নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

মন খারাপ? ঝটপট দেখে ফেলুন এই ৫টি মুভি

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮

মনটা স্যাতঁস্যাতেঁ হয়ে আছে? মুড অফ? বৌ মার-ধোর করেছে? প্রেমিকা ঝাড়ি দিয়েছে? দেখতে বসে যান নীচের মুভি গুলো। আগেও হয়ত দেখেছেন। কিন্তু এগুলো এমনি টনিক মুভি, মন খারাপের সময় দেখলেই দেখবেন মনটা ঝরঝরে হয়ে গেছে।







Eternal Sunshine of the Spotless Mind







Life Is Beautiful







Forrest Gump







The Pursuit of Happyness







The Shawshank Redemption



পরিশেষে যারা বৌদের হাতে নিয়মিত নির্যাতিত হন...আশায় থাকেন সুদিন আসবেই। কারণ শেষের সিনেমাতে একটা বিখ্যাত ডায়ালগ আছেঃ



hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies

মন্তব্য ৩৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৯

পাপাই বলেছেন: "The Shawshank Redemption" অনেক গ্রেট অথচ কঠিন একট ছবি এটা মন খারাপ হয়ে থাকা কোন মানুষের মনে বিরক্তের কারন হতে পারে।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২০

বিডি আইডল বলেছেন: "বিরক্ত"?? ক্যান রে ভাই? এই সিম্পল সিনেমাতে কঠিন কি পাইলেন আর বিরক্তির কি পাইলেন??

২| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: Life Is Beautiful তো আরও কঠিন ছবি........নায়কটার জন্য খুব কষ্ট লাগে...তবে তার ভালবাসা সবার মনে অসম্ভব ভাললাগার জন্ম দেয়..আপনার ছবিগুলোর মধ্যে এটিই আমার অধিক প্রিয়

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

বিডি আইডল বলেছেন: একটা কথা পোষ্টে বলা হয়নি...পোষ্টের লিংকের মুভিটা ডুয়েল অডিও...ইটালিয়ান এবং ডাবিং ইংরেজীর ট্র্যাক আছে

অন্যতম সেরা মুভির তালিকাতেও এটি অবশ্যই থাকবে

৩| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৯

একাকী বালক বলেছেন: খুব একটা মুভি দেখি না। কিন্তু এই ৫ টাই দেখা। চরম মুভি প্রত্যেকটাই।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

বিডি আইডল বলেছেন: :) খুব বেশি না দেখে ভালো ভালো মুভি দেখটাও খারাপ না!

৪| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩

পাপাই বলেছেন: ভাইয়া "ডেথ নোট" এনিমেশন সিরিজ টা দেইখেন @ বিডি আইডল।

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

বিডি আইডল বলেছেন: দেখেছি...ওয়ান অব দ্যা ফেভারিট...

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

বিডি আইডল বলেছেন: সেই সিরিজের ভক্তের তো শশাংক রিডেম্পশন কঠিন লাগার কথা না!

৫| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

বইয়ের পোকা বলেছেন: ১ নম্বর টা ছাড়া বাকিগুলা দেখছি। এগুলা সম্পর্কে বলার কিছু নাই। আপনের সিনেমা দেখার টেস্ট ভালা, আমার মতন!!! :D :D :D :D

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮

বিডি আইডল বলেছেন: :) নাকি বিপরীত!?

৬| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭

আমি তুমি আমরা বলেছেন: +++

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮

বিডি আইডল বলেছেন: থ্যাংকু

৭| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

টিনটিন` বলেছেন: এইগুলোও দেখবো, তবে আপনার রিকমান্ডে টু এন্ড আ হাফ ম্যান ৪ দিন ধরে নামায়েছি। এখন দেখি কোন সাবটাইটেলই সেইম মেলে না। বড়ই চিন্তায় আছি। তবে ২টা এপিসোড অলরেডি দেখা হয়ে গেছে। জিনিষ ফাটাফাটি অস্বীকার করার কুনো উপায় নাই। :)

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

বিডি আইডল বলেছেন: এই সিরিজ দেখার জন্য সাব টাইটেল প্রয়োজন নেই। এমনিতেই দেখো

৮| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

ইলুসন বলেছেন: লাইফ ইজ বিউটিফুল বাদে বাকিগুলা দেখছি। :-B

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮

বিডি আইডল বলেছেন: এটাও দেখে ফেলেন

৯| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

কাউসার রুশো বলেছেন: ৫টাই কমন পড়ছে :)

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮

বিডি আইডল বলেছেন: বলতে!!

