![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
ক. গতবছর এক বিচারক ফেন্সিডিল সমেৎ ধরা পড়ার পর পুলিশ তাকে নিয়ে সংবাদ সম্মেলন করে। বাংলাদেশে এই গ্রেফতারের পর মিডিয়া ট্রায়ালের বিষয়টি চালু করেছিলো মঈন-ফখরু গং সরকার। আদালত এই বিষয়ে সর্বদাই চুপচাপ থাকতো। কিন্তু এই বিচারক গ্রেফতারের পর আদালতের খবর হয় যে এই মিডিয়া ট্রায়াল একটা বেআইনী বিষয়। কাউকে গ্রেফতার করা কিংবা মামলা করা মানেই কিন্তু সে দোষী না। "ইনোসেন্স আন্টিল গিল্টি" ব্রিটিশ আইনের বহু পুরনো একটি প্রিজাম্পশন। এই ধরণের মিডিয়া ট্রায়ালের বহু আসামীই পরবর্তীতে সাজা পায়নি, কিন্তু তাদের জীবন ছারখার হয়ে গেছে সামাজিক ভাবে।
খ. রাজীব হত্যাকান্ডের আসামী ধরা নিয়ে আমাদের মুক্তিযুদ্ধকালীন ডিসির চাকরি করা মখা সাহেব সাংবাদিকদের কিছুদিন আগে জানালেন ৭জন গ্রেফতার হয়েছে। কারা এই ৭জন এই বিষয়ে কিছুই জানা গেল না। গতকাল ভোর থেকেই বাংলানিউজ এবং পরে সব পত্রিকায় জানা গেল নর্থ সাউথের ৫ ছাত্রকে গ্রেফতারের কথা। ছবি সহ তাদের সব প্ল্যানের এবং খুনের বিস্তারিত আসলো সব পত্রিকায়। প্রথম আলো আকারে-ইঙ্গিতে জানালো এরা হিজবুত তাহ্রীর এবং এদের এই খুনের প্ল্যান শাহবাগ আন্দোলনের মাস খানেক আগে থেকে করা। খুনের মোটিভেটর হিসাবে শিবিরের এক "বড়ভাইকে" আনা হলো। প্রশ্ন হলোঃ
১) এই বড়ভাইয়ের কোন পরিচয় পুলিশ কেন জানালো না? তার গ্রেফতার কোথায়?
২) এই খুনের সাথে তাহলে শাহবাগ আন্দোলনের সম্পর্ক কি?
৩) কোন ক্লু থেকে পুলিশ এদের গ্রেফতার করলো?
৪) সাগর-রুনী হত্যাকান্ডের আলামতের ডিএনএ আমেরিকা থেকে পরীক্ষা করার দরকার হলে রাজীব হত্যাকান্ডের বেলায় সেটা ঢাকা মেডিকাল থেকে কেন করতে বলা হলো?
গ. দেশকে পরিকল্পিত ভাবে যে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে এর দায়-দায়িত্ব হাসিনার সরকার কতটুকু নেবেন?
২| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:২২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: গ. দেশকে পরিকল্পিত ভাবে যে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে এর দায়-দায়িত্ব হাসিনার সরকার কতটুকু নেবেন?
এটাই বিলিয়ন ডলার কোশ্চেন!
৩| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:৩৯
আলুমিয়া বলেছেন:
১) এই বড়ভাইয়ের কোন পরিচয় পুলিশ কেন জানালো না? তার গ্রেফতার কোথায়?
জানাবে বলেছে। আপনি মনে হয় শংকিত।
২) এই খুনের সাথে তাহলে শাহবাগ আন্দোলনের সম্পর্ক কি?
কোন সম্পর্ক নাই।
৩) কোন ক্লু থেকে পুলিশ এদের গ্রেফতার করলো?
জি আপনাকে ডেকে বলবে বলেছে। কারন আপনার জানার অনেক অধিকার আছে।
৪) সাগর-রুনী হত্যাকান্ডের আলামতের ডিএনএ আমেরিকা থেকে পরীক্ষা করার দরকার হলে রাজীব হত্যাকান্ডের বেলায় সেটা ঢাকা মেডিকাল থেকে কেন করতে বলা হলো?
সহজ কথায় টাকাটা কে দিবে?
গ. দেশকে পরিকল্পিত ভাবে যে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে এর দায়-দায়িত্ব হাসিনার সরকার কতটুকু নেবেন?
সবটুকুই নিবেন আমার মনে হয়। দেশকে স্বাধীন করার জন্য যদি নেত্বত্ত দিতে পারে - এটাও করতে পারবে বলে মনে হয়।
বিএনপি+জামাতের সাপোর্টারদের আবদার শুনলে হাসতেও কষ্ট হয়।
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:৪৮
বিডি আইডল বলেছেন: আপনার এই প্রেস রিলিজ কি পুলিশের টাকা খেয়ে লিখেছেন না পুলিশ লিখে দিয়ে গেছে??
৪| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:৪২
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: শাহবাগের ডিজুসমার্কা আন্দোলন এখন সম্পূর্ণত দলবাজি ও বিভক্তির, ভাষার ব্যবহার, আচরণ ও প্রবণতার দিক থেকে উগ্র ফ্যাসিবাদী ও পুঁতিগন্ধময়.
