নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

দেশে দেশে গুগুলের স্ট্রিট ভিউ কার (ইনক্লুডিং বাংলাদেশ)

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১





আমেরিকার সান ফান্সিসকোতে গুগুল কার পুলিশ ধইরা টিকেট দিতাছে।







বার্লিনের রাস্তায় ট্রাফিক লাইটে গুগুল কার।







গুগুলের সদর দপ্তরের সামনের ডিসপ্লে কার।







ইন্ডিয়াতে গুগুল কার এবং গুগুল সাইকেল (!)।







গুগুল কারের আ্যকসিডেন্ট।







কানাডায় গুগুল কার।







ফ্লোরিডার সি ওয়ার্ল্ড এ গুগুলের সাইকেল।







ক্যামেরার উপর পাখি গু করে দিয়েছে।



সব শেষে বাংলাদেশ...মহাখালী ফ্লাইওভারের নীচে



মন্তব্য ১৫ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২

বিডি আইডল বলেছেন: ঢাকার ছবিটা শাকিলের সৌজ্যনে প্রাপ্ত।

২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৪

ইকবাল পারভেজ বলেছেন: আমেরিকার সান ফান্সিসকোতে গুগুল কার পুলিশ ধইরা টিকেট দিতাছে


=p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

বিডি আইডল বলেছেন: এই ঘটনা একাধিকবার ঘটেছে :)

৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫

মনিরা সুলতানা বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-))

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

বিডি আইডল বলেছেন: :)

৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৫

কামরুল হাসান শািহ বলেছেন: বাংলাদেশে কেন আইছে? আম্বদের ইন্ডিয়ার রাস্তা চিনাইতে? B:-)

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

বিডি আইডল বলেছেন: বাংলাদেশের স্ট্রিট ভিউ এর কাজ শুরু করেছে গুগুল। এর অনেকরকম ব্যবহার আছে। তবে মূলত ট্যুরিজম এবং ব্যবসার কাছে এটি ব্যবহৃত হয়।

৫| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩১

হাবিবউল্যাহ বলেছেন: গুগলের কার ও জরিমানা খায় এই জনসেবা কর্তে গিয়া!

পোষ্টে ভালো লাগা দিয়ে গেলাম!

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

বিডি আইডল বলেছেন: :) জরিমানাটা মনে হয় ট্রাফিক আইন ভাঙ্গার জন্য!

৬| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪১

আমি তুমি আমরা বলেছেন: শালার পাখিগুলা আর হাগার জায়গা পায়না। গুগুলরে কানা কইরা দিল ;)

৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

মিত্রাক্ষর বলেছেন: ১৩ তম ভালোলাগা দিয়ে গেলাম ;)

৮| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫১

হেডস্যার বলেছেন: ১৫ তম+

৯| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩

বাধা মানিনা বলেছেন: গুগুল কারের আ্যকসিডেন্ট........লোল....ক্যামেরার উপর পাখি গু করে দিয়েছে.......উরিক........

১০| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৬

জাহিদ১১মে বলেছেন: যে জায়গায় পাখি গু করে দিছে গুগল ম্যাপে সেখানে সেই গু সহ দেখা যাবে মনে হয়।

১১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: ভিন্নধর্মী পোস্ট

++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.