১০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

মুনতা বলেছেন: এগুলা দেইখা তো খারাপ মন আরও খারাপ হৈয়া যাওয়ার সম্ভাবনালিটি আছে।
বৌ মার-ধোর করেছে?

আল্লাগো! বৌ কি মাইর-ধউর করে না কি?!
বিবাহ-শাদি করার খায়েশ আছিলো। এখন ত দেখি নতুন কৈরা ভাবা লাগবো B:-)

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৯

বিডি আইডল বলেছেন: পরাজয় ডরে না বীর :) ঝাপাইয়া পড়ো

১১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৬

কালোপরী বলেছেন: :)

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৯

বিডি আইডল বলেছেন: :)

১২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫২

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

Eternal Sunshine of the Spotless Mind এবং The Pursuit of Happyness
মাত্র ৪-৫ বার দেখেছি।
বাকি তিনটা কতবার দেখেছি নিজেই জানিনা।
আমার এই পোস্টে গেলেই বুঝবেন শশাঙ্ক আর ফরেস্ট গাম্প আমার কতো প্রিয় :)
প্রিয় মুভিগুলো নিয়া পোস্ট দেয়ার জন্য আপনেরে ইস্পিসাল ধইন্যা :)
+++++++

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৯

বিডি আইডল বলেছেন: পোষ্টটা চমৎকার..

ধন্যবাদ আপনাকেও

১৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:২৩

রোমেন রুমি বলেছেন: +++++++++

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৯

বিডি আইডল বলেছেন: ধন্যবাদ রুমি

১৪| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেকদিন পরে মুভি পোষ্ট :)

এর ভিত্রে সবচেয়ে প্রিয় The Pursuit Of Happyness, তবে এটা দেখে মন খারাপ থেকে ভাল হবে না , বরং আরো খারাপ লাগবে।

উইল স্মিথের মাস্টারপিস মুভি মনে হয়েছে এটা।

১৫| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯

শব্দহীন জোছনা বলেছেন:
লাইফ ইজ বিউটিফুল মুভি টার প্রথম অংশ দেখলে যে কারও খারাপ মন ভালো হয়ে যাবে কিন্তু পরের অংশ দেখলে মনটা ঠিক ততোধিক খারাপ হয়ে যাবেতাই মন খারাপ যখন তখন না দেখাই নিরাপদ

প্রথম মুভি টা দেখি নাই, তবে যেহেতু গ্রেট মভিদের সাথে, বোঝাই যাচ্ছে, চরম জিনিস। ধন্যবাদ।

১৬| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫

শব্দহীন জোছনা বলেছেন:


দুঃখিত " গ্রেট মুভিদের "
হবে

১৭| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: আমার মারাত্মক প্রিয় মুভিগুলার নাম দিয়া দিলেন.... :D :D :D

১৮| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: Life Is Beautiful দেখেছি, চমৎকার একটা মুভি

বাকিগুলো দেখা হয়নি, দেখব

++

১৯| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

শাহজাহান মুনির বলেছেন: প্রিয়তে নিলাম মন খারাপ হলে দেখতে বসে যাব। কোনটা দিয়ে শুরু করব?

২০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:১১

গগণজয় বলেছেন: সব গুলো মুভিই বার বার দেখা। কিনতু ামার মোন খারাপ হলে আমি কমেডি মুভি দেখি। মন খারাপ থাকলে life is beautiful or persuit of happiness দেখে মন ভাল হবে না আমার।

২১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: life is beautiful and your post also!

২২| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এখনি দেখা দরকার...... :( :( :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.