আমি অবাক, এই মিডিয়া নষ্টামির নেতৃত্বে আছে প্রথম আলো, তারা বিএনপির বিরুদ্ধে এখন পুরোদস্তর পোলারাইজড. তারা হেড়ে গলায় রাতদিন রাজাকার জপে সরকারের সব অপরাধ ধামাচাপা দিতে, ভিন্নমতের টুটি চেপে ধরতে অস্থির. এই ফ্যাসিবাদিতা, এই উলট-পালটের গল্পের এটাই শেষ নয়... এই দিন দিন না, আরও দিন আছে. এখন চ্যানেল ওয়ান বন্ধ, অমুক-তমুকের টক-শো করা বন্ধ, শাহবাগের চক্ষুশূল ব্লগগুলা বন্ধ, মাহমুদুর রহমানকে গ্রেফতারের কসরত... নষ্টামি বন্ধ না হলে অন্য কোন দিন, অন্য কোন পরিস্থিতিতে এই ফ্যসিবাদ যে আরও কোন নোংরা রূপ নিয়ে শাহবাগী মিডিয়া সিন্ডিকেটকে গ্রাস করবে না তা কে হলপ করে বলবে?
মিথ্যা প্রচারণা খুব স্বল্পমাত্রায় হলে সহনীয়ও হয়, কার্যকরীও হয়, এখন সিন্ডিকেটেড মিথ্যাবাজি সব সীমা ছাড়িয়েছে, কতিপয় ডিজুস-মূর্খ ছাড়া সবার চোখেই সেটা পড়ছে এবং বিরক্তিও চূড়ান্ত পর্যায়ে পৌছেছে.
এক অস্থির সময় - শাহবাগী মিডিয়া, ব্লগ, ব্লগিং, হেট-এন্ড-লাই ক্যাম্পেইন, রাজনীতি, সিন্ডিকেটেড মিথ্যাবাজি
৫| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:৫১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এরশাদের জাপা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী। ১৯৯৬ সাল থেকেই প্রমাণিত যে জাপার সমর্থন ছাড়া আলীগ আর একক ভাবে ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি, জামাত ও জাপার সম্মিলিত ভোট ৭০% হবে। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ নির্বাচন গুলি তাই বলে। ২০০৮ এর নির্বাচন প্রচন্ড বিতর্কিত। তাই বলি বাংলাদেশী জাতীয়তাবাদীদের সমর্থন ছাড়া হাসিনা ও তার দল একলা ক্ষমতায় যেতে পারে না তারপরেও BAL গং কেমনে বাহাদুরি দেখায়?
৬| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:০৩
প্রকৌশলী আতিক বলেছেন: পুরাটাই নিতে হবে।
৭| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫
আতাউররহমান১২০০৭ বলেছেন: পুলিশ তাদের হত্যা অভিযানের বর্ণনায় বলেছে একজন সাইকেল দিয়ে রাজিব কে অনুসরণ করেছে। এটা কি পালসার সাইকেল নাকি বাসের পিছনে পিছনে অনুসরণ করবে?
০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৩
বিডি আইডল বলেছেন: ওইটা মে বি মোটর লাগানো সাইকেল ছিলো..বাইকের মত!
৮| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৫১
ঘুড্ডির-পাইলট বলেছেন:
দেশের অবস্থা এখন খুব খারাপ
৯| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২২
বইয়ের পোকা বলেছেন: এই প্রশ্ংুলার উত্তর কে দেবে? কেউ না!!! সবই, বুইজা লইতে হইব!!
১০| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০০
২০১৩ বলেছেন: আচ্ছা এরা ও তো শিবিরের লোক না তবে কেন ঘুরিয়ে ফিরিয়ে শিবির জামাত এর নাম বলা হচ্ছে,
এরা তো এক দিন নিজের ভাই এর জন্মের জন্য ও শিবির কে দায়ী করবে।
১১| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯
নিশি কথক বলেছেন: আলুমিয়া বলেছেন:
১) এই বড়ভাইয়ের কোন পরিচয় পুলিশ কেন জানালো না? তার গ্রেফতার কোথায়?
জানাবে বলেছে। আপনি মনে হয় শংকিত।
২) এই খুনের সাথে তাহলে শাহবাগ আন্দোলনের সম্পর্ক কি?
কোন সম্পর্ক নাই।
৩) কোন ক্লু থেকে পুলিশ এদের গ্রেফতার করলো?
জি আপনাকে ডেকে বলবে বলেছে। কারন আপনার জানার অনেক অধিকার আছে।
৪) সাগর-রুনী হত্যাকান্ডের আলামতের ডিএনএ আমেরিকা থেকে পরীক্ষা করার দরকার হলে রাজীব হত্যাকান্ডের বেলায় সেটা ঢাকা মেডিকাল থেকে কেন করতে বলা হলো?
সহজ কথায় টাকাটা কে দিবে?
গ. দেশকে পরিকল্পিত ভাবে যে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে এর দায়-দায়িত্ব হাসিনার সরকার কতটুকু নেবেন?
সবটুকুই নিবেন আমার মনে হয়। দেশকে স্বাধীন করার জন্য যদি নেত্বত্ত দিতে পারে - এটাও করতে পারবে বলে মনে হয়।
বিএনপি+জামাতের সাপোর্টারদের আবদার শুনলে হাসতেও কষ্ট হয়।
উনার মাথা থেকে শুরু করে পশ্চাতদেশ পর্যন্ত পুরাটাই যে আলুতে ভর্তি তাতে কোন সন্দেহ নাই। এই জন্যই বোধ হয় বাজারে আলুর এত দাম
১২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৯
~টোনা~ বলেছেন: পোস্ট সরিয়ে লাভ নাই।স্ক্রিনশট নেওয়া আছে।তুই আর তোর বন্ধুর ষড়যন্ত্র কাজ হবে না।
১৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭
লাবিব ইত্তিহাদুল বলেছেন: বুল্লেই তু বুইলবে রাজাকার
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:১৯
রবি_জল বলেছেন: আরেক জজ মিয়া নাটক নাতো আবার?