিছে।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:১১

বিডি আইডল বলেছেন: বুখে আয় বাবুল!

৩৫| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৩

রবি_জল বলেছেন: "উই উইল ক্র্যাশ দেম" এই নীতিতে আমরা দেশ শাসন করে যাবো। বলেন জয় বাংলা !!!

৩৬| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫

রবি_জল বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সকাল বিকাল রাজাকার ধর,
আর শেখ হাসিনার বিয়াই কর! ;)


=p~ =p~ =p~

৩৭| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৩৪

প্রকৌশলী আতিক বলেছেন: সাঈদির মাইয়ার (পালক টালক হইলেও হবে) সাথে জয় বাবাজির বিবাহ দিয়া দিলে, রাষ্ট্র স্বামী তাকে নিজ গুনে ক্ষমা করিয়া দিবেন।

আত্নীয়তার বন্ধনই সবচাইতে বড় বন্ধন।

৩৮| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: এমন নির্লজ্জভাবে ডিফেন্ড করার কোনো দরকার ছিলোনা। এগুলো রাজনীতিবিদদের কাজ। আপনি সাধারন মানুষ সাধারন মানুষের কাতারে চলে আসুন। অন্যায়কে কখনো প্রশ্রয় দিবেন না।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:১১

বিডি আইডল বলেছেন: এইসব বইলা আমার নৌকায় ভুট টলানো যাবে না

৩৯| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৫২

ধ্রুব মহাকাল বলেছেন: দেশপ্রেমিকের চার্টিফিকেট পেতে চাই তাই আমি নৌকায় ভুট দিব :-D

৪০| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০৪

রাফা বলেছেন: সাবাশ! এইতো জিয়ার সৈনিক।আপোষহীন নেত্রীর পক্ষেই থাকুন।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:১১

বিডি আইডল বলেছেন: নৌকারে ভুট দিমু বলছি...চুদমো বলি নাই

৪১| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

মিজু মোহম্মাদ বলেছেন: কাল খালেদার বক্তব্যের পর কিছু ভেকধারী চুশীল বলছে ভোট তারা নোকায় দিবে...আমি বলি কি তারা নৌকায় দেক তাতে কিছু যায় আসে না। কিন্তু কদিন পর তাদের পরনের কাপর থাকবে কিনা সেটাও যেন খেয়াল রাখে

৪২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনার কাছ থেকে এই রকম একটা পোস্টই আশা করেছিলাম । ;) ;)




রাফা বলেছেন: সাবাশ! এইতো জিয়ার সৈনিক।আপোষহীন নেত্রীর পক্ষেই থাকুন।


:-P :-P :-P :-P :-P :-P

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৩১

বিডি আইডল বলেছেন: নৌকারে ভুট দিমু বলছি...চুদমি বলি নাই

৪৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:২৭

আমি তুমি আমরা বলেছেন:

নৌকা আর ধানের শীষ
এক সাপের দুই দাতের বিষ।
আম জনতার কাতারে আছি
দুইটাকেই এবার করব ফিনিশ।

৪৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৫:১০

বাকাট্টা বলেছেন: ঝাকে ঝাকে ভাদা আটকারে আটকা ;)

৪৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৬

নষ্ট শয়তান বলেছেন: জয় হাচিনা

৪৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৪

াগলা শান্তু বলেছেন: নৌকা আর ধানের শীষ
এক সাপের দুই দাতের বিষ। আমি আতর মারকায় হেপাজতরে ভুট দিবার চাই B